
দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩০. নিচের কোনটি টেলিভিশন সম্প্রচার ট্রান্সমিশন মোড নির্দেশক?
ক. ইউনিকাস্ট খ. ব্রডকাস্ট
গ. রিয়েলকাস্ট ঘ. মাল্টিকাস্ট
৩১. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. রেডিও
৩২. নিচের কোন পদ্ধতিতে টেলিফোনে ডেটা ট্রান্সমিশন হয়?
ক. সিমপ্লেক্স মোড
খ. হাফ ডুপ্লেক্স মোড
গ. ফুল ডুপ্লেক্স মোড
ঘ. ট্রিপল মোড
৩৩. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে-
i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আলফা কোম্পানির দুজন নিরাপত্তা কর্মকর্তা একে অপরের সঙ্গে একটি যন্ত্রের মাধ্যমে কথা বলছেন তবে একই সঙ্গে নয়।
৩৪. উদ্দীপকে উল্লেখিত দুজন ব্যক্তি কোন ট্রান্সমিশন মোড ব্যবহার করছেন?
ক. সিমপ্লেক্স খ. হাফ ডুপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. ব্রডকাস্ট
৩৫. একই সঙ্গে তাদের মধ্যে যোগাযোগ করতে হলে দরকার-
i. মোবাইল
ii. টেলিফোন
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. কোনটি মাল্টিকাস্টের উদাহরণ?
ক. ওয়াকিটকি
খ. টেলিফোন
গ. মোবাইল
ঘ. ভিডিও কনফারেন্স
৩৭. গ্রুপ SMS হলো-
ক. ইউনিকাস্ট খ. ব্রডকাস্ট
গ. রিয়েলকাস্ট ঘ. মাল্টিকাস্ট
৩৮. কো-এক্সিয়াল ক্যাবল কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩৯. ডেটা কমিউনিকেশনে গাইডেড মিডিয়া হলো-
i. অপটিক্যাল ফাইবার
ii. তার মাধ্যম
iii. মাইক্রোওয়েভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. টুইস্টেড পেয়ার ক্যাবলকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
আরো পড়ুন : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৪১. নিচের কোনটি স্বল্প দূরত্বে নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্থানান্তরের ব্যবহৃত হয়?
ক. কো-এক্সিয়াল ক্যাবল
খ. টুইস্টেড পেয়ার ক্যাবল
গ. অপটিক্যাল ফাইবার ক্যাবল
ঘ. স্যাটেলাইট
৪২. টুইস্টেড পেয়ার ক্যাবলে মোট কয় জোড়া তার থাকে?
ক. ২ জোড়া খ. ৩ জোড়া
গ. ৪ জোড়া ঘ. ৫ জোড়া
৪৩. টুইস্টেড পেয়ার ক্যাবলের বৈশিষ্ট্য হলো-
i. শুধু ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা যায়
ii. অ্যানালগ ও ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা যায়
iii. কম দূরত্বে ডেটা পাঠানোর জন্য উপযোগী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. টুইস্টেড পেয়ার ক্যাবলে প্রতি জোড়া তারে কোন কমন রঙের তার প্যাঁচানো থাকে?
ক. সবুজ খ. নীল
গ. কমলা ঘ. সাদা
৪৫. কোন ক্যাবলে ১০০ মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না?
ক. টুইস্টেড পেয়ার ক্যাবল
খ. থিননেট ক্যাবল
গ. থিকনেট ক্যাবল
ঘ. অপটিক্যাল ফাইবার ক্যাবল
৪৬. কো-এক্সিয়াল ক্যাবলের কেন্দ্রে নিচের কোনটি থাকে?
ক. অ্যালুমিনিয়াম ওয়্যার
খ. সলিড কপার ওয়্যার
গ. জ্যাকেট
ঘ. প্লাস্টিক ইনসুলেটর
৪৭. ডেটা কমিউনিকেশনে মিডিয়া হলো-
i. অপটিক্যাল ফাইবার
ii. টুইস্টেড পেয়ার ক্যাবল
iii. মডেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয়-
i. তামা
ii. প্লাস্টিক
iii. কাচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. নিচের কোন ক্যাবল 10BASE-5 নামে পরিচিত?
ক. টুইস্টেড পেয়ার ক্যাবল
খ. থিননেট ক্যাবল
গ. থিকনেট ক্যাবল
ঘ. অপটিক্যাল ফাইবার ক্যাবল
উত্তর: ৩০. খ, ৩১. ঘ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. ঘ, ৩৭. ঘ, ৩৮. ক, ৩৯. ক, ৪০. ক, ৪১. খ, ৪২. গ, ৪৩. গ, ৪৪. ঘ, ৪৫. ক, ৪৬. খ, ৪৭. ক, ৪৮. গ, ৪৯. গ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর