
অষ্টম অধ্যায় : আলোর প্রতিফলন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০। আলোর ক্ষেত্রে পরিলক্ষিত হয়-
i) ব্যতিচার ii) অপবর্তন iii) বিচ্ছুরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২১। দীপ্তিহীন বস্তু-
i) অন্ধকারে বিড়ালের চোখ
ii) আলোকিত সিনেমার পর্দা
iii) টেবিল
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
২২। দর্পণ হিসেবে কাজ করে-
i) মসৃণ বরফ ii) পারা লাগানো কাচ
iii) পরিষ্কার পারদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : আলোর প্রতিফলন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২৩। নিচের তথ্যগুলো লক্ষ করো-
i) উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ
ii) উত্তল দর্পণ একটি অভিসারী দর্পণ
iii) উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মির এক বিন্দুতে মিলিত হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii গ) iii ঘ) i ও iii
২৪। বাস্তব বিম্ব-
i) চোখে দেখা যায় ii) পর্দায় ফেলা যায়
iii) অবতল দর্পণে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। পেরিস্কোপ ব্যবহার করা হয়-
i) ভিড়ের মধ্যে খেলা দেখানোয়
ii) উঁচু দেয়ালের ওপর দিয়ে কিছু দেখায়
iii) শত্রু সেনার গতিবিধি পর্যবেক্ষণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২০. ঘ, ২১. গ, ২২. ঘ ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর