মডেল টেস্ট-৩
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। জামী ১৯৭১ সালে কোন শ্রেণির ছাত্র ছিল?
ক) একাদশ শ্রেণির খ) দশম শ্রেণির
গ) নবম শ্রেণির ঘ) অষ্টম শ্রেণির
২। ‘ঝরনার গান’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ রয়েছে?
ক) চাতক খ) গাঙচিল
গ) বক ঘ) দোয়েল
৩। ‘ভেঙে ফেল ঐ ভবনালয়ের যত তালা দেওয়া দ্বার।’ পঙ্ক্তির মাধ্যমে কী বোঝানো হয়েছে?
i. উপাসনালয় আবার চালু করা
ii. ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা
iii. উপাসনালয়ে সব শ্রেণির মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি ‘ভবের উন্নতি’ বলতে কী বুঝিয়েছেন?
ক) পার্থিব উন্নতি খ) জ্ঞানের চর্চা
গ) পরের উপকার ঘ) নির্লোভতা
৫। ‘অভাগীর স্বর্গ’ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন-
i. সামন্তবাদের নির্মম চিত্র
ii. নিচু শ্রেণির মানুষের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা
iii. উঁচু শ্রেণির মৃতের অনাড়ম্বর অন্ত্যেষ্টিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। ‘তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও।’ এই উক্তিতে প্রকাশ পেয়েছে হজরত মুহাম্মদ (সা.)-এর কোন মনোভাব?
ক) ইসলামি সাম্রাজ্য প্রতিষ্ঠা খ) শত্রুদের বিনাশ করা
গ) আল্লাহর বাণী প্রচার করা ঘ) মানুষকে ক্ষমা করা
৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ‘বঙ্গজ জন’ বলতে কাকে বুঝিয়েছেন?
ক) কপোতাক্ষ নদকে খ) বঙ্গদেশের জনগণকে
গ) প্রবাসী বাঙালিকে ঘ) বাংলা সাহিত্যকে
৮. ‘বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।’
উদ্দীপকের সঙ্গে ‘আমার পরিচয়’ কবিতার সাদৃশ্য রয়েছে-
i. আত্মপরিচয়ে ii. সংস্কৃতিতে
iii. সাহিত্যে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কুকুরের আর্তনাদের মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক) সতর্কসংকেত
খ) প্রাকৃতিক প্রতিবাদ
গ) নবীন রক্তে প্রাণস্পন্দন
ঘ) হানাদারদের প্রতি ঘৃণা
আরো পড়ুন : বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-২, ২২টি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১০। ১৯৭১ সালে কোন পত্রিকায় বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করা হয়েছিল?
ক) নিউইয়র্ক টাইমস
খ) ওয়াশিংটন নিউজ
গ) ডেইলি নিউজ
ঘ) নিউজ উইক
১১। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ঔপন্যাসিকের কোন জীবন ভাবনা প্রকাশ পেয়েছে?
i. অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
ii. প্রতিশোধ গ্রহণ করতে হবে
iii. কিশোরদের যুদ্ধ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। হরি কাকু বুধাকে কী নামে ডাকতেন?
ক) কাকতাড়ুয়া খ) মানিক রতন
গ) খোকা বাবু ঘ) ছন্নছাড়া
১৩। বুধা বোলতার ডাককে কীসের সঙ্গে তুলনা করে?
ক) কুস্তির মধুর বচন
খ) আহাদ মুনসীর হুংকার
গ) চাচির কণ্ঠস্বর
ঘ) মাইন বিস্ফোরণের শব্দ
১৪। ‘বহিপীর’ নাটকে অত্যন্ত ধূর্ত ও বাস্তবজ্ঞানসম্পন্ন চরিত্র কোনটি?
ক) তাহেরা খ) হাশেম আলী
গ) হাতেম আলি ঘ) বহিপীর
১৫। ‘বহিপীর’ নাটকে বহিপীর তার স্ত্রীকে উদ্ধারের জন্য-
i. ধর্মীয় বিয়ের দোহাই দেন
ii. মানবিকতার বাহানা করেন
iii. জমিদারের অসহায়ত্বের সুযোগ গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। ‘বহিপীর’ নাটকে কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে?
ক) উনিশ শতকের
খ) উনিশ শতকের শেষ ভাগের
গ) বিশ শতকের
ঘ) বিশ শতকের শেষ ভাগের
১৭. ‘বই পড়া’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) গল্প সংগ্রহ খ) প্রবন্ধ সংগ্রহ
গ) প্রবন্ধ সংকলন ঘ) নির্বাচিত প্রবন্ধ
১৮। ‘ঝরনার গান’ কবিতায় ‘পরীর গান’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) নিরবচ্ছিন্ন গতি খ) স্বপ্নলোকের ছবি
গ) নান্দনিক সৌন্দর্য ঘ) শঙ্কাহীন চিত্ত
উত্তর: ১. খ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. খ, ১৮. খ।
(বাকি অংশ আগামীকাল প্রকাশ করা হবে)
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর