
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। হংকং WTO সামিটে কোন দেশ নতুন সদস্য হয়েছে-
(ক) বাংলাদেশ (খ) চীন
(গ) সৌদি আরব (ঘ) ব্রাজিল
(ঙ) হংকং
উত্তর: (গ) সৌদি আরব।
২। নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?
(ক) এয়ারওয়ে বিল (খ) বিল অব লেডিং
(গ) রেলওয়ে রিসিপ্ট (ঘ) ট্রাক রিসিপ্ট
(ঙ) মানিগ্রাম
উত্তর: (ঙ) মানিগ্রাম।
৩। নাবালক অংশীদার সম্পর্কিত নিয়মকানুন ১৯৩২ সালের অংশীদারি আইনের যে ধারায় বর্ণিত আছে, তা হলো-
(ক) ১০ ধারায় (খ) ১৫ ধারায়
(গ) ১৮ ধারায় (ঘ) ৩০ ধারায়
(ঙ) ৩২ ধারায়
উত্তর: (ঘ) ৩০ ধারায়।
৪। বিনিময় বিল হলো একটি-
(ক) লেটার অব ক্রেডিট (খ) ঋণপত্র
(গ) ব্যাংক ড্রাফট (ঘ) চেক
(ঙ) স্বল্পমেয়াদি ঋণপত্র
উত্তর: (ঙ) স্বল্পমেয়াদি ঋণপত্র।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৭টি প্রশ্নোত্তর, ৮ম পর্ব
৫। মার্চেন্ট ব্যাংক বলতে বোঝায়-
(ক) বাণিজ্যিক ব্যাংক
(খ) বিনিয়োগ ব্যাংক
(গ) উন্নয়ন ব্যাংক
(ঘ) বিনিয়োগ কোম্পানি
(ঙ) ইসলামী ব্যাংক
উত্তর: (খ) বিনিয়োগ ব্যাংক।
৬। আধুনিক কর্মী ব্যবস্থাপনার প্রবক্তা হলেন-
(ক) হেনরি ফ্যায়ল
(খ) এফ ডব্লিউ টেলর
(গ) রবার্ট ওয়েন
(ঘ) এলটন ম্যাও
(ঙ) চার্লস ব্যাবেজ
উত্তর: (গ) রবার্ট ওয়েন।
৭। এক ধরনের একার্থক পরিকল্পনা হলো-
(ক) নীতি (খ) প্রকল্প
(গ) পদ্ধতি (ঘ) কৌশল
(ঙ) লক্ষ্য
উত্তর: (খ) প্রকল্প।
৮। বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন প্রবর্তিত হয় কত সালে?
(ক) ১৯১৩ সালে (খ) ১৯৪৭ সালে
(গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৯৪ সালে
(ঙ) ২০০১ সালে
উত্তর: (ঘ) ১৯৯৪ সালে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর