
একাদশ অধ্যায় : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। পোশাকশিল্পে হেলপারের শ্রমকে কী বলে?
ক) প্রত্যক্ষ শ্রম খ) পরোক্ষ শ্রম
গ) মুখ্য ব্যয় ঘ) বেতন
২। মুখ্য ব্যয় ও কারখানা উপরি ব্যয় অন্তর্ভুক্তির মাধ্যমে কী গঠিত হয়?
ক) উৎপাদন ব্যয় খ) মোট ব্যয়
গ) বিক্রয়মূল্য ঘ) ব্যয়
৩। সামগ্রিকভাবে ব্যয়ের উপাদান কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৪। উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) ৮টি
৫। উৎপাদন ব্যয়ের ওপর প্রতিষ্ঠানের কী নির্ভর করে?
ক) সুনাম খ) মর্যাদা
গ) নিয়মনীতি ঘ) অস্তিত্ব ও সাফল্য
৬। উৎপাদন ব্যয় দিয়ে কোনটি তৈরি করা হয়?
ক) পণ্য বা সেবা
খ) স্থায়ী সম্পত্তি
গ) চলতি সম্পদ
ঘ) চলতি মূলধন
৭। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কী?
ক) উচ্চ মুনাফা করা
খ) প্রত্যাশিত মুনাফা করা
গ) ব্যয় নির্ধারণ করা
ঘ) মূল্যস্ফীতি কমানো
৮। কোনটিকে বিশ্লেষণ করা হয়?
ক) মুনাফা খ) ব্যয়
গ) মোট ব্যয় ঘ) মোট আয়
৯। কোম্পানিকে কীসের বাজেট প্রস্তুত করতে হয়?
ক) আয়ের
খ) প্রতিটি খরচের
গ) উৎপাদনের
ঘ) মজুতের
১০। কোম্পানির ভবিষ্যৎ কর্ম প্রণালির দিক নির্দেশনাকে কী বলে?
ক) প্রকল্প বাজেট খ) বাজেট প্রণয়ন
গ) বাজেট ঘ) পরিকল্পনা
১১। হিসাবরক্ষকের মুখ্য উদ্দেশ্য কী?
ক) ব্যয় কমানো
খ) মুনাফা অর্জন
গ) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ
ঘ) প্রকৃত লাভ-লোকসান নির্ণয়
আরো পড়ুন : আর্থিক বিবরণী অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১২। কোনটি কারখানার উপরি ব্যয়?
ক) পৌরকর
খ) অফিসের ভাড়া
গ) ডাক ও তার বাবদ খরচ
ঘ) ফোরম্যানের বেতন
১৩। প্রত্যক্ষ খরচ কোনটি?
ক) বিজ্ঞাপন খ) বাট্টা
গ) মনিহারি ঘ) আন্তঃ পরিবহন
১৪। পণ্য কেনার জন্য কোনটি করা হয় না?
ক) ক্রয় পরিবহন খ) আমদানি শুল্ক
গ) ডক চার্জ ঘ) বিজ্ঞাপন দেওয়া
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কাঁচামাল ৮০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা, প্রত্যক্ষ অন্যান্য খরচ ২০,০০০ টাকা, কারখানা উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির ৪০% এবং মুনাফা মোট ব্যয়ের ২০%।
১৬। কারখানার উপরি ব্যয় কত?
ক) ৮,০০০ টাকা
খ) ১,০৮,০০০ টাকা
গ) ১,১৮,০০০ টাকা
ঘ) ১,২৮,০০০টাকা
১৭। বিক্রয় উপরি ব্যয় কত টাকা?
ক) ২৮,০০০ টাকা
খ) ১,২৮,০০০ টাকা
গ) ১,৪৮,০০০ টাকা
ঘ) ১,৬৮,০০০ টাকা
১৮। নিচের কোনটি বিক্রয় উপরি ব্যয়?
ক) বিজ্ঞাপন খ) মনিহারি
গ) কারখানা ভাড়া ঘ) টেলিফোন
১৯। পরোক্ষ কাঁচামাল নিচের কোনটি?
i) শার্ট তৈরির বোতাম
ii) আসবাবপত্র তৈরির পেরেক
iii) জুতা তৈরির আঠা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরি ব্যয়ের সমষ্টিকে কী বলা হয়?
ক) মুখ্য ব্যয়
খ) রূপান্তর ব্যয়
গ) কারখানা ব্যয়
ঘ) উৎপাদন ব্যয়
২১। পরোক্ষ খরচের মাধ্যমে পণ্যকে কী করা হয়?
ক) ব্যবহার উপযোগী
খ) বিক্রয় উপযোগী
গ) রূপান্তরিত
ঘ) গুণে ও মানে উন্নত
২২। কোনটি বিক্রয়মূল্য?
ক) মোট আয় + লাভ
খ) মোট ব্যয় +মুনাফা
গ) নিট ক্রয়মূল্য + লাভ
ঘ) নিট আয় + মুনাফা
উত্তর: ১. খ, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. খ, ২১. খ, ২২. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর