
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। ৮৮,০০০ টাকায় কেনা একটি যন্ত্র সাত বছর কার্যক্ষম থাকবে এবং ওই সময়ের পরে ৪,০০০ টাকা বর্জ্য মূল্য হিসাবে পাওয়া যাবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব প্রাক্কলিত হার কত হতে পারে?
ক. ২৫.০০% খ. ২৮.৫৭%
গ. ১৪.২৯% ঘ. ২৩.৩৩%
ঙ. ১৬.৬৬%
উত্তর: খ. ২৮.৫৭%।
১৭। কমিশন পরবর্তী নিট লাভের ওপর অংশীদার Y-এর জন্য নির্ধারিত ৫% কমিশন বাবদ সে ১,০০০ টাকা পেল। সে X এবং Z-এর সঙ্গে সম-অংশীদার। অংশীদারি কারবারের লাভের অংশ বাবদ Y কত টাকা পাবে?
ক. ৬,৬৬৭ টাকা খ. ৭,০০০ টাকা
গ. ৭,৩৩৩ টাকা ঘ. ৭,৬৬৭ টাকা
ঙ. ৬,৩৩৩ টাকা
উত্তর: ক. ৬,৬৬৭ টাকা।
১৮। একটি বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিক ক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক শুদ্ধিকরণ জাবেদা কোনটি?
ক. বিক্রয় ফেরত-ডেবিট কেনা-ক্রেডিট
খ. কেনা-ডেবিট; বিক্রয় ফেরত-ক্রেডিট
গ. গরমিল হিসাব-ডেবিট; কেনা-ক্রেডিট
ঘ. গরমিল হিসাব-ডেবিট; বিক্রয় ফেরত-ক্রেডিট
ঙ. কেনা হিসাব-ডেবিট; গরমিল হিসাব-ক্রেডিট
উত্তর: ক. বিক্রয় ফেরত-ডেবিট কেনা-ক্রেডিট।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৪টি প্রশ্নোত্তর, ১৬তম পর্ব
১৯। নিম্নের কোন সম্পর্কটি যুক্তিসংগতভাবে স্থাপন করা যায় না?
ক. ক্যাশ মেমো-নগদান বহি-রেওয়ামিল-উদ্বৃত্তপত্র
খ. চালান-ক্রয় জাবেদা-পাওনাদার খতিয়ান-বহিঃফেরত
গ. চালান-বিক্রয় জাবেদা-দেনাদার খতিয়ান-আন্তঃফেরত বহি
ঘ. ক্যাশ মেমো-নগদান বহি-ক্রয় জাবেদা-পাওনাদার খতিয়ান
ঙ. চেক-পাওনাদার বহি-রেওয়ামিল-উদ্বৃত্তপত্র
উত্তর: ঘ. ক্যাশ মেমো-নগদান বহি-ক্রয় জাবেদা-পাওনাদার খতিয়ান।
২০। নিচের কোনটি অসম্পূর্ণ হিসাবের একটি সঠিক বিবরণ হতে পারে?
ক. একতরফা দাখিলা এবং দাখিলা নাই এর সংমিশ্রণ
খ. একতরফা দাখিলা, দু’তরফা দাখিলা এবং কোনো দাখিলা নাই এর সংমিশ্রণ
গ. দু’তরফা দাখিলা এবং কোনো দাখিলা নাই এর সংমিশ্রণ
ঘ. দু’তরফা দাখিলা এবং ভুল দাখিলার সংমিশ্রণ
ঙ. ভুল দাখিলা, দু’তরফা দাখিলা, কোনো দাখিলা নেই এবং একতরফা দাখিলার সংমিশ্রণ
উত্তর: খ. একতরফা দাখিলা, দু’তরফা দাখিলা এবং কোনো দাখিলা নেই এর সংমিশ্রণ।
২১। রহমান লিমিটেড ৫০,০০০ টাকায় একটি মেশিন কেনে। তার পরিবহন খরচ ২০০ টাকা এবং সংস্থাপন খরচ ২,০০০ টাকা। মেশিনটি চালু করার আগে রং খরচ ১০০০ টাকা। এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?
ক. ৫০,০০০ টাকা খ. ৫২,০০০ টাকা
গ. ৫২,২০০ টাকা ঘ. ৫৩,২০০ টাকা
ঙ. ৫১,৮০০ টাকা
উত্তর: ঘ. ৫৩,২০০ টাকা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর