
প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৩. শিক্ষা কয় ধরনের হতে পারে?
ক. দুই ধরনের খ. তিন ধরনের
গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের
৩৪. সভ্যতা ও সংস্কৃতি বিকাশের জন্য কোনটি পূরণ অত্যাবশ্যক হয়ে পড়ে?
ক. মৌল চাহিদা
খ. খাদ্যের চাহিদা
গ. বস্ত্রের চাহিদা
ঘ. সাংস্কৃতিক চাহিদা
৩৫. ‘ক’ দেশের অধিকাংশ জনগণ ও শিশু খাদ্য অপুষ্টিতে ভুগছে। ‘ক’ দেশের সঙ্গে মিল রয়েছে কোন দেশের?
ক. বাংলাদেশের
খ. ইতালির
গ. চীনের
ঘ. ইংল্যান্ডের
৩৬. মানুষের চিন্তাশক্তি ও মনের প্রসার ঘটানোর ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. গবেষণা খ. শিক্ষা
গ. চিত্তবিনোদন ঘ. ভ্রমণ
৩৭. কোনটি চরম অভিশাপস্বরূপ?
ক. স্বাস্থ্যহীনতা খ. ভিক্ষাবৃত্তি
গ. সৌজন্যতা ঘ. অশিক্ষা
৩৮. কোন ব্যক্তি জাতির সম্পদ?
ক. অশিক্ষিত ব্যক্তি
খ. মূর্খ ব্যক্তি
গ. স্বাস্থ্যবান ব্যক্তি
ঘ. চালাক ব্যক্তি
৩৯. বাংলাদেশের অধিকাংশ মানুষের শিক্ষার প্রতি নজর দিতে না পারার যথার্থ কারণ কোনটি?
ক. বস্ত্র চাহিদার অপূর্ণতা
খ. বাসস্থান চাহিদার অপূর্ণতা
গ. স্বাস্থ্যহীনতা
ঘ. খাদ্য চাহিদার অপূর্ণতা
৪০. সামাজিক নিরাপত্তার ইংরেজি কী?
ক. Social Security
খ. Society Save
গ. Social Save
ঘ. Society Security
আরো পড়ুন : মৌলিক মানবিক চাহিদা অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৪১. আর্থিক বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. সামাজিক নিরাপত্তা
খ. রাজনৈতিক নিরাপত্তা
গ. অর্থনৈতিক নিরাপত্তা
ঘ. সাংস্কৃতিক নিরাপত্তা
৪২. মানুষকে সর্বশ্রেষ্ঠ জীবের মর্যাদা দান করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. শিক্ষা খ. সংস্কৃতি
গ. চিত্তবিনোদন ঘ. সভ্যতা
৪৩. কীভাবে সামাজিক কুসংস্কার দূরীকরণ সম্ভব?
ক. শিক্ষার প্রসার ঘটিয়ে
খ. ধর্ম প্রচার করে
গ. মাহফিল করে
ঘ. প্রশিক্ষণের মাধ্যমে
৪৪. খাদ্য মানুষকে সক্ষম করে তোলে-
i. দৈহিকভাবে
ii. মানসিক বিকাশে
iii. বুদ্ধিবৃত্তিক বিকাশে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. চিত্তবিনোদন নিচের কোনটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. ক্লান্তি দূর করে
ii. হতাশা দূর করে
iii. সম্পদ বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. LDC-এর পূর্ণরূপ কী?
ক. Latest Development Countries
খ. Least Development Countries
গ. Latest Developed Countries
ঘ. Least Developed Countries
৪৭. নিচের কোনটিকে মনের খোরাক বলা হয়?
ক. গল্প
খ. গান
গ. নাটক
ঘ. চিত্তবিনোদন
উত্তর: ৩৩. ক, ৩৪. ক, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. ক, ৩৮. গ, ৩৯. ঘ, ৪০. ক, ৪১. ক, ৪২. ক, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ক. ৪৬. খ, ৪৭. ঘ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর