
গল্প : রেইনকোট
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩। কলেজে মোট কয়টি আলমারি আনা হয়েছিল?
ক. ৫টি খ. ১০টি
গ. ১৫টি ঘ. ২০টি
উত্তর: খ. ১০টি।
২৪। কার পরামর্শে সব শহিদ মিনার ধ্বংস করা হয়েছিল?
ক. ইসহাকের খ. প্রিন্সিপালের
গ. কর্নেলের ঘ. আকবর সাজিদের
উত্তর: খ. প্রিন্সিপালের।
২৫। নুরুল হুদার স্ত্রীর নাম কী?
ক. নাসিমা খ. আসমা
গ. রহিমা ঘ. হালিমা
উত্তর: খ. আসমা।
২৬। আসমার উৎণ্ঠার কারণ ছিল-
i. স্বামীর হাঁপানি রোগ বেড়ে যাওয়া
ii. ভাইকে না পাওয়া
iii. স্বামীকে হারানোয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
২৭। মিন্টু কোথায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিল?
ক. চট্টগ্রামে খ. ভারতে
গ. ঢাকায় ঘ. খুলনায়
উত্তর: খ. ভারতে।
২৮। ড. আফাজ আহমদ কোন প্রকৃতির লোক?
ক. হানাদার
খ. স্বৈরাচার
গ. রাজাকার
ঘ. দেশপ্রেমিক
উত্তর: গ. রাজাকার।
২৯। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর?
ক. উর্দু খ. কেমিস্ট্রি
গ. বায়োলজি ঘ. জিওগ্রাফি
উত্তর: ক. উর্দু।
আরো পড়ুন : রেইনকোট গল্পের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৩০। প্রিন্সিপাল ড. আফাজ আহমদ ছিলেন-
i. দেশদ্রোহী ii. দালা iii. ঘাতক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৩১। ক্র্যাক-ডাউনের রাতে এ দেশে কী হয়েছিল?
ক. আনন্দ-উল্লাস খ. বিজয়োল্লাস
গ. ধ্বংসযজ্ঞ ঘ. অত্যাচার
উত্তর: গ. ধ্বংসযজ্ঞ।
৩২। নুরুল হুদার রেইনকোটের ভেতরে আগুনের মতো গরম মনে হয়েছিল কেন?
ক. প্রচণ্ড তাপে
খ. স্মৃতি রোমন্থনে
গ. বিদ্যুতের তাপে
ঘ. মেজাজ গরমে
উত্তর: গ. বিদ্যুতের তাপে।
৩৩। প্রিন্সিপালের কামরায় বসা মিলিটারি দেখতে-
i. পান্ডা টাইপের
ii. সুদর্শন iii. স্থূলকায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মিলিটারি ক্যাম্পে খুঁটিতে বেঁধে বেয়নেটের খোঁচায় ক্ষতবিক্ষত হয়েছিল আজমলের দেহ। মুক্তিফৌজের খোঁজে অসংখ্য প্রশ্নের উত্তর তার কাছে জানতে চাইছিল হানাদার বাহিনী। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে সে রাজি হয়নি। জীবনবাজি রাখে আজমল।
৩৪। উদ্দীপকের আজমলের সঙ্গে ‘রেইনকোট’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?
ক. মিন্টুর
খ. আবদুস সাত্তার মৃধার
গ. নুরুল হুদার
ঘ. আকবর সাজিদের
উত্তর: গ. নুরুল হুদার।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর