
গল্প : রেইনকোট
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। নুরুল হুদার স্ত্রীর নাম কী?
ক. নাসিমা খ. আসমা
গ. রহিমা ঘ. হালিমা
উত্তর: খ. আসমা।
১৫। মিলিটারি ক্যাম্প যেখানে ছিল সে জায়গাটা ছিল-
ক. সহজলভ্য খ. দুর্ভেদ্য
গ. নিরাপত্তাহীন ঘ. দুষ্কর
উত্তর: খ. দুর্ভেদ্য।
১৬। ‘মিসক্রিয়েন্ট’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছিল?
ক. সম্মানার্থে খ. রসাত্মক অর্থে
গ. ব্যঙ্গাত্মক অর্থে ঘ. কৌতুককর অর্থে
উত্তর: গ. ব্যঙ্গাত্মক অর্থে।
১৭। আবদুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন?
ক. ফিজিকস খ. কেমিস্ট্রি
গ. উর্দু ঘ. জিওগ্রাফি
উত্তর: ঘ. জিওগ্রাফি।
আরো পড়ুন : রেইনকোট গল্পের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১৮। ইসহাকের চরিত্রে প্রকাশ পায়-
i. চাটুকারিতা ii. দেশদ্রোহিতা iii. শঠতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৯। ইসহাকের পূর্বপুরুষ কোন ভাষায় কথা বলত?
ক. বাংলা খ. উর্দু
গ. হিন্দি ঘ. ফারসি
উত্তর: খ. উর্দু।
২০। নুরুল হুদার কী রোগ ছিল?
ক. ডায়াবেটিস খ. হাঁপানি
গ. মৃগী ঘ. উচ্চ রক্তচাপ
উত্তর: খ. হাঁপানি।
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শহিদ মিনার ও স্মৃতিসৌধ ছিল পাকিস্তানিদের চক্ষুশূল। স্বাধীনতাযুদ্ধের সময় এগুলোকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করেছিল হানাদার বাহিনী।
২১। উদ্দীপকে ‘চক্ষুশূল’ কথাটি দ্বারা ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. অস্ত্রাগার খ. পাঠাগার
গ. ক্যাম্প ঘ. শহিদ মিনার
উত্তর: ঘ. শহিদ মিনার।
২২। উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্প অনুসারে হানাদার বাহিনী মুছে ফেলতে চেয়েছে-
i. বাঙালির ইতিহাস
ii. স্বাধীনতার ইতিহাস
iii পরাজয়ের গ্লানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর