ঢাকা ২৭ মাঘ ১৪৩১, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

আলোর প্রতিফলন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আলোর প্রতিফলন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান
বিম্বের আকৃতি নির্ভর দর্পণের ওপর, লেন্সের ওপর ও বস্তুর ওপর। প্রতীকী ছবি- সংগৃহীত

অষ্টম অধ্যায় : আলোর প্রতিফলন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২। অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
ক) বাস্তব ও সোজা        
খ) বাস্তব ও উল্টো
গ) অবাস্তব ও সোজা        
ঘ) অবাস্তব ও উল্টো

১৩। একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
ক) 0.5m       খ) 0.05m   
গ) 5m          ঘ) 50m

১৪। অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কীরূপ হয়?
ক) অত্যন্ত খর্বিত    খ) খর্বিত
গ) বিবর্ধিত             ঘ) বস্তুর সমান

১৫। নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়?
ক) অবতল দর্পণ        
খ) সমতল দর্পণ
গ) উত্তল দর্পণ        
ঘ) প্রিজম

১৬। সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
ক) 900        খ) 2700    
গ) 3600       ঘ) 1800 

আরো পড়ুন : আলোর প্রতিফলন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব

১৭। গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের-
ক) দুটি উত্তল একটি সমতল
খ) দুটি অবতল একটি উত্তল
গ) তিনটিই অবতল    
ঘ) তিনটিই উত্তল

১৮। বিম্বের আকৃতি নির্ভর করে কীসের ওপর?
ক) দর্পণের ওপর        
খ) লেন্সের ওপর
গ) বস্তুর ওপর        
ঘ) উপরের সবগুলো

১৯। সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
ক) ০ খ) ২  গ) ১/২  ঘ) ১

উত্তর: ১২. খ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ।

লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

কবীর

বাংলাদেশের কৃষি অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি অর্থনীতি ২য় পত্র

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
বাংলাদেশের কৃষি অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি অর্থনীতি ২য় পত্র
বাংলাদেশের কৃষকরা পাকা ধান কাটছে। প্রতীকী ছবি- সংগৃহীত

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

দ্বিতীয় অধ্যায়: বাংলাদেশের কৃষি

২৪. বর্তমান GDP-তে কৃষির কোন উপখাতের অবদান বেশি? 
উত্তর: শস্য ও শাকসবজি।

২৫. কী থেকে বায়োগ্যাস উৎপাদন হয়? 
উত্তর: গোবর।

২৬. খাওয়ার উপযুক্ত ছত্রাককে কী বলে? 
উত্তর: মাশরুম।

২৭. বর্তমানে কয়টি মাশরুম চাষ হচ্ছে? 
উত্তর: ছয়টি।

২৮. দেশের কোথায় মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে? 
উত্তর: সাভারে।

২৯. বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম মাশরুম চাষ হয় কোথায়? 
উত্তর: গাজীপুরে।

৩০. মাশরুম চাষের জন্য ঘরের তাপমাত্রা কত রাখতে হয়? 
উত্তর: ২০০-৩০০ সেলসিয়াসের মধ্যে।

৩১. মাশরুম কোন রোগের জন্য উপকারী? 
উত্তর: হৃদরোগ।

৩২. মাশরুম খাওয়ার উপযোগী হয় কত দিনে? 
উত্তর: ৭-১০ দিন।

৩৩. ‘কৃষি ব্যাংক’ কৃষি ঋণের কোন ধরনের উৎস? 
উত্তর: প্রাতিষ্ঠানিক।

৩৪. কোনটি কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস? 
উত্তর: গ্রাম্য মহাজন।

৩৫. গবাদি পশুর কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে কোথায়?
উত্তর:  সাভার।

৩৬. একটি দেশের মূল ভূখণ্ডের কতভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন? 
উত্তর: ২৫ ভাগ।

৩৭. নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ? 
উত্তর: বনায়ন।

৩৮. Agre ও Culture শব্দ দুটি কোন ভাষার? 
উত্তর: লাতিন।

লেখক : প্রভাষক
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

কবীর

Air Pollution বিষয়ক Paragraph লিখন, ১৩তম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
Air Pollution বিষয়ক Paragraph লিখন, ১৩তম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
বায়ু দূষণের কারণে মানুষের উচ্চ রক্তচাপ, ক্যান্সার ইত্যাদি রোগ হতে পারে। প্রতীকী ছবি- সংগৃহীত

Paragraph Writing (by listing/description) within 200 words

(a) What is air? (b) How is it polluted? (c) What is the most common factor for air pollution? (d) Where does air pollution occur most? (e) Who can stop air pollution and how?

Air Pollution

Air pollution, caused by industrial emissions, vehicle exhaust and other human activities, is a major environmental issue that threatens public health and the planet’s ecosystems. Air, one of the most important elements of our environment, is getting polluted continuously posing a great threat to our existence. No human or animal can survive without air. This essential element of our environment is getting polluted in various ways. Smoke of all kinds is the most common factor for causing air pollution. Man makes fire to cook food, to burn refuse and to melt pitch for road construction. All these things create heavy smoke and pollute the air. Smoke emitted from mills,

 আরো পড়ুন : Traffic Jam বিষয়ক Paragraph লিখন, ১২তম পর্ব

factories, brickfields and industries also cause air pollution. Moreover, motor vehicles like cars, buses and trucks plying on roads and highways also produce a lot of smoke causing air pollution. Furthermore, by burning coal, petrol, diesel and oil, railway engines and power houses create smoke and pollute the air. But the most serious air pollution often occurs in big cities and industrial areas. Air pollution ultimately causes serious kinds of airborne diseases like hypertension, cancer and so on. Sometimes serious kinds of air pollution even leads to death. We must stop air pollution to keep the world a habitable place. It is man who can stop air pollution by planting many more trees for a healthier and happier life.

লেখক : প্রভাষক, ইংরেজি বিভাগ
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড, কলেজ, ঢাকা 

কবীর

‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৬ষ্ঠ পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৬ষ্ঠ পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে । ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-ব্যবসায় নীতি ও প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭. নিচের কোন ব্যাংক জামানত ছাড়াই ঋণ দেয়?
(ক) ব্র্যাক ব্যাংক    
(খ) গ্রামীণ ব্যাংক    
(গ) বাংলাদেশ কৃষি ব্যাংক 
(ঘ) সোনালী ব্যাংক 
(ঙ) ইসলামী বাংক বাংলাদেশ লিমিটেড

উত্তর: (খ) গ্রামীণ ব্যাংক।

১৮. ব্যবস্থাপনার কোন কাজটি কার্য সুনির্দিষ্টকরণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত?
(ক) পরিকল্পনা    (খ) সংগঠন    
(গ) নেতৃত্ব          (ঘ) প্রেষণা    
(ঙ) নিয়ন্ত্রণ

উত্তর: (খ) সংগঠন।

১৯. জীবন বিমার পলিসি গ্রহণের জন্য নিচের কোন সম্পর্কের মধ্যে বিমাযোগ্য স্বার্থ প্রমাণ করার প্রয়োজন নেই?
(ক) বাবা-ছেলে    (খ) মা-মেয়ে    
(গ) ভাই-বোন      (ঘ) স্বামী-স্ত্রী    
(ঙ) মা-ছেলে

উত্তর: (ঘ) স্বামী-স্ত্রী।

২০. নিচের কোনটি অফ-শোর ব্যাংকিংয়ের জায়গা?
(ক) জার্মানি        (খ) ক্যামেন দ্বীপ    
(গ) ভারত           (ঘ) পাকিস্তান    
(ঙ) ইসরায়েল

উত্তর: (খ) ক্যামেন দ্বীপ।

২১. ঝুঁকি ব্যবস্থাপনার কোন পদ্ধতি বিমার সঙ্গে সম্পর্কযুক্ত?
(ক) ঝুঁকি হস্তান্তর    (খ) ঝুঁকি ধারণ    
(গ) ঝুঁকি পরিহার    (ঘ) ঝুঁকি নির্মূল    
(ঙ) ঝুঁকি বিভাজন

উত্তর: (ক) ঝুঁকি হস্তান্তর।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৫ম পর্ব

২২. বাংলাদেশে কত সালে ভাসমান বিনিময় হার পদ্ধতি প্রবর্তিত হয়?
(ক) ১৯৯৯ সালে    (খ) ২০০০ সালে    
(গ) ২০০১ সালে     (ঘ) ২০০২ সালে    
(ঙ) ২০০৩ সালে

উত্তর: (ঙ) ২০০৩ সালে।

২৩. প্রেষণার X তত্ত্ব এবং Y তত্ত্ব প্রবর্তন করেন-
(ক) মাসলো        (খ) ম্যাকগ্রেগর    
(গ) হার্জবার্গ       (ঘ) ভ্রুম    
(ঙ) ম্যাকলেল্যান্ড

উত্তর: (খ) ম্যাকগ্রেগর।

২৪. সোনা মসজিদ স্থলবন্দরের সঙ্গে ভারতের কোন জেলা সংযুক্ত?
(ক) নদিয়া        (খ) মুর্শিদাবাদ    
(গ) মালদা        (ঘ) হুগলি    
(ঙ) জলপাইগুড়ি

উত্তর: (খ) মুর্শিদাবাদ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এসএসসি পরীক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। পরীক্ষার্থীরা ফরম পূরণের ফি জমা দিতে পারবেন ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত একটি চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে। 

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করতে পারেন:
https://www.dhakaeducationboard.gov.bd/site/

কবীর

অতিথির স্মৃতি গল্পের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
অতিথির স্মৃতি গল্পের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

গল্প : অতিথির স্মৃতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩২। বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার আগেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন? 
(ক) অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায়
(খ) দ্রুত হাঁটতে না পারায়
(গ) ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায়
(ঘ) তাদের ঘর অনেক দূরে বলে

৩৩। কোন কাজে চাকরদেরও সায় ছিল? 
(ক) ফেলনা খাবারগুলো কুকুরকে দিতে
(খ) কুকুরটিকে মেরে বের করে দিতে 
(গ) ঘরের দরজা খুলে রাখতে 
(ঘ) অতিথিকে ভালোভাবে খাওয়াতে

 ৩৪। ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী? 
(ক) তুচ্ছের প্রতি সহানুভূতি    
(খ) ইতরের প্রতি নিষ্ঠুরতা 
(গ) চিকিৎসকের আদেশে বায়ু বদল
(ঘ) ক্ষুদ্রের প্রতি ঘৃণা

আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্পের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব

৩৫। মালিনী কুকুরটিকে তাড়িয়েছিল কেন? 
(ক) কুকুরটি দেখতে বিশ্রী বলে
(খ) থাকার স্থান কম পড়ার আশঙ্কায়
(গ) অতিথির মর্যাদা ক্ষুণ্ন হওয়ায়    
(ঘ) মালিনীর খাবারে ভাগ বসানোয়

৩৬। ‘যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম’ এখানে ‘ঝাপসা’ কথাটিতে প্রকাশ পেয়েছে-
(ক) চোখে কম দেখা            
(খ) দূরে তাকাতে না পারা
(গ) চোখে অন্ধকার দেখা        
(ঘ) বিদায়ে চোখ জলে ভরা

৩৭। লেখকের শরীর সারল না, তবু দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?
(ক) বায়ু পরিবর্তনে সুস্থ না হওয়ায়
(খ) বাড়ির জন্য মন কাঁদায়
(গ) অতিথির অত্যাচারে অতিষ্ঠ হওয়ায়
(ঘ) বাড়ি ভাড়ার টাকা কম পড়ায়

৩৮। ‘বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও’ তবু আসে কেন? 
(ক) কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য
(খ) রোগ সারতে পারে, এটা ভেবে
(গ) চিকিৎসকের আদেশ মেনে নিয়ে
(ঘ) বাড়ির জন্য দুশ্চিন্তা কমে বলে

উত্তর: ৩২. ক, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. ঘ, ৩৬. ঘ, ৩৭. ক, ৩৮. গ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর