‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘এক পলকে’সহ অনেক জনপ্রিয় গানের গায়ক তৌসিফ। বিরহ ও রোমান্টিক গানে তিনি জয় করেছেন তরুণ প্রজন্মের হৃদয়। নিয়মিত স্টেজ শো আর নতুন গান প্রকাশ নিয়েই তিনি পার করেন সময়। গান ও অন্যান্য প্রসঙ্গে তার সাক্ষাৎকার নিয়েছেন তারেক বিন ফিরোজ
কেমন আছেন? আপনার কণ্ঠ কেমন যেন শোনাচ্ছে?
কদিন ধরে একটু অসুস্থ। সব মিলিয়ে ভালো নেই।
অসুস্থ বলতে?
আমার দাঁতের কিছু সমস্যা আছে। অপারেশন করিয়েছিলাম। মাঝেমধ্যে ব্যথা করে। এ ছাড়া দেশের বর্তমান অবস্থায় চাইলেও ভালো থাকা যাচ্ছে না।
দেশের পরিস্থিতি তো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে?
দেশ স্বাভাবিক হলেও মন স্বাভাবিক হচ্ছে না। প্রতিমুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মানুষের মুখ চোখের সামনে ভেসে উঠছে। সরকারের উচিত এখন নিহতদের পরিবারের পাশে এসে দাঁড়ানো। যাতে করে পরিবারগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে।
কয়েক দিনের ব্যবধানে রক লিজেন্ড শাফিন আহমেদ ও সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেলেন। তাদের নিয়ে কিছু বলুন-
তাদের মৃত্যুতে সংগীতাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবে না। ছোট থেকেই শাফিন ভাইয়ের ‘জ্বালা জ্বালা’, ‘নিঃস্ব করেছ আমায়’, ‘আজ জন্মদিন তোমার’ গান শুনে বড় হয়েছি। শাফিন ভাইয়ের গান শুনে ইন্সপায়ার হয়েছি।
আমার মতো লাখো ভক্ত-শ্রোতার হৃদয়ে শাফিন ভাই আছেন। আজ হয়তো তিনি নেই। কিন্তু শাফিন ভাই তার গানের মাধ্যমে আমাদের মাঝে আজীবন থেকে যাবেন। অন্যদিকে জুয়েল ভাইয়ের মতো গুণী, শান্ত ও অমায়িক একজন মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হব, সেটা ভাবতেই কেমন যেন লাগছে। জুয়েল ভাইয়ের ভরাট গলা যেন এখনো কানে বাজছে। এ দুজন গুণী শিল্পীর শূন্যতা পূরণ হওয়ার নয়। আল্লাহ তাদের দুজনকেই জান্নাতবাসী করুন।
অনেক দিন ধরেই শ্রোতারা আপনার নতুন গান পাচ্ছেন না?
আসলে গানের বাজার আর আগের মতো নেই। যার কারণে নতুন গান খুব কম করা হচ্ছে। তবে শিগগিরই আমার নতুন একটি গান আসছে।
একটু বিস্তারিত বলবেন?
চলতি মাসে ‘বেনামি চিঠি’ শিরোনামে আমার নতুন গান আসছে। অনিন খানের সংগীতায়োজনে গানটি লিখেছেন রিমু। এস সিরিজ নামের একটি প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে।
স্টেজ শোর ব্যস্ততা কেমন?
বর্তমান পরিস্থিতিতে ব্যস্ততা নেই বললেই চলে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করছি আগের মতো স্টেজে ব্যস্ত হব।
কলি