ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

Global Warming বিষয়ক Paragraph লিখন, ১৫তম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
Global Warming বিষয়ক Paragraph লিখন, ১৫তম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
বৈশ্বিক উষ্ণায়নের অনেক কারণ রয়েছে যা আমাদের উপর বিপর্যয়কর প্রভাব ফেলে। প্রতীকী ছবি- সংগৃহীত

Paragraph Writing (by listing/ description)within 200 words

4.

(a) What is meant by global warming? (b) What is the main cause of global warming? How does it occur? (c) What will happen as a result of long-term global warming? (d) What should be done to solve this problem?

Global Warming

Global warming is one of the most talked about topics of the present world. There are many reasons for global warming around the world and it has disastrous effects on us. Greenhouse effect is the main cause of global warming. The rise in the atmospheric temperature is known as the greenhouse effect. Our atmosphere is guarded by an ozone layer which resists the entrance of ultraviolet rays from the sun. But deforestation around us and the increased amount of carbon dioxide, methane and chlorofluorocarbons affect that layer. The heat of the sun enters directly into the atmosphere of the earth. Scientists are worried about this increased heat because it

আরো পড়ুন : Road Accident বিষয়ক Paragraph লিখন, ১৪তম পর্ব

is melting the ice in the polar-regions. If this process continues for a long time, the layer of water in the oceans will rise and flood coastal areas and farm lands of Bangladesh. Besides, this will reduce mankind’s ability to grow food, destroy or severely damage wildlife and wilderness. So, the greenhouse effect is the main cause of global warming along with deforestation and rise of CFC gas. So, in order to solve this problem we have to prevent or reduce the amount of emission of greenhouse gases. We should give it the highest importance to save the world.

লেখক : প্রভাষক, ইংরেজি বিভাগ
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা 

কবীর

বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-২, ২২টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম
বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-২, ২২টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার আগে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট-২

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি? 
ক) শিক্ষা     খ) জ্ঞান
গ) যুক্তি       ঘ) চিন্তা

২। সব বেটারাই এখন বামুন-কায়েত হতে চায়। বাক্যটিতে ফুটে উঠেছে-
ক) ঘৃণা         খ) অবজ্ঞা
গ) উপহাস    ঘ) তাচ্ছিল্য

উদ্দীপকটি পড়ে নিচের ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মতি পাগলা দেশ স্বাধীন করতে চায়। মিলিটারির ভয়ে যারা পালায় তাদের সে ঘৃণা করে।

৩। মতি পাগলা ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) মধু    খ) মিঠু
গ) বুধা    ঘ) শাহাবুদ্দিন

৪। চেতনাগত দিক দিয়ে মতি পাগলা উপন্যাসের সেই বিশেষ চরিত্রের-
i. সমান  ii. অর্ধেক  iii. উল্টো
নিচের কোনটি সঠিক? 
ক) i     খ) ii 
গ) iii    ঘ) ii ও iii

৫। ‘সাহসী জননী বাংলা’ কোন নদীর তীরে জেগে থাকে?
ক) বুড়িগঙ্গা    খ) যমুনা
গ) কর্ণফুলী     ঘ) মেঘনা

৬। ‘সেই দিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?
ক) গোলাপ     খ) শিউলি
গ) কদম         ঘ) চালতা

৭। ‘সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো’ বাক্যে মায়ের কী প্রকাশ পেয়েছে?
ক) অভিমান    খ) আনন্দ
গ) শঙ্কা           ঘ) রাগ

৮। স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার?
ক) সাকিনা বিবির    খ) সগীর আলীর
গ) মতলব মিয়ার    ঘ) অনাথ কিশোরীর

৯। কবি আহসান হাবীবের শরীরে কী লেগে আছে?
ক) জলজ বাতাস    খ) মাটির সুবাস
গ) টলমল শিশির    ঘ) ধানের মঞ্জরি

১০। ‘হিজরত’ শব্দের শাব্দিক অর্থ কী?
ক) পলায়ন     খ) পরিত্যাগ
গ) পরিবর্তন    ঘ) শুভ সূচনা

১১। বরেন্দ্রভূমে সোনা মসজিদ কোথায় অবস্থিত?
ক) নাটোরে          খ) ঈশ্বরদীতে
গ) সিরাজগঞ্জে     ঘ) চাঁপাইনবাবগঞ্জে

আরো পড়ুন : বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট, ১৯টি প্রশ্নোত্তর, ২য় পর্ব

১২। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় প্রকৃত ভীতু কারা?
ক) পাকিস্তানিরা    খ) ইংরেজরা
গ) বাঙালিরা          ঘ) আর্যরা

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

সাবাশ, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, 
জ্বলে-পুড়ে মরে ছারখার; তবু মাথা নোয়াবার নয়। 

১৩। কবিতাংশের সঙ্গে ‘সাহসী জননী বাংলা’ কবিতার চেতনাগত সাদৃশ্য কোনটি?  
ক) শ্রেণিবিভেদ      
খ) সংগ্রামী চেতনা 
গ) বিজয়ী হওয়ার কৌশল
 ঘ) সংহতির চেতনা 

১৪. ওই চেতনার পরিপূর্ণতা লাভ হয়-
i. মহা প্রতিরোধে বাঘের থাবায় 
ii. সাহসের ইস্পাত দৃঢ়তায় 
iii. সব বাধাবিঘ্ন অতিক্রম করায় 
নিচের কোনটি সঠিক? 
ক. i           খ. ii
গ. i ও ii     ঘ. i, ii ও iii

১৫। লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীটির তরে কী করবে?
ক) নাচবে           খ) হাসবে
গ) গান গাইবে    ঘ) অভিনয় করবে

১৬। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয়-
i. জ্ঞানচর্চা
ii. সংস্কৃতিবোধ
iii. আত্মার মুক্তি
নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii    খ) ii ও iii
গ) i ও iii    ঘ) i, ii ও iii

১৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতার শেষ ছয় চরণের অন্ত্যমিল কেমন? 
ক) ঘঙচ ঘঙচ     খ) ঘঙ ঘঙ চচ
গ) গঘ গঘ গঘ     ঘ) গঘ গঘ গঘ

১৮। নিমের কচি ডাল ভেঙে লোকেরা কী করে?
ক) চিবোয়         খ) খেলা করে
গ) বেত মারে    ঘ) মশা তাড়ায়

১৯। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকার কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?
ক) স্বদেশের প্রতি কৃতজ্ঞতা
খ) স্ব-ভাষার প্রতি সম্মান
গ) হৃদয়-যন্ত্রণা 
ঘ) অপত্যস্নেহ

২০। কবি আহসান হাবিবের কবিতায় কীসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে?
ক) শোষণ ও অনাচার    
খ) সামাজিক বৈষম্য
গ) সাম্প্রদায়িকতা    
ঘ) পরাধীনতা

২১। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক) ফুলমণি ও করুণার বিবরণ
খ) আলালের ঘরের দুলাল
গ) দুর্গেশনন্দিনী
ঘ) কপালকুণ্ডলা

২২। কদম আলী কীসে নত?
ক) অসুখে      খ) বার্ধক্যে
গ) ক্লান্তিতে    ঘ) হতাশায়

উত্তর: ১. খ, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. খ, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. গ, ২০. খ, ২১. গ, ২২. খ।

লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর

রাসায়নিক বন্ধন অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি রসায়ন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:০০ এএম
রাসায়নিক বন্ধন অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি রসায়ন
অণুগুলোর রাসায়নিক বন্ধন। প্রতীকী ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন

সৃজনশীল প্রশ্ন ও উত্তর-৪

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।

x, y, z তিনটি মৌল যাদের পর্যায় সারণি যথাক্রমে 2, 2 ও 3 এবং গ্রুপ হচ্ছে 2, 14 ও 17।

ক. যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? 
খ. ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন? ব্যাখ্যা করো। 
গ. মৌল তিনটির পারমাণবিক আকারের ক্রম বর্ণনা করো। 
ঘ. y এবং z দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় হলেও সোডিয়াম এবং z দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় কেন? বিশ্লেষণ করো।

উত্তর: ক. কোনো মৌলের পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। এই ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে।

খ. ধাতুর পরমাণুগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। যখন ধাতুর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তখন এই মুক্ত ইলেকট্রনগুলো ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। ইলেকট্রনের এই প্রবাহই বিদ্যুৎ প্রবাহ।

আরো পড়ুন : রাসায়নিক বন্ধন অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

গ. উদ্দীপকের x, y, z মৌলগুলোর পর্যায় সারণি ও গ্রুপ অনুযায়ী মৌলগুলো হলো-
x = বেরিলিয়াম (Be), y = কার্বন (C), z = ক্লোরিন (Cl)
মৌল তিনটির পারমাণবিক আকারের ক্রম:
বেরিলিয়াম (Be) > কার্বন (C) > ক্লোরিন (Cl)
কারণ, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। কারণ নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয়।
একই গ্রুপে ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কারণ তখন মৌলগুলো নতুন শক্তিস্তর যুক্ত হয়।

ঘ. y এবং z মৌলগুলো হলো কার্বন (C) ও ক্লোরিন (Cl)। এদের দ্বারা গঠিত যৌগটি হলো কার্বন টেট্রাক্লোরাইড (CCl₄)। এটি একটি সমযোজী যৌগ, যা পানিতে অদ্রবণীয়। এর কারণ হলো-
কার্বন টেট্রাক্লোরাইড অণুগুলো পোলার নয়, তাই পানির পোলার অণুগুলো এদের আকর্ষণ করতে পারে না।
ফলে, কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না।
সোডিয়াম এবং z মৌল দ্বারা গঠিত যৌগটি হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl)। এটি একটি আয়নিক যৌগ, যা পানিতে দ্রবণীয়। এর কারণ হলো-
সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে সোডিয়াম আয়ন (Na⁺) এবং ক্লোরাইড আয়ন (Cl⁻) উৎপন্ন করে।
পানির পোলার অণুগুলো এই আয়নগুলোকে ঘিরে ধরে এবং দ্রবীভূত করে।

লেখক : প্রধান শিক্ষক
হাজী রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 

কবীর

তাহারেই পড়ে মনে কবিতার ২১টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
তাহারেই পড়ে মনে কবিতার ২১টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

কবিতা : তাহারেই পড়ে মনে 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

 

প্রশ্ন-৭। ‘আকাল’ কী ধরনের রচনা?
উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।

প্রশ্ন-৮. ‘বাতাবি লেবুর ফুল ফুটেছে কী?’ কে, কাকে এ প্রশ্ন করেছেন?
উত্তর: কবি তার ভক্তকে এ প্রশ্ন করেছেন।

প্রশ্ন-৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘হে কবি’ বলে কে সম্বোধন করেছেন?
উত্তর: কবিভক্ত এ সম্বোধন করেছেন।

প্রশ্ন-১০। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর: বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।

প্রশ্ন-১১। আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত।

প্রশ্ন-১২। আঠারো বছর বয়স কী জানে?
উত্তর: রক্তদানের পুণ্য জানে।

প্রশ্ন-১৩। আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
উত্তর: পাথর-বাধা ভাঙতে চায়।

প্রশ্ন-১৪। আঠারো বছর বয়স কীসে কালো হয়?
উত্তর: লক্ষ্য দীর্ঘশ্বাসে কালো হয়।

প্রশ্ন-১৫। আঠারো বছর বয়স কী নয়?
উত্তর: ভীরু ও কাপুরুষ নয়।

প্রশ্ন-১৬। আঠারো বছর বয়স কোথায় অগ্রণী ভূমিকা রাখে?
উত্তর: বিপদের মুখে অগ্রণী ভূমিকা রাখে।

প্রশ্ন-১৭। আঠারো বছর বয়স পথে প্রান্তরে কী ছোটায়?
উত্তর: তুফান।

প্রশ্ন-১৮। আঠারো বছর বয়সে কীসের প্রস্তুতি নিতে হয়?
উত্তর: স্বনির্ভর হওয়ার।

আরো পড়ুন : তাহারেই পড়ে মনে কবিতার ৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

প্রশ্ন-১৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
উত্তর: কবি বাতাবি লেবুর ফুল ফোটার কথা জানতে চেয়েছেন।

প্রশ্ন-২০. বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কোন নারী কবি?
উত্তর: কবি সুফিয়া কামাল।

প্রশ্ন-২১. ‘মায়া কাজল’ কী?
উত্তর: ‘মায়া কাজল’ সুফিয়া কামালের একটি গ্রন্থ।

প্রশ্ন-২২. ‘কেয়ার কাঁটা’ কী?
উত্তর: ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামাল রচিত একটি গল্প।

প্রশ্ন-২৩। আঠারো বছর বয়স বাষ্পের বেগে কীসের মতো চলে?
উত্তর: স্টিমারের মতো চলে।

প্রশ্ন-২৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন কে?
উত্তর: কবিভক্ত কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন।

প্রশ্ন-২৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন দুয়ার খুলে গেছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দক্ষিণ দুয়ার খুলে গেছে।

প্রশ্ন-২৬. ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’ কে প্রশ্নটি করেছন?
উত্তর: কবি।

প্রশ্ন-২৭. প্রকৃতিতে বাতাবি লেবুর ফুল দেখা যায় কোন ঋতুতে?
উত্তর: বসন্ত ঋতুতে।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

Use of Suitable phrases and words বিষয়ক ৩টি Exercise, ৪র্থ পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম
Use of Suitable phrases and words বিষয়ক ৩টি Exercise, ৪র্থ পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

Question No. 3

Use of suitable phrases and words 

8. 

(a) ___ the action of the police, the victim could have died. Everybody appreciated the rescue mission of the police force.
(b) ___ the Bangladesh Team won against England than the fans exploded with joy. It was a welcome relief for the local team.
(c) You ___ apply to the principal of your college for granting you a stipend. He will surely see on it.
(d) The lady guest advised him to eat one thing. He retorted that he ___ eat nothing.
(e) One evening, I got a bad headache. Still, I pretended ___ nothing had happened.
(f) Walt Whitman ___ in New York. He was a great poet of America.
(g) ___? How can a crow carry away such a big boy? It's unbelievable.
(h) He ___ read a lot of books during his childhood. He was a bookworm.
(i) ___ requires nothing but goodwill to do good to people. And it is said that charity begins at home.
(j) A good citizen ___ obey the rules of law. This obedience will make him disciplined.

আরো পড়ুন : Use of Suitable phrases and words বিষয়ক ২টি Exercise, ৩য় পর্ব

9.

(a) Runa woke up from bed late. She ___ wake up early.
(b) You seem to be very nervous. Is ___ any problem? 
(c) You have a lot of shirts. You ___ buy a new one. 
(d) A warrior ___ die than surrender to enemies. 
(e) You'll buy at least ten books. ___ you run short of money?
(f) I could not remember his name, ___ his parents. 
(g) Our environment is getting polluted. We ___ plant more trees to save the environment. 
(h) The dinner was not ready. We waited ___ we could. 
(i) My parents were fond of music. They ___ listen to those old songs. 
(j) You are making a long journey. Keep your phone turned on ___ we need to contact you.

 10. 

(a) The child cannot walk ___ run in the field.
(b) Tareq Ahmed is a renowned teacher. He ___ in 1960.
(c) At present, the children do not know ___ swim in water.
(d) Parents ___ work hard to take care of their children.
(e) Rima studies hard ___ GPA-5 should be missed.
(f) Father, ___ a ghost ___? 
(g) Tanisha went to college ___ she could learn something.
(h) ___ people stopped corruption from society.
(i) ___ swimming in the river? For the first time, it seems new experience for all.
(j) You will not succeed in life ___ you work hard. 

Answer: 8. a. But for, b. No sooner had, c. had better, d. would rather, e. as if, f. was born, g. What do you mean, h. used to, i. It, j. has to. 
9. a. wished, b. there, c. need not, d. would rather, e. What if, f. let alone, g. have to, h. as long as, i. used to, j. in case.
10. a. let alone, b. was born, c. how to, d. have to, e. lest, f. What does a ghost look like, g. in order that, h. It is high time, i. What’s it like, j. unless.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-১৮

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-১৮
শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত


জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট :  ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ

 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫। কোনটি একজন আদর্শ নেতার গুণ নয়?
(ক) ব্যক্তিত্ব     
(খ) শিক্ষাগত যোগ্যতা     
(গ) সুদর্শন     
(ঘ) জ্ঞান ও বুদ্ধিমত্তা     
(ঙ) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা 

উত্তর: (গ) সুদর্শন।

১৬। নিচের কোনটি নিয়ন্ত্রণ কৌশল? 
(ক) নিরীক্ষা     
(খ) উপযুক্ততা     
(গ) বোধগম্যতা     
(ঘ) নমনীয়তা     
(ঙ) বাস্তবতা 

উত্তর: (ক) নিরীক্ষা।

১৭। নিচের কোনটি অনার্থিক প্রেষণা নয়? 
(ক) চাকরির নিরাপত্তা    
(খ) পদোন্নতি     
(গ) কাজের মূল্যায়ন     
(ঘ) সামাজিক মর্যাদা     
(ঙ) ব্যক্তিগত প্রভাব 

উত্তর: (খ) পদোন্নতি।

১৮। বাংলাদেশের শেয়ারবাজারে কত সালে সরকারি বন্ড কেনাবেচা শুরু হয়? 
(ক) ২০০১ সালে     
(খ) ২০০৩ সালে     
(গ) ২০০৪ সালে    
(ঘ) ২০০৫ সালে     
(ঙ) ২০০৬ সালে

উত্তর: (ঘ) ২০০৫ সালে।

আরো পড়ুন : জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর : ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-১৭

১৯। ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক নাম-
(ক) Islami Bank        
(খ) Al Baraka Bank    
(গ) Prime Bank    
(ঘ) Dhaka Bank    
(ঙ) উপরের কোনোটিই নয় 

উত্তর: (খ) Al Baraka Bank।

২০। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন- 
(ক) সরকারি     
(খ) বেসরকারি     
(গ) স্বায়ত্তশাসিত     
(ঘ) বিদেশি     
(ঙ) উপরের কোনোটিই নয়

 উত্তর: (গ) স্বায়ত্তশাসিত।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর