
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিম্নোক্ত তথ্যাবলি বিবেচনা করে ১ থেকে ৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
A ও B সমঅংশীদার হিসেবে জানুয়ারি ১, ২০২৩ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০২৩ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা; উত্তোলন ছিল; A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের ওপর সুদ ৫%। ২০২৪ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোনো পরিবর্তন করেনি। ২০২৪-এ কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল- A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের ওপর আগের হারে সুদ ধরা হয় তবে তা ছিল ২০২৩ সালের সমাপনী জেরের উপর।
১। ডিসেম্বর ৩১, ২০২৪ তারিখে A ও B-এর মূলধনের জের কত টাকা?
ক. ৩,৪৫০ ও ৪,৫০০ টাকা
খ. ৩,৩০০ ও ৪,৪০০ টাকা
গ. ৫,০৬৫ ও ৪,৯২০ টাকা
ঘ. ৪,০৬৫ ও ৪,৯২০ টাকা
ঙ. ৫,০৬৫ ও ৫,৪২০ টাকা
উত্তর: ঘ. ৪,০৬৫ ও ৪,৯২০ টাকা।
২। ২০২৪ সালে A ও B-এর মূলধনের সুদ কত টাকা?
ক. ১৫০ ও ৩০০ টাকা খ. ১৬৫ ও ২২০ টাকা
গ. ২০০ ও ৩০০ টাকা ঘ. ১৫০ ও ২২৫ টাকা
ঙ. ১৬৫ ও ২০০ টাকা
উত্তর: খ. ১৬৫ ও ২২০ টাকা।
৩। ডিসেম্বর ৩১, ২০২৩ তারিখে A ও B-এর মূলধনের জের কত টাকা ছিল?
ক. ৩,৩০০ ও ৪,৪০০ টাকা
খ. ৩,৪৫০ ও ৪,৫০০ টাকা
গ. ৪,০৬৫ ও ৪,৯২০ টাকা
ঘ. ৪,০৬৫ ও ৫,০২০ টাকা
ঙ. ৩,৪৫০ ও ৪,০৬৫ টাকা
উত্তর: ক. ৩,৩০০ ও ৪,৪০০ টাকা।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৩তম পর্ব
৪। ২০২৩ সালে A ও B-এর মূলধনের সুদ কত টাকা ছিল?
ক. ১৬৫ ও ২০০ টাকা খ. ১৫০ ও ৩০০ টাকা
গ. ১৬৫ ও ২২০ টাকা ঘ. ১৫০ ও ১০০ টাকা
ঙ. ১৫০ ও ২০০ টাকা
উত্তর: ঙ. ১৫০ ও ২০০ টাকা।
৫। উত্তোলনের পূর্বে লাভ এবং সুদবাবদ A দুই বছরে অংশীদারি কারবার থেকে কত টাকা পেয়েছে?
ক. ২,২০০ টাকা খ. ১,৭৬৫ টাকা
গ. ২,২১৫ টাকা ঘ. ১,২১৫ টাকা
ঙ. ১,০৬৫ টাকা
উত্তর: গ. ২,২১৫ টাকা।
৬। নিচের কোনটি আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা যাবে না?
ক. কর্মচারীদের আগাম বেতন খ. বকেয়া কর
গ. ব্যবস্থাপকের সুনাম ঘ. অগ্রিম ভাড়া
ঙ. পেশাগত হিসাববিজ্ঞানীর সম্মানি
উত্তর: গ. ব্যবস্থাপকের সুনাম।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর