
অষ্টম অধ্যায় : আলোর প্রতিফলন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
ক) বাস্তব ও সোজা
খ) বাস্তব ও উল্টো
গ) অবাস্তব ও সোজা
ঘ) অবাস্তব ও উল্টো
১৩। একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
ক) 0.5m খ) 0.05m
গ) 5m ঘ) 50m
১৪। অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কীরূপ হয়?
ক) অত্যন্ত খর্বিত খ) খর্বিত
গ) বিবর্ধিত ঘ) বস্তুর সমান
১৫। নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়?
ক) অবতল দর্পণ
খ) সমতল দর্পণ
গ) উত্তল দর্পণ
ঘ) প্রিজম
১৬। সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
ক) 900 খ) 2700
গ) 3600 ঘ) 1800
আরো পড়ুন : আলোর প্রতিফলন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৭। গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের-
ক) দুটি উত্তল একটি সমতল
খ) দুটি অবতল একটি উত্তল
গ) তিনটিই অবতল
ঘ) তিনটিই উত্তল
১৮। বিম্বের আকৃতি নির্ভর করে কীসের ওপর?
ক) দর্পণের ওপর
খ) লেন্সের ওপর
গ) বস্তুর ওপর
ঘ) উপরের সবগুলো
১৯। সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
ক) ০ খ) ২ গ) ১/২ ঘ) ১
উত্তর: ১২. খ, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর