
প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে এগিয়ে রয়েছে কেন?
ক. জৈবিক চাহিদার কারণে
খ. সহজাত প্রবৃত্তির কারণে
গ. মানবিক চাহিদা থাকার কারণে
ঘ. উন্নত শারীরিক গঠনের কারণে
২. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?
ক. ১১ নম্বর অনুচ্ছেদে
খ. ১৩ নম্বর অনুচ্ছেদে
গ. ১৫ নম্বর অনুচ্ছেদে
ঘ. ১৭ নম্বর অনুচ্ছেদে
৩. প্রধান মৌলিক মানবিক চাহিদা কোনটি?
ক. খাদ্য খ. বস্ত্র
গ. শিক্ষা ঘ. চিকিৎসা
৪. কোন মৌল মানবিক চাহিদাটি বেশি গুরুত্বপূর্ণ?
ক. খাদ্য খ. বিনোদন
গ. শিক্ষা ঘ. ঘুম
৫. কোনটি মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে?
ক. চিত্তবিনোদন খ. শিক্ষা
গ. বস্ত্র ঘ. খাদ্য
৬. ‘Common Human Needs’ গ্রন্থের লেখক কে?
ক. Robert L. Barker
খ. Charlotte Towle
গ. Jerry & Jerry
ঘ. R.M Maclver
৭. মানব সমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি?
ক. ধর্মীয় প্রতিষ্ঠান খ. পরিবার
গ. খেলার মাঠ ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান
৮. কোন দিক থেকে বস্ত্রের অপরিহার্যতা সর্বাধিক?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক
৯. শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার-
ক. বস্ত্র খ. বাসস্থান
গ. শিক্ষা ঘ. চিত্তবিনোদন
আরো পড়ুন : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্নোত্তর, ৫ম পর্ব
১০. মৌল মানবিক চাহিদা মূলত কয় ধরনের?
ক. দুই খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১১. কোনটি মানবসভ্যতার ধারক ও বাহক?
ক. অন্ন খ. বস্ত্র
গ. বাসস্থান ঘ. শিক্ষা
১২. মৌল মানবিক চাহিদায় কী কী বিষয়ের সমন্বয় ঘটেছে?
ক. মৌল ও সামাজিক
খ. মৌলিক ও মানবিক
গ. মানবিক ও সামাজিক
ঘ. জৈবিক ও সামাজিক
১৩. Basic Human Needs গ্রন্থে মৌল মানবিক চাহিদা হলো-
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
১৪. প্রাক-জন্মাবস্থায়ও কোন মৌল মানবিক চাহিদাটি প্রয়োজন?
ক. স্বাস্থ্য খ. বস্ত্র
গ. খাদ্য ঘ. বাসস্থান
১৫. “শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা এবং অনুরাগের সুষম প্রকাশ ও নৈতিক চরিত্র গঠন।” উক্তিটি কার?
ক. জাতিসংঘ খ. ফেডারিক হার্বার্ট
গ. সি কে ব্রাইট বিল ঘ. কলিন্স
১৬. মানবসভ্যতার প্রধান নির্দেশক কোনটি?
ক. চিকিৎসা খ. বস্ত্র
গ. খাদ্য ঘ. বাসস্থান
১৭. সামাজিক চাহিদা অন্য কী নামে পরিচিত?
ক. মানবিক চাহিদা
খ. আবেগীয় চাহিদা
গ. সামাজিক চাহিদা
ঘ. আত্মধারণার চাহিদা
১৮. নিরাপত্তা মানুষের কোন ধরনের চাহিদা?
ক. জৈবিক চাহিদা
খ. মানবিক চাহিদা
গ. আত্মধারণার চাহিদা
ঘ. আবেগীয় চাহিদা
১৯. সমাজবিজ্ঞানী Charlotte Towle তার ‘Common Human Needs’ গ্রন্থে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
উত্তর: ১. গ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. খ, ১৩. গ, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. গ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর