
অষ্টম অধ্যায় : আলোর প্রতিফলন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬। টেলিফোন তৈরিতে ব্যবহৃত হয়-
i) সমতল দর্পণ ii) অবতল দর্পণ
iii) উত্তল দর্পণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। সমতল দর্পণ ব্যবহৃত হয়-
i) পেরিস্কোপে ii) সেলুনে iii) চোখ পরীক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : আলোর প্রতিফলন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
২৮। উত্তল দর্পণ ব্যবহৃত হয়-
i) গাড়িতে ii) রাস্তার লাইটে iii) শপিংমলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৯। অবতল দর্পণে বিবর্ধন-
i) m > ১ ii) m < ১ iii) m = ১
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২৬. ঘ, ২৭. ক, ২৮. ঘ, ২৯. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর