বাহরাইনের বাংলাদেশ দূতাবাস প্রবাসী শ্রমিকদের জন্য একটি গ্রীষ্মকালীন সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাহরাইনের সিফ এলাকার একটি নির্মাণাধীন ভবনে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে দূতাবাসের সঙ্গে বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস সভাপতিত্ব করেন এবং দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান সঞ্চালনা করেন।
মহিউদ্দিন কায়েস তার বক্তব্যে বাহরাইন সরকারের নির্ধারিত সব স্বাস্থ্য ও সুরক্ষা নির্দেশিকা মেনে চলার পাশাপাশি শ্রমিকদের তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার গুরুত্বের ওপর আলোচনা করেন।
তিনি সবাইকে পর্যাপ্ত পানি পান করা এবং নিরাপত্তার স্বার্থে দুপুরের প্রখর রোদে কাজ না করার নির্দেশ দেন।
এ ছাড়া বাহরাইন শ্রম মন্ত্রণালয়ের সচেতনতা ও নির্দেশনা বিভাগের প্রধান হুসাইন আল-হুসাইনি, এলএমআরএর প্রতিরোধমূলক পরিদর্শন বিশেষজ্ঞ রানা আল-আহমাদ এবং আওএময়ের সদস্য ফাতিমা মোহাম্মদ অংশগ্রহণ করেন।
হুসাইন আল-হুসাইনি তার বক্তব্যে কর্মীদের তাদের কর্মস্থলে কাজ করার সময় দৃশ্যমান জ্যাকেট, হেলমেট এবং সেফটি সু পরিধানসহ সব ধরনের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান।
তিনি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যের আলোর নিচে এবং খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।
তিনি বলেন, ‘যদি কোনো স্পন্সর বা সুপারভাইজার আপনাদের গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞার সময় কাজ করতে বাধ্য করেন, তা হলে বাহরাইন সরকারের হটলাইন নম্বর ৮০০০৮০০১-এ কল করে আপনার অভিযোগটি জানান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনার অভিযোগের আলোকে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’
শেষে উপস্থিত সব কর্মীর মধ্যে দূতাবাস থার্মাস ফ্লাস্ক (যেন পানি ঠান্ডা থাকে), জুস এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সব বাংলাদেশি কর্মীদের জন্য বিনামূল্যে মেডিকেল কুপনও দেওয়া হয়।
বিদেশি অতিথি ও উপস্থিত সবাই প্রবাসী কর্মীদের জন্য এ সুন্দর আয়োজন করায় দূতাবাসকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
দূতাবাসের অন্য কর্মকর্তা ও কর্মচারীরাও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তি/পপি/