ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৭তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম
‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১৭তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬। ৮৮,০০০ টাকায় কেনা একটি যন্ত্র সাত বছর কার্যক্ষম থাকবে এবং ওই সময়ের পরে ৪,০০০ টাকা বর্জ্য মূল্য হিসাবে পাওয়া যাবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব প্রাক্কলিত হার কত হতে পারে?
ক. ২৫.০০%    খ. ২৮.৫৭%    
গ. ১৪.২৯%     ঘ. ২৩.৩৩% 
ঙ. ১৬.৬৬%

উত্তর: খ. ২৮.৫৭%।

১৭। কমিশন পরবর্তী নিট লাভের ওপর অংশীদার Y-এর জন্য নির্ধারিত ৫% কমিশন বাবদ সে ১,০০০ টাকা পেল। সে X এবং Z-এর সঙ্গে সম-অংশীদার। অংশীদারি কারবারের লাভের অংশ বাবদ Y কত টাকা পাবে?
ক. ৬,৬৬৭ টাকা    খ. ৭,০০০ টাকা    
গ. ৭,৩৩৩ টাকা     ঘ. ৭,৬৬৭ টাকা 
ঙ. ৬,৩৩৩ টাকা

উত্তর: ক. ৬,৬৬৭ টাকা। 

১৮। একটি বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিক ক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক শুদ্ধিকরণ জাবেদা কোনটি?
ক. বিক্রয় ফেরত-ডেবিট কেনা-ক্রেডিট    
খ. কেনা-ডেবিট; বিক্রয় ফেরত-ক্রেডিট
গ. গরমিল হিসাব-ডেবিট; কেনা-ক্রেডিট    
ঘ. গরমিল হিসাব-ডেবিট; বিক্রয় ফেরত-ক্রেডিট
ঙ. কেনা হিসাব-ডেবিট; গরমিল হিসাব-ক্রেডিট

উত্তর: ক. বিক্রয় ফেরত-ডেবিট কেনা-ক্রেডিট।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৪টি প্রশ্নোত্তর, ১৬তম পর্ব

১৯। নিম্নের কোন সম্পর্কটি যুক্তিসংগতভাবে স্থাপন করা যায় না?
ক. ক্যাশ মেমো-নগদান বহি-রেওয়ামিল-উদ্বৃত্তপত্র
খ. চালান-ক্রয় জাবেদা-পাওনাদার খতিয়ান-বহিঃফেরত
গ. চালান-বিক্রয় জাবেদা-দেনাদার খতিয়ান-আন্তঃফেরত বহি
ঘ. ক্যাশ মেমো-নগদান বহি-ক্রয় জাবেদা-পাওনাদার খতিয়ান
ঙ. চেক-পাওনাদার বহি-রেওয়ামিল-উদ্বৃত্তপত্র

উত্তর: ঘ. ক্যাশ মেমো-নগদান বহি-ক্রয় জাবেদা-পাওনাদার খতিয়ান।

২০। নিচের কোনটি অসম্পূর্ণ হিসাবের একটি সঠিক বিবরণ হতে পারে?
ক. একতরফা দাখিলা এবং দাখিলা নাই এর সংমিশ্রণ
খ. একতরফা দাখিলা, দু’তরফা দাখিলা এবং কোনো দাখিলা নাই এর সংমিশ্রণ
গ. দু’তরফা দাখিলা এবং কোনো দাখিলা নাই এর সংমিশ্রণ
ঘ. দু’তরফা দাখিলা এবং ভুল দাখিলার সংমিশ্রণ
ঙ. ভুল দাখিলা, দু’তরফা দাখিলা, কোনো দাখিলা নেই এবং একতরফা দাখিলার সংমিশ্রণ

উত্তর: খ. একতরফা দাখিলা, দু’তরফা দাখিলা এবং কোনো দাখিলা নেই এর সংমিশ্রণ।

২১। রহমান লিমিটেড ৫০,০০০ টাকায় একটি মেশিন কেনে। তার পরিবহন খরচ ২০০ টাকা এবং সংস্থাপন খরচ ২,০০০ টাকা। মেশিনটি চালু করার আগে রং খরচ ১০০০ টাকা। এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?
ক. ৫০,০০০ টাকা      খ. ৫২,০০০ টাকা    
গ. ৫২,২০০ টাকা      ঘ. ৫৩,২০০ টাকা 
ঙ. ৫১,৮০০ টাকা

উত্তর: ঘ. ৫৩,২০০ টাকা।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

Uses and Abuses of Cell Phone বিষয়ক Paragraph লিখন, ১৭তম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
Uses and Abuses of Cell Phone বিষয়ক Paragraph লিখন, ১৭তম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
সেল ফোন আধুনিক বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার। ছবি- সংগৃহীত

Paragraph Writing (by listing/ description)within 200 words

6.

(a) What is a cell phone? (b) What are the uses and abuses of cell phones? (c) How do the students benefit from the cell phone? (d) Do you think cell phones are a blessing for us?

Uses and Abuses of Cell Phone

Cell Phone is a great invention of modern science. It is called so because a user can carry it wherever he goes out. It has made interpersonal communication very easy and fast. One can communicate with the expected person within a few seconds through a mobile phone. Business communication has become easier because of the use of this device and all steps of life are benefited by it. It is also helpful for the students. They can get suggestions for their studies from their friends and teachers. So the number of consumers of mobile phones is increasing day by day. Today, more than 100 million people in Bangladesh and over 4.6 billion people around the world use cell phones. It spreads so fast that it is now considered one of the greatest inventions of all time. It makes the world smaller and brings us all closer. But it is unfortunate that it has some negative aspects too. Criminals also use it for their activities. It causes some health hazards. Scientists believe that it causes brain tumors by its invisible and uncontrolled radio activity. Especially pregnant women and children should not use it at all. In spite of all these, mobile phone is a blessing for us.

লেখক : প্রভাষক, ইংরেজি বিভাগ
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৯ম পর্ব, এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৯ম পর্ব, এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে 4G নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের হার সর্বোচ্চ 100 Mbps। ছবি- সংগৃহীত
দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
 
৯৭. UMTS এর পূর্ণরূপ কী?
ক. Unique Mobile Telecommunication System
খ. Universal Mobile Telecommunication System
গ. Universal Mobile Telecommunication Standard
ঘ. Unique Mobile Telecommunication Standard 
 
৯৮. CDMA-এর পূর্ণরূপ কী?
ক. Code Division Multiple Access
খ. Cascading Device Multiple Access
গ. Compact Disk Management Authority
ঘ. Code Division Multimedia Access
 
৯৯. ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
ক. ২ প্রকার   খ. ৩ প্রকার 
গ. ৪ প্রকার    ঘ. ৫ প্রকার
 
১০০. PAN (Personal Area Network) এর পরিধি সর্বোচ্চ কত?
ক. ১ মিটার    খ. ২ মিটার
গ. ৫ মিটার    ঘ. ১০ মিটার
 
১০১. কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেট সেবা চালু হয়?
ক. প্রথম প্রজন্মের
খ. দ্বিতীয় প্রজন্মের
গ. তৃতীয় প্রজন্মের
ঘ. চতুর্থ প্রজন্মের
 
১০২. FOMA এর পূর্ণরূপ কী?
ক. Freedom of Media Access
খ. Freedom of Multimedia Access
গ. Freedom of Multimedia Acceleration
ঘ. Freedom of Multimedia Accuracy
 
১০৩. LTE এর পূর্ণরূপ কী?
ক. Long Terminal Equipment
খ. Long Term Enhancement
গ. Long Term Evolution
ঘ. Long Term Engine
 
১০৪. দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে 4G নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের হার সর্বোচ্চ কত?
ক. 1 Mbps     খ. 4 Mbps
গ. 10 Mbps    ঘ. 100 Mbps
 
১০৫. 4K ভিডিও উপভোগ করা যায় কোন প্রজন্মের মোবাইলে?
ক. প্রথম প্রজন্মের     খ. তৃতীয় প্রজন্মের
গ. চতুর্থ প্রজন্মের      ঘ. পঞ্চম প্রজন্মের 
 
১০৬. GSM-এর পূর্ণরূপ কী?
ক. Global Service Management
খ. Grameenphone Service Management
গ. Grameenphone System for Mobiles
ঘ. Global System for Mobile Communication
 
উত্তর:  ৯৭. খ, ৯৮. ক, ৯৯. ঘ, ১০০. ঘ, ১০১. খ, ১০২. খ, ১০৩. গ, ১০৪. ঘ, ১০৫. ঘ, ১০৬. ঘ।
 
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
 
কবীর

Greenhouse Effect বিষয়ক Paragraph লিখন, ১৬ম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
Greenhouse Effect বিষয়ক Paragraph লিখন, ১৬ম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি গ্রীন হাউস প্রভাব হিসেবে পরিচিত। প্রতীকী ছবি- সংগৃহীত

Paragraph Writing (by listing/ description)within 200 words
 
5.

(a) What is the greenhouse effect? (b) What factors are responsible for causing the greenhouse effect? (c) Does it have any global warming? (d) What may be the consequence of this climate disaster? (e) What would you suggest we should do to get rid of this problem?

Greenhouse Effect

Greenhouse effect is the curse of global warming. The rise in atmospheric temperature is known as the greenhouse effect. Our atmosphere is guarded by an ozone layer which resists the entrance of ultraviolet rays from the sun. The ultraviolet rays are very harmful for the environment. But deforestation around us and the increased amount of carbon dioxide, methane and chloro-fluoro carbons affect that layer. As a result, the heat of the sun enters directly into the atmosphere of the earth. This situation is making the world warmer and causing climate change throughout the world. Scientists are worried about this

আরো পড়ুন : Global Warming বিষয়ক Paragraph লিখন, ১৫তম পর্ব

increased heat because it is melting the ice in the polar regions. If this process continues for a long time, the layer of water in the oceans will rise and flood coastal areas and farm lands of Bangladesh will go under water. Besides, this will reduce mankinds ability to grow food, destroy or severely damage wildlife and wilderness. So, to make our dear earth safe, we should plant as many trees as possible. We have to prevent or reduce the amount of emission of greenhouse gases. Everybody should take part to make a safe world. United efforts are essential to solve this global problem.

লেখক :  প্রভাষক, ইংরেজি বিভাগ
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ১০ম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ১০ম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে । ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯। বোনাস শেয়ার ইস্যু করা হয়-
(ক) স্টেকহোল্ডারদের মধ্যে
(খ) শেয়ারহোল্ডাদের মধ্যে    
(গ) পরিচালকদের মধ্যে    
(ঘ) ডিবেঞ্চার হোল্ডারদের মধ্যে

উত্তর: (খ) শেয়ারহোল্ডাদের মধ্যে।

১০। কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে ‘লিমিটেড’ শব্দটি ব্যবহার করা যায়?
(ক) বিমা সমবায় সমিতি    
(খ) সসীম দায় সমবায় সমিতি    
(গ) বহুমুখী সমবায় সমিতি
(ঘ) অসীম দায় সমবায় সমিতি    
(ঙ) সমবায় ব্যাংক 

উত্তর: (খ) সসীম দায় সমবায় সমিতি।

১১। নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত?
(ক) বিচ্যুতিগুলো নিরূপণ    
(খ) আদর্শমান নির্ধারণ    
(গ) প্রকৃত কার্যফলাফল পরিমাপন
(ঘ) বিচ্যুতির কারণ উদঘাটন    
(ঙ) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ

 উত্তর: (খ) আদর্শমান নির্ধারণ।

১২। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়-
(ক) মূলধন          (খ) প্রযুক্তি    
(গ) ব্যবস্থাপনা    (ঘ) দক্ষ শ্রমিক    
(ঙ) বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ

 উত্তর: (ঘ) দক্ষ শ্রমিক।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৯ম পর্ব

১৩। কোনটি বিমা চুক্তির উপাদান নয়?
(ক) প্রস্তাব ও স্বীকৃতি    
(খ) অনির্দিষ্টতা    
(গ) স্বেচ্ছা সায়    
(ঘ) আইনগত সম্পর্ক    
(ঙ) একাধিক পক্ষ

 উত্তর: (খ) অনির্দিষ্টতা।

১৪। জুলাই ২০০৬ সালে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার-
(ক) ৬.৭    (খ) ৬.৯    
(গ) ৭.২    (ঘ) ৭.৬    
(ঙ) ৭.৯ 

উত্তর: (ক) ৬.৭।

১৫। বর্তমানে বাংলাদেশে কয়টি বিদেশি জীবন বিমা কোম্পানি আছে?
(ক) ৩টি কোম্পানি     (খ) ২টি কোম্পানি     
(গ) ৫টি কোম্পানি     (ঘ) ১টি কোম্পানি     
(ঙ) ৪টি কোম্পানি

 উত্তর: (ঘ) ১টি কোম্পানি।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

আলোর প্রতিসরণ অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
আলোর প্রতিসরণ অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান
প্রতিসরাঙ্কের মান মাধ্যমের প্রকৃতি ও আলোর রং-এর ওপর নির্ভর করে। প্রতীকী ছবি- সংগৃহীত

নবম অধ্যায় : আলোর প্রতিসরণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২। প্রতিসরাঙ্কের একক কী?
ক) মিলিমিটার    খ) মাইক্রন
গ) মিউ              ঘ) একক নেই

১৩। প্রতিসরাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
ক) মাধ্যমের প্রকৃতি    
খ) আলোর রং
গ) মাধ্যমের প্রকৃতি ও আলোর রং 
ঘ) আপতন কোণ

১৪। নিচের কোনটির মাধ্যমে ক্রান্তি কোণকে প্রকাশ করা হয়?
ক)     খ) θc 
গ) i       ঘ) r

১৫। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে বিভেদ তল কোনটির মতো আচরণ করে?
ক) দর্পণ      খ) লেন্স 
গ) প্রিজম     ঘ) পেরিস্কোপ

১৬। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে পাওয়া যায় না-
ক) আপতিত রশ্মি    খ) প্রতিফলিত রশ্মি
গ) প্রতিসৃত রশ্মি      ঘ) অভিলম্ব

১৭। মরীচিকা কোথায় দেখা যায়?
ক) হিমালয়         খ) মেরুতে 
গ) মরুভূমিতে    ঘ) পানিতে

আরো পড়ুন : আলোর প্রতিসরণ অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব

১৮। মরুভূমিতে নিচের বায়ু-
ক) উত্তপ্ত ও হালকা হয়    
খ) উত্তপ্ত ও ঘন হয়
গ) ঠাণ্ডা ও হালকা হয়    
ঘ) ঠাণ্ডা ও ঘন হয়

১৯। অপটিক্যাল ফাইবার কী?
ক) কাঠ     
খ) সরু কাচ
গ) মোটা কাচ    
ঘ) খুব সরু ও নমনীয় কাচ তন্তু

২০। এন্ডোস্কপি করার সময় আলোক নল প্রবেশ করানো হয়-
ক) কানের ভেতর দিয়ে    
খ) পায়ুপথ দিয়ে
গ) মূত্রনালি দিয়ে    
ঘ) মুখের ভেতর দিয়ে

২১। আলোর প্রতিসরণ সম্পর্কিত সঠিক বাক্য হলো-
i) বিভিন্ন মাধ্যমে আলোর বেগের বিভিন্নতার কারণে আলোর প্রতিসরণ ঘটে
ii) হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে i>r হয়
iii) একই ধরনের দুটি মাধ্যমের ক্ষেত্রে i = r
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii    
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২২। আলোর প্রতিসরণের ক্ষেত্রে-
i) আলো বিভেদতলে লম্বভাবে আপতিত হয়
ii) বিভেদ তলে আলোর গতির পরিবর্তন হয়
iii) বিভেদ তলে আলো তীর্যকভাবে আপতিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) ii ও iii    
গ) i, iii     ঘ) i, ii ও iii

উত্তর: ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ঘ, ২১. ঘ, ২২. খ।

লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

কবীর