
প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০. বাংলাদেশের সংবিধানে কয়টি চাহিদা মৌল মানবিক চাহিদা হিসেবে স্বীকৃত?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. সাতটি
২১. খাদ্য বলতে কোন খাদ্যকে বোঝানো হয়?
ক. সুষম খাদ্যকে
খ. পরিমিত খাদ্যকে
গ. দামি খাদ্যকে
ঘ. সস্তা খাদ্যকে
২২. মৌল মানবিক চাহিদার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি?
ক. খাদ্য খ. বস্ত্র
গ. শিক্ষা ঘ. চিত্তবিনোদন
২৩. মানুষ সামাজিকভাবে বসবাস করায় তার রয়েছে-
ক. সামাজিক চাহিদা
খ. মৌলিক চাহিদা
গ. মানবিক চাহিদা
ঘ. রাজনৈতিক চাহিদা
২৪. Recreation শব্দের অর্থ কী?
ক. খাদ্য খ. বস্ত্র
গ. চিত্তবিনোদন ঘ. ধর্ম
২৫. আমাদের দেশের কত ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে?
ক. ৩০% খ. ৩৫%
গ. ২০.৫% ঘ. ১০.৫%
২৬. মানুষের সহজাত মানবিক গুণাবলি বিকাশের পূর্বশর্ত কোনটি?
ক. জৈবিক চাহিদা
খ. মৌল মানবিক চাহিদা
গ. সামাজিক চাহিদা
ঘ. আত্মবিকাশের চাহিদা
আরো পড়ুন : মৌলিক মানবিক চাহিদা অধ্যায়ের ১৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২৭. কোনটি পূরণ করা একটি অপরিহার্য দায়িত্ব?
ক. সাধারণ চাহিদা
খ. মৌলিক মানবিক চাহিদা
গ. রাজনৈতিক চাহিদা
ঘ. সাংস্কৃতিক চাহিদা
২৮. মৌল মানবিক চাহিদার বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. অপরিহার্যতা
খ. গ্রহণযোগ্যতা
গ. সীমাবদ্ধতা
ঘ. দূরদর্শিতা
২৯. কীভাবে নাগরিকদের মৌলিক চাহিদার স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. আইনের মাধ্যমে
খ. গবেষণার মাধ্যমে
গ. শিক্ষার মাধ্যমে
ঘ. সংবিধানের মাধ্যমে
৩০. নিচের কোন চাহিদাটি মৃত্যুর পরও প্রয়োজন?
ক. বস্ত্র খ. খাদ্য
গ. স্বাস্থ্য ঘ. বাসস্থান
উত্তর: ২০. ঘ, ২১. ক, ২২. ক, ২৩. ক, ২৪. গ, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. ক, ২৯. ঘ, ৩০. ক।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর