অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ছাত্র-জনতার বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরশাসকমুক্ত হয়েছে।’
মহিউদ্দিন জিন্টু আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে ছাত্র-জনতার অনেক প্রত্যাশা। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন। আমি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।’
বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, ‘স্বৈরাচারী সরকার সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। যারা অপরাধ করেছে তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সব অপরাধীর বিচার করতে হবে।’
এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা- বাংলাদেশের মর্যাদাকে গৌরবের শিখরে নিয়ে যাওয়া, দায়িত্ব পালন করে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করা।’
ইসরাত চৈতী/সালমান/