মডেল টেস্ট-২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি?
ক) শিক্ষা খ) জ্ঞান
গ) যুক্তি ঘ) চিন্তা
২। সব বেটারাই এখন বামুন-কায়েত হতে চায়। বাক্যটিতে ফুটে উঠেছে-
ক) ঘৃণা খ) অবজ্ঞা
গ) উপহাস ঘ) তাচ্ছিল্য
উদ্দীপকটি পড়ে নিচের ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মতি পাগলা দেশ স্বাধীন করতে চায়। মিলিটারির ভয়ে যারা পালায় তাদের সে ঘৃণা করে।
৩। মতি পাগলা ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) মধু খ) মিঠু
গ) বুধা ঘ) শাহাবুদ্দিন
৪। চেতনাগত দিক দিয়ে মতি পাগলা উপন্যাসের সেই বিশেষ চরিত্রের-
i. সমান ii. অর্ধেক iii. উল্টো
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) ii ও iii
৫। ‘সাহসী জননী বাংলা’ কোন নদীর তীরে জেগে থাকে?
ক) বুড়িগঙ্গা খ) যমুনা
গ) কর্ণফুলী ঘ) মেঘনা
৬। ‘সেই দিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?
ক) গোলাপ খ) শিউলি
গ) কদম ঘ) চালতা
৭। ‘সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো’ বাক্যে মায়ের কী প্রকাশ পেয়েছে?
ক) অভিমান খ) আনন্দ
গ) শঙ্কা ঘ) রাগ
৮। স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার?
ক) সাকিনা বিবির খ) সগীর আলীর
গ) মতলব মিয়ার ঘ) অনাথ কিশোরীর
৯। কবি আহসান হাবীবের শরীরে কী লেগে আছে?
ক) জলজ বাতাস খ) মাটির সুবাস
গ) টলমল শিশির ঘ) ধানের মঞ্জরি
১০। ‘হিজরত’ শব্দের শাব্দিক অর্থ কী?
ক) পলায়ন খ) পরিত্যাগ
গ) পরিবর্তন ঘ) শুভ সূচনা
১১। বরেন্দ্রভূমে সোনা মসজিদ কোথায় অবস্থিত?
ক) নাটোরে খ) ঈশ্বরদীতে
গ) সিরাজগঞ্জে ঘ) চাঁপাইনবাবগঞ্জে
আরো পড়ুন : বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট, ১৯টি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১২। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় প্রকৃত ভীতু কারা?
ক) পাকিস্তানিরা খ) ইংরেজরা
গ) বাঙালিরা ঘ) আর্যরা
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সাবাশ, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
জ্বলে-পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়।
১৩। কবিতাংশের সঙ্গে ‘সাহসী জননী বাংলা’ কবিতার চেতনাগত সাদৃশ্য কোনটি?
ক) শ্রেণিবিভেদ
খ) সংগ্রামী চেতনা
গ) বিজয়ী হওয়ার কৌশল
ঘ) সংহতির চেতনা
১৪. ওই চেতনার পরিপূর্ণতা লাভ হয়-
i. মহা প্রতিরোধে বাঘের থাবায়
ii. সাহসের ইস্পাত দৃঢ়তায়
iii. সব বাধাবিঘ্ন অতিক্রম করায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৫। লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীটির তরে কী করবে?
ক) নাচবে খ) হাসবে
গ) গান গাইবে ঘ) অভিনয় করবে
১৬। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয়-
i. জ্ঞানচর্চা
ii. সংস্কৃতিবোধ
iii. আত্মার মুক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতার শেষ ছয় চরণের অন্ত্যমিল কেমন?
ক) ঘঙচ ঘঙচ খ) ঘঙ ঘঙ চচ
গ) গঘ গঘ গঘ ঘ) গঘ গঘ গঘ
১৮। নিমের কচি ডাল ভেঙে লোকেরা কী করে?
ক) চিবোয় খ) খেলা করে
গ) বেত মারে ঘ) মশা তাড়ায়
১৯। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকার কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?
ক) স্বদেশের প্রতি কৃতজ্ঞতা
খ) স্ব-ভাষার প্রতি সম্মান
গ) হৃদয়-যন্ত্রণা
ঘ) অপত্যস্নেহ
২০। কবি আহসান হাবিবের কবিতায় কীসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে?
ক) শোষণ ও অনাচার
খ) সামাজিক বৈষম্য
গ) সাম্প্রদায়িকতা
ঘ) পরাধীনতা
২১। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক) ফুলমণি ও করুণার বিবরণ
খ) আলালের ঘরের দুলাল
গ) দুর্গেশনন্দিনী
ঘ) কপালকুণ্ডলা
২২। কদম আলী কীসে নত?
ক) অসুখে খ) বার্ধক্যে
গ) ক্লান্তিতে ঘ) হতাশায়
উত্তর: ১. খ, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. খ, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. গ, ২০. খ, ২১. গ, ২২. খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর