
দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় পরিবেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কোনটি?
ক. ব্যবস্থাপক খ. প্রতিযোগী
গ. সরকার ঘ. সরবরাহকারী
২। জাতীয়তা কোন পরিবেশের উপাদান?
ক. ধর্মীয় খ. সামাজিক
গ. আইনগত ঘ. সাংস্কৃতিক
৩। জনসংখ্যা কোন ধরনের পরিবেশের উপাদানের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. রাজনৈতিক
৪। নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান বহির্ভূত?
ক. প্রাকৃতিক সম্পদ
খ. দেশীয় অবস্থান
গ. দেশের সার্বভৌমত্ব
ঘ. দেশের আয়তন
৫। কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. প্রযুক্তিগত খ. রাজনৈতিক
গ. সামাজিক ঘ. প্রাকৃতিক
৬। নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
ক. সঞ্চয় ও বিনিয়োগ
খ. প্রাকৃতিক সম্পদ
গ. উন্নত প্রযুক্তি
ঘ. রাজনৈতিক স্থিতিশীলতা
৭। অপ্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জলবায়ু খ. ভূমি
গ. দেশীয় অবস্থান ঘ. ঐতিহ্য
৮। নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান বহির্ভূত?
ক. সরকার
খ. মানবসম্পদ
গ. আন্তর্জাতিক সম্পর্ক
ঘ. আইনশৃঙ্খলা পরিস্থিতি
৯। খনিজসম্পদ ও মানবসম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক ঘ. অর্থনৈতিক ও সামাজিক
আরো পড়ুন : ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
১০। জনসংখ্যা ও ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. সামাজিক ও রাজনৈতিক
১১। সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. আইনগত ঘ. প্রযুক্তিগত
১২। সরকারেরর শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন পরিবেশের মধ্যে পড়ে?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. আইনগত
১৩। ‘সুনাম’ কোন পরিবেশের উপাদান?
ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক
গ. সামাজিক ঘ. প্রাকৃতিক
১৪। মানবসম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
১৫। পরিবেশের কোন উপাদানের কারণে চরাঞ্চলে চিনাবাদাম চাষ ভালো হয়?
ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক
গ. সামাজিক ঘ. প্রাকৃতিক
১৬। ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের উপাদানের মধ্যে পড়ে-
ক. সঞ্চয় খ. আইন
গ. আইনশৃঙ্খলা বাহিনী ঘ. ক্রেতা ও ভোক্তা
১৭। জলবায়ু কোন ধরনের পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. প্রযুক্তিগত
১৮। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. প্রাকৃতিক
উত্তর: ১. ক, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর