
প্রথম অধ্যায় : ব্যবসায়ের মৌলিক ধারণা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৭। ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি?
ক. এটি অর্থনৈতিক কাজ
খ. এতে অর্থের লেনদেন ঘটে
গ. এটিকে আইনগতভাবে বৈধ হতে হয়
ঘ. এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়
৩৮। নিচের কোন উপাদানটি ব্যবসায়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য?
ক. আইনগত উপাদান
খ. রাজনৈতিক উপাদান
গ. অর্থনৈতিক উপাদান
ঘ. সামাজিক উপাদান
৩৯। পণ্য বিনিময় কোন ধরনের বাধা অপসারণ করে?
ক. অর্থসংক্রান্ত বাধা
খ. রূপগত বাধা
গ. মালিকানাগত বাধা
ঘ. স্থানগত বাধা
৪০। সর্বজনগ্রাহ্য হিসেবে অর্থের আবির্ভাব ঘটে কোন যুগে?
ক. আদিম যুগে
খ. আধুনিক যুগে
গ. মধ্য যুগে
ঘ. প্রাগৈতিহাসিক যুগে
৪১। নিচের কোনটি ব্যবসায়ের সঠিক সমীকরণ?
ক. Β =ΣΤ + ΣΙ + ΣΑΤ
খ. Β = ΣΑΤ – ΣΙ + ΣΤ
গ. Β =ΣΙ + ΣΤ + ΣΑΤ
ঘ. Β =ΣΙ + ΣΑΤ + ΣΤ
৪২। পণ্যসামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডকে কী বলে?
ক. প্রত্যক্ষসেবা
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. ব্যবসায়
আরো পড়ুন : ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৪৩। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হলো-
i. পণ্য রপ্তানি
ii. জনশক্তি রপ্তানি
iii. পণ্য আমদানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ইফতেখার মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় তিনি স্থানীয় চাহিদা মেটানোর পর শহরের বাজারেও তা বিক্রি শুরু করেন।
৪৪। ইফতেখার কোন ধরনের শিল্পের সঙ্গে জড়িত?
ক. সেবা পরিবেশক
খ. প্রজনন
গ. যৌগিক
ঘ. প্রক্রিয়াকরণ
৪৫। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে-
i. সম্পদের সদ্ব্যবহার হবে
ii. জীবনযাত্রার মান উন্নয়ন হবে
iii. আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৬। ব্যবসায়ের আবির্ভাব হয় কেন?
ক. সম্পদশালী হওয়ার জন্য
খ. চাহিদা পূরণের জন্য
গ. মুনাফা অর্জনের জন্য
ঘ. বেকারত্ব দূর করার জন্য
উত্তর: ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. গ, ৪০. গ, ৪১. গ, ৪২. ঘ, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ঘ, ৪৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর