দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৭. UMTS এর পূর্ণরূপ কী?
ক. Unique Mobile Telecommunication System
খ. Universal Mobile Telecommunication System
গ. Universal Mobile Telecommunication Standard
ঘ. Unique Mobile Telecommunication Standard
৯৮. CDMA-এর পূর্ণরূপ কী?
ক. Code Division Multiple Access
খ. Cascading Device Multiple Access
গ. Compact Disk Management Authority
ঘ. Code Division Multimedia Access
৯৯. ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১০০. PAN (Personal Area Network) এর পরিধি সর্বোচ্চ কত?
ক. ১ মিটার খ. ২ মিটার
গ. ৫ মিটার ঘ. ১০ মিটার
১০১. কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেট সেবা চালু হয়?
ক. প্রথম প্রজন্মের
খ. দ্বিতীয় প্রজন্মের
গ. তৃতীয় প্রজন্মের
ঘ. চতুর্থ প্রজন্মের
১০২. FOMA এর পূর্ণরূপ কী?
ক. Freedom of Media Access
খ. Freedom of Multimedia Access
গ. Freedom of Multimedia Acceleration
ঘ. Freedom of Multimedia Accuracy
১০৩. LTE এর পূর্ণরূপ কী?
ক. Long Terminal Equipment
খ. Long Term Enhancement
গ. Long Term Evolution
ঘ. Long Term Engine
১০৪. দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে 4G নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের হার সর্বোচ্চ কত?
ক. 1 Mbps খ. 4 Mbps
গ. 10 Mbps ঘ. 100 Mbps
১০৫. 4K ভিডিও উপভোগ করা যায় কোন প্রজন্মের মোবাইলে?
ক. প্রথম প্রজন্মের খ. তৃতীয় প্রজন্মের
গ. চতুর্থ প্রজন্মের ঘ. পঞ্চম প্রজন্মের
১০৬. GSM-এর পূর্ণরূপ কী?
ক. Global Service Management
খ. Grameenphone Service Management
গ. Grameenphone System for Mobiles
ঘ. Global System for Mobile Communication
উত্তর: ৯৭. খ, ৯৮. ক, ৯৯. ঘ, ১০০. ঘ, ১০১. খ, ১০২. খ, ১০৩. গ, ১০৪. ঘ, ১০৫. ঘ, ১০৬. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর