
ষষ্ঠ অধ্যায় : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৬ খ্রিষ্টাব্দ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০. পলাশীর যুদ্ধ হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৭৫৭ খ্রিষ্টাব্দে খ. ১৭৬৪ খ্রিষ্টাব্দে
গ. ১৭৫৬ খ্রিষ্টাব্দে ঘ. ১৭৪৮ খ্রিষ্টাব্দে
উত্তর: ক. ১৭৫৭ খ্রিষ্টাব্দে।
২১. পলাশীর যুদ্ধের প্রধান কারণ কী ছিল?
ক. নবাব ও জমিদারদের দ্বন্দ্ব
খ. নবাব ও ইংরেজদের দ্বন্দ্ব
গ. মুঘল ও ইংরেজদের দ্বন্দ্ব
ঘ. নবাব ও মুঘলদের দ্বন্দ্ব
উত্তর: খ. নবাব ও ইংরেজদের দ্বন্দ্ব।
২২. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করেন?
ক. জয়চন্দ্র খ. লক্ষ্মণ সেন
গ. মহীপাল ঘ. রাজেন্দ্র চোল
উত্তর: খ. লক্ষ্মণ সেন।
২৩. সুলতানি আমলে বাংলার মুদ্রার ওপরে কোন ভাষা ব্যবহৃত হতো?
ক. সংস্কৃত খ. আরবি
গ. ফারসি ঘ. উর্দু
উত্তর: গ. ফারসি।
২৪. বাংলায় মুঘল শাসন কোন নবাবের আমলে শেষ হয়?
ক. আলীবর্দী খান খ. মুর্শিদকুলি খান
গ. সিরাজউদ্দৌলা ঘ. মীর জাফর
উত্তর: গ. সিরাজউদ্দৌলা।
২৫. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
ক. আলাউদ্দিন হোসেন শাহ
খ. আলীবর্দী খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. সিরাজউদ্দৌলা
উত্তর: গ. মুর্শিদকুলি খান।
২৬. সোনারগাঁওয়ের প্রাচীন নাম কী ছিল?
ক. সুবর্ণগ্রাম খ. সুবর্ণবন
গ. শ্রীরামপুর ঘ. সুবর্ণপুর
উত্তর: ক. সুবর্ণগ্রাম।
২৭. বাংলায় জমিদারি প্রথা বাতিল করেন কে?
ক. সিরাজউদ্দৌলা
খ. মীর জাফর
গ. ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ঘ. মুর্শিদকুলি খান
উত্তর: গ. ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
২৮. কার আমলে বাংলার সুবা ঢাকার নামকরণ হয়?
ক. ইসলাম খান খ. শায়েস্তা খান
গ. মানসিংহ ঘ. আলীবর্দি খান
উত্তর: ক. ইসলাম খান।
আরো পড়ুন : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ১৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
৩০. বখতিয়ার খিলজি প্রথমে বাংলায় কোথায় অভিযান চালান?
ক. নদীয়া খ. চট্টগ্রাম
গ. রাজশাহী ঘ. ঢাকা
উত্তর: ক. নদীয়া।
৩১. বাংলার স্বাধীন নবাবদের মধ্যে কাদের সময় কৃষি উৎপাদন ও রাজস্ব ব্যবস্থা উন্নত হয়?
ক. মুর্শিদকুলি খান
খ. আলীবর্দী খান
গ. সিরাজউদ্দৌলা
ঘ. মীর জাফর
উত্তর: ক. মুর্শিদকুলি খান।
৩২. বাংলার বার ভূঁইয়ার নেতা ঈশা খাঁর প্রধান শক্তি ছিল কী?
ক. সেনাবাহিনী খ. নৌবাহিনী
গ. মিত্রশক্তি ঘ. অর্থনীতি
উত্তর: খ. নৌবাহিনী।
৩৩. বাংলার স্বাধীন সুলতানদের রাজধানী কোথায় ছিল?
ক. গৌড়ে খ. ঢাকার সদরঘাটে
গ. চট্টগ্রামে ঘ. সোনারগাঁয়ে
উত্তর: ক. গৌড়ে।
৩৪. সুলতানি আমলে বাংলায় প্রথম ইসলাম ধর্ম প্রচার করেন কে?
ক. শাহ জালাল খ. বখতিয়ার খিলজি
গ. খানজাহান আলী ঘ. শেখ বোরহান
উত্তর: ক. শাহ জালাল।
৩৫. বার ভূঁইয়ার নেতা ঈশা খাঁর মৃত্যু হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৫৯৯ খ্রিষ্টাব্দে
খ. ১৬০১ খ্রিষ্টাব্দে
গ. ১৬১০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৫৭৬ খ্রিষ্টাব্দে
উত্তর: খ. ১৬০১ খ্রিষ্টাব্দে।
৩৬. বাংলার স্বাধীন নবাবদের মধ্যে বিখ্যাত শাসক কে ছিলেন?
ক. আলীবর্দী খান খ. মীর জুমলা
গ. সিরাজউদ্দৌলা ঘ. শায়েস্তা খান
উত্তর: ক. আলীবর্দী খান।
৩৭. সুলতান হোসেন শাহের শাসনকালকে বাংলার স্বর্ণযুগ বলা হয় কেন?
ক. রাজনৈতিক স্থিতিশীলতা
খ. সাংস্কৃতিক বিকাশ
গ. কৃষির উন্নতি
ঘ. উপরের সবগুলো
উত্তর: ঘ. উপরের সবগুলো।
৩৮. মুঘল আমলে ঢাকা শহরের বিকাশ ঘটে কার শাসনামলে?
ক. মানসিংহ খ. ইসলাম খান
গ. শায়েস্তা খান ঘ. মীর জুমলা
উত্তর: গ. শায়েস্তা খান।
লেখক : সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা
কবীর