কবিতা : তাহারেই পড়ে মনে
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-৭। ‘আকাল’ কী ধরনের রচনা?
উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।
প্রশ্ন-৮. ‘বাতাবি লেবুর ফুল ফুটেছে কী?’ কে, কাকে এ প্রশ্ন করেছেন?
উত্তর: কবি তার ভক্তকে এ প্রশ্ন করেছেন।
প্রশ্ন-৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘হে কবি’ বলে কে সম্বোধন করেছেন?
উত্তর: কবিভক্ত এ সম্বোধন করেছেন।
প্রশ্ন-১০। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর: বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।
প্রশ্ন-১১। আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত।
প্রশ্ন-১২। আঠারো বছর বয়স কী জানে?
উত্তর: রক্তদানের পুণ্য জানে।
প্রশ্ন-১৩। আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
উত্তর: পাথর-বাধা ভাঙতে চায়।
প্রশ্ন-১৪। আঠারো বছর বয়স কীসে কালো হয়?
উত্তর: লক্ষ্য দীর্ঘশ্বাসে কালো হয়।
প্রশ্ন-১৫। আঠারো বছর বয়স কী নয়?
উত্তর: ভীরু ও কাপুরুষ নয়।
প্রশ্ন-১৬। আঠারো বছর বয়স কোথায় অগ্রণী ভূমিকা রাখে?
উত্তর: বিপদের মুখে অগ্রণী ভূমিকা রাখে।
প্রশ্ন-১৭। আঠারো বছর বয়স পথে প্রান্তরে কী ছোটায়?
উত্তর: তুফান।
প্রশ্ন-১৮। আঠারো বছর বয়সে কীসের প্রস্তুতি নিতে হয়?
উত্তর: স্বনির্ভর হওয়ার।
আরো পড়ুন : তাহারেই পড়ে মনে কবিতার ৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
প্রশ্ন-১৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
উত্তর: কবি বাতাবি লেবুর ফুল ফোটার কথা জানতে চেয়েছেন।
প্রশ্ন-২০. বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কোন নারী কবি?
উত্তর: কবি সুফিয়া কামাল।
প্রশ্ন-২১. ‘মায়া কাজল’ কী?
উত্তর: ‘মায়া কাজল’ সুফিয়া কামালের একটি গ্রন্থ।
প্রশ্ন-২২. ‘কেয়ার কাঁটা’ কী?
উত্তর: ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামাল রচিত একটি গল্প।
প্রশ্ন-২৩। আঠারো বছর বয়স বাষ্পের বেগে কীসের মতো চলে?
উত্তর: স্টিমারের মতো চলে।
প্রশ্ন-২৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন কে?
উত্তর: কবিভক্ত কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন।
প্রশ্ন-২৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন দুয়ার খুলে গেছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দক্ষিণ দুয়ার খুলে গেছে।
প্রশ্ন-২৬. ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’ কে প্রশ্নটি করেছন?
উত্তর: কবি।
প্রশ্ন-২৭. প্রকৃতিতে বাতাবি লেবুর ফুল দেখা যায় কোন ঋতুতে?
উত্তর: বসন্ত ঋতুতে।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর