ঢাকা ৩১ ভাদ্র ১৪৩১, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

দেশের বর্তমান অবস্থায় ভালো থাকা যাচ্ছে না: তৌসিফ

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম
দেশের বর্তমান অবস্থায় ভালো থাকা যাচ্ছে না: তৌসিফ
গায়ক তৌসিফ

‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘এক পলকে’সহ অনেক জনপ্রিয় গানের গায়ক তৌসিফ। বিরহ ও রোমান্টিক গানে তিনি জয় করেছেন তরুণ প্রজন্মের হৃদয়। নিয়মিত স্টেজ শো আর নতুন গান প্রকাশ নিয়েই তিনি পার করেন সময়। গান ও অন্যান্য প্রসঙ্গে তার সাক্ষাৎকার নিয়েছেন তারেক বিন ফিরোজ

কেমন আছেন? আপনার কণ্ঠ কেমন যেন শোনাচ্ছে?
কদিন ধরে একটু অসুস্থ। সব মিলিয়ে ভালো নেই।

অসুস্থ বলতে?
আমার দাঁতের কিছু সমস্যা আছে। অপারেশন করিয়েছিলাম। মাঝেমধ্যে ব্যথা করে। এ ছাড়া দেশের বর্তমান অবস্থায় চাইলেও ভালো থাকা যাচ্ছে না।

দেশের পরিস্থিতি তো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে?
দেশ স্বাভাবিক হলেও মন স্বাভাবিক হচ্ছে না। প্রতিমুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মানুষের মুখ চোখের সামনে ভেসে উঠছে। সরকারের উচিত এখন নিহতদের পরিবারের পাশে এসে দাঁড়ানো। যাতে করে পরিবারগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে।

কয়েক দিনের ব্যবধানে রক লিজেন্ড শাফিন আহমেদ ও সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেলেন। তাদের নিয়ে কিছু বলুন-
তাদের মৃত্যুতে সংগীতাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবে না। ছোট থেকেই শাফিন ভাইয়ের ‘জ্বালা জ্বালা’, ‘নিঃস্ব করেছ আমায়’, ‘আজ জন্মদিন তোমার’ গান শুনে বড় হয়েছি। শাফিন ভাইয়ের গান শুনে ইন্সপায়ার হয়েছি।

আমার মতো লাখো ভক্ত-শ্রোতার হৃদয়ে শাফিন ভাই আছেন। আজ হয়তো তিনি নেই। কিন্তু শাফিন ভাই তার গানের মাধ্যমে আমাদের মাঝে আজীবন থেকে যাবেন। অন্যদিকে জুয়েল ভাইয়ের মতো গুণী, শান্ত ও অমায়িক একজন মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হব, সেটা ভাবতেই কেমন যেন লাগছে। জুয়েল ভাইয়ের ভরাট গলা যেন এখনো কানে বাজছে। এ দুজন গুণী শিল্পীর শূন্যতা পূরণ হওয়ার নয়। আল্লাহ তাদের দুজনকেই জান্নাতবাসী করুন।

অনেক দিন ধরেই শ্রোতারা আপনার নতুন গান পাচ্ছেন না?
আসলে গানের বাজার আর আগের মতো নেই। যার কারণে নতুন গান খুব কম করা হচ্ছে। তবে শিগগিরই আমার নতুন একটি গান আসছে।

একটু বিস্তারিত বলবেন?
চলতি মাসে ‘বেনামি চিঠি’ শিরোনামে আমার নতুন গান আসছে। অনিন খানের সংগীতায়োজনে গানটি লিখেছেন রিমু। এস সিরিজ নামের একটি প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে।

স্টেজ শোর ব্যস্ততা কেমন?
বর্তমান পরিস্থিতিতে ব্যস্ততা নেই বললেই চলে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করছি আগের মতো স্টেজে ব্যস্ত হব।

 কলি

 

অর্ণবের স্ত্রী সুনিধিকে হত্যার হুমকি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পিএম
অর্ণবের স্ত্রী সুনিধিকে হত্যার হুমকি
সুনিধি নায়েক

বাংলাদেশের জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণব। কলকাতায়ও তুমুল জনপ্রিয় তিনি। তার স্ত্রী সুনিধি নায়েক। তিনিও একজন কণ্ঠশিল্পী হিসেবে দুই বাংলাতেই পরিচিত। এবার জানা গেল অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়েও নিয়েছে অপরাধীরা। গত ১২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) পরিচয় দিয়ে সাইবার অপরাধীরা পাঁচ লাখ টাকা না দিলে সুনিধি নায়েক ও তার বাবাকে হত্যার হুমকি দেয়। এমনকি তার ছবি ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।

জানা গেছে, বিশ্বভারতীর সংগীত ভবনের সাবেক শিক্ষার্থী সুনিধি কর্মসূত্রে শান্তিনিকেতনের পূর্বপল্লির একটি বাড়িতে ভাড়া থাকেন। গত বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেদিন অপরিচিত কয়েকজন ব্যক্তিকে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখেন তিনি। পরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হায়দরাবাদের সিবিআই পরিচয় দিয়ে তার ফোনে কল করে। সুনিধির বাড়ির ১০০ মিটারের মধ্যে শান্তিনিকেতন থানা। ঘটনাটি দ্রুত জানা জানি হওয়ায় শান্তিনিকেতনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা।

সুনিধি নায়েক জানান, গত বুধবার ফোনে ওই অপরাধীরা তাকে নরেশ গোয়েল নামের এক ব্যক্তির কথা বলে। তাদের অভিযোগ সুনিধি ওই ব্যক্তির অর্থ আত্মসাৎ করেছেন। তার নামে একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এই অপরাধে সুনিধিকে গ্রেপ্তার করা হবে। অভিযোগ ছুড়ে কথোপকথন শুরু হলেও পরে টাকা না দিলে সুনিধি ও তার বাবাকে খুনের হুমকি দিতে থাকে ওই ব্যক্তি। ভয়ে গত বৃহস্পতিবার তাদের ৫ লাখ রুপি পাঠিয়ে দেন এই শিল্পী। সুনিধি গণমাধ্যমে আরও বলেন, ‘প্রথমে ভেবেছিলাম সত্যিই হয়তো হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন। পরে বুঝতে পারি এরা জালিয়াত। প্রশাসন ঘটনার তদন্ত করছে।’

সুনিধি আরও বলেন, ‘আমি কাউকে মেসেজ বা ফোন করলেও নাকি তারা জানতে পারে। ওরা আমার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। তাই গত তিন দিন আমি ভীষণ ভয়ে ছিলাম। আমি নিরাপত্তা চাই, আমি আমার টাকা ফেরত চাই, অপরাধীদের শাস্তি চাই।’

উল্লেখ্য, সুনিধি নায়েক একজন রবীন্দ্রসংগীতশিল্পী। আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে বিশ্বভারতীতে পরিচয় অর্ণবের। সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন বাংলাদেশে এই জনপ্রিয় গায়ক। এরপর পরিচয় ও প্রেম। ২০২০ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন তারা।

জাহ্নবী

শুরু হলো পানির ওপরে ‘ফোকফেস্ট’

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ এএম
শুরু হলো পানির ওপরে ‘ফোকফেস্ট’

টাঙ্গুয়ার হাওরে পানির ওপরে অস্থায়ী মঞ্চ করে শুরু হলো ‘ফোকফেস্ট’। ‘মাটির গন্ধে ভাটির গান’- এই আবহে গতকাল শুরু হয়েছে ‘টাঙ্গুয়ার হাওরে ফোকফেস্ট-২০২৪’। এটি আয়োজন করেছে টাঙ্গুয়ার হাওরের নৌ-পর্যটন উদ্যোক্তারা। সপ্তাহব্যাপী এই আয়োজনটি শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর। মাঝ হাওরে জলবেষ্টিত মঞ্চে আয়োজিত এই উৎসবটি নৌকায় থেকে উপভোগের সুযোগ রয়েছে। উৎসব চলাকালীন শুধু নিবন্ধিত হাউসবোটগুলোতে থাকা পর্যটকদের জন্য উন্মুক্ত থাকছে এই আয়োজন।

স্থানীয় লোকসংগীতশিল্পী, নৌ-পর্যটন কর্মীদের মাঝে থাকা লোকসংগীত ও যন্ত্রসংগীতশিল্পীদের নিয়ে এই আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘কৃষ্ণপক্ষ’, ‘আপনঘর’, ‘সোনার বাংলা সার্কাস ব্যান্ড’-এর প্রবর রিপন, সোহাগ শ্রাবণ ও ‘দোতং পাহাড়’ গান খ্যাত সোহান আলী।

আয়োজকদের পক্ষ থেকে আহমেদ শ্রাবণ বলেন, ঐতিহ্যগতভাবেই হাওর জনপদের ভাটি অঞ্চল বিখ্যাত লোকসংগীতের সাম্রাজ্য হিসেবে পরিচিত। এই জল ও জোছনার ছোট্ট জনপদে মরমি সাধক হাছন রাজা, ধামাইল গানের জনক রাধারমণ দত্ত, বাউলসম্রাট শাহ আব্দুল করিম, কাটা বিচ্ছেদি গানের জন্য খ্যাত উকিল মুন্সী কিংবা দুরবিন শাহের আবির্ভাব হয়েছে। বাউলসংগীতের এই সম্রাটদের গানকে যারা কণ্ঠে ধারণ করেন আর অন্তরে লালন করে চলেছেন এমন লোকসংগীতশিল্পীদের সম্মিলনেই এই আয়োজন।

তিনি আরও বলেন, ‘হাওর পর্যটনের ২ দিন ১ রাতের প্যাকেজগুলোর সঙ্গে মিল রেখেই ১৩ তারিখ সন্ধ্যা থেকে শুরু করে ১৪ তারিখ রাতের প্রথম প্রহর, ১৫ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয়ে ১৬ তারিখের প্রথম প্রহর ও ১৭ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয়ে ১৮ তারিখ রাতের প্রথম প্রহর পর্যন্ত তিনটি আলাদা পর্বে চলবে এই আয়োজন।

আয়োজকদের মধ্যে রয়েছে ‘জলের গান’, ‘তরী ময়ূরাক্ষী’ এবং ‘ফ্লোটিং হাউস অব টাঙ্গুয়া’। এ ছাড়া এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ‘মহাজনের নাও’, ‘ডোঙা’, ‘জলপদ্ম’, ‘ফ্যান্টাসি অব টাঙ্গুয়া’সহ বেশ কিছু হাউসবোট। অনুষ্ঠানের মূল পর্ব আয়োজন হবে তাহিরপুর উপজেলার টেকেরঘাটের একটি ভাসমান রিসোর্ট ‘মেঘদূত’-এ।

জাহ্নবী

‘সেভ বাংলাদেশ কনসার্ট’

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ এএম
‘সেভ বাংলাদেশ কনসার্ট’
'শিরোনামহীন' ব্যান্ডের সদস্যরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। রাজনৈতিক অস্থিরতায় কয়েক মাস বন্ধ ছিল কনসার্ট। তবে বন্যাদুর্গদের সহযোগিতার জন্য বেশ কিছু কনসার্ট অনুষ্ঠিত হয়েছে ইতোমধ্যেই। 

বানভাসি মানুষের সহায়তায় দেশে ও বিদেশে কয়েকটি কনসার্টে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পীরা। চলতি মাসেও কিছু কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেভ বাংলাদেশ’ শিরোনামে আরেকটি কনসার্ট।

এটি আয়োজন করেছে তানরাত ইনস্টিটিউট। আয়োজক কর্তৃপক্ষ জানান, বন্যার্তদের পুনর্বাসনের জন্যই ‘সেভ বাংলাদেশ’ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্ক, শিরোনামহীন, আর্বোভাইরাস, জলের গান, অ্যাভয়েড রাফা, অ্যাসেজ, ওয়ারসাইট, কাকতাল, অ্যাডভার্বসহ আরও কয়েকটি ব্যান্ড ও মিউজিশিয়ান। আগামী ১১ অক্টোরব রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে কনসার্টটি। বেলা ২টা থেকে শুরু হয়ে কনসার্টটি চলবে রাত পর্যন্ত। নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে দর্শকরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। টিকিট বিক্রির আয়কৃত অর্থ বন্যার্তদের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে।

তবে এই কনসার্ট নিয়ে প্রশ্ন তুলে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘আমরা বন্যার্তদের ত্রাণ সংগ্রহে বিনা পারিশ্রমিকে  ইতোমধ্যেই বেশ কিছু কনসার্ট করেছি। যেখান থেকে পাওয়া অর্থ বানভাসি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের মতো আরও অনেক ব্যান্ড সদস্য, শিল্পী ও মিউজিশিয়ান ব্যক্তিগতভাবে নয়তো বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এমন একটি সময়ে দাঁড়িয়ে আরও এক মাস পর বন্যার্তদের সহায়তার কথা বলে কনসার্টের আয়োজন কতটা যৌক্তিক– এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদিও আমরা ‘সেভ বাংলাদেশ’ কনসার্টে অংশ নেওয়ার কথা বলেছি, তারপরও পারফর্ম করার আগে আয়োজকদের কাছে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনাটা স্পষ্ট করে নিতে চাই।’

জাহ্নবী

বিটিভিতে নাটক ‘ঘর’

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ এএম
বিটিভিতে নাটক ‘ঘর’
'ঘর' নাটকের একটি দৃশ্যে দীপা খন্দকার ও শতাব্দী ওয়াদুদ

সাত বছর বয়সী শুভ বাবা-মায়ের ব্যস্ততার কারণে নিঃসঙ্গ বোধ করে। তার মনে জন্ম নেয় মিথ্যে বলার প্রবণতা ও হতাশার উপসর্গ। তার ভেতরে হাহাকার বাবা-মা বুঝতে পারেন না। তাদের পারস্পরিক ঝগড়া শুভকে অস্থির করে তোলে। একদিন শুভ স্কুল থেকে হারিয়ে যায়। অসহায় শিশুটি পথে দেখা হওয়া এক বৃদ্ধকে দাদু মনে করে জড়িয়ে ধরে। বৃদ্ধ ভদ্রলোকটি শুভকে সঙ্গ দেয় এবং বুঝিয়ে বাসায় ফিরিয়ে আনে। ইতোমধ্যে শুভর বাবা-মায়ের উপলব্ধি হয় সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার কাল্পনিক প্রতিযোগিতায় লিপ্ত থেকে তারা আসলে সন্তানের স্বর্ণালি বর্তমানকে নষ্ট করে দিচ্ছেন। 

স্নেহ-মমতাহীন বর্তমানের অংশীদারি এই সন্তান, সুন্দর ভবিষ্যতের দাবিদার হবে কীভাবে? এমনই গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন নাটক ‘ঘর’। নাসরীন মুস্তাফার রচনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার, তমা ইসলাম, সাদিকা, বনান্ত প্রমুখ। আজ রাত ৯টায় বিটিভিতে নাটকটি প্রচার হবে।

জাহ্নবী

বাদ পড়ার গল্প

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ এএম
বাদ পড়ার গল্প

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত সিং। বলিউডেও রয়েছে তার নামডাক। বর্তমানে একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমাও।

কিন্তু তার এই সফলতার পেছনের গল্পটাও বেশি সুখকর নয়। অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। শুটিং শুরু করার পরও না জানিয়ে তাকে সিনেমা থেকে বাদ দেওয়ারও একাধিক ঘটনা ঘটেছে তার ক্যারিয়ারে।

সম্প্রতি এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটি বলেছেন রাকুল। তিনি বলেন, একটি সিনেমায় চার দিন শুটিং করার পরও আমাকে বাদ দেওয়া হয়। এ ঘটনা চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগের। বাদ পড়া তেলেগু ভাষার সিনেমাটিতে আমার নায়ক ছিলেন প্রভাস। আপনি যখন ইন্ডাস্ট্রির কার্যক্রম সম্পর্কে তেমন কিছু জানেন না, তখন এসব বিষয় হৃদয়ে নেবেন না।

সেই স্মৃতিচারণ করে রাকুল আরও বলেন, সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়টি তারা আমাকে জানাননি। শিডিউল অনুযায়ী আমি দিল্লিতে চলে গিয়েছিলাম, পরে বিষয়টি জানতে পারি। এরপর একাধিক প্রজেক্টে এমনটা ঘটেছে। এ ক্ষেত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর আর শুটিং শুরু হয়নি এমনও হয়েছে।

উল্লেখ্য, রাকুল প্রীত সিং অভিনীত সর্বশেষ ‘ইন্ডিয়ান টু’ সিনেমা মুক্তি পেয়েছে। তামিল ভাষার এ সিনেমায় আরও অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল প্রমুখ। গত ১২ জুলাই মুক্তি পায় ছবিটি। বর্তমানে রাকুলের হাতে রয়েছে তিনটি সিনেমার কাজ। এ তালিকায় রয়েছে ‘ইন্ডিয়ান থ্রি’, ‘দে দে পেয়ার দে’, এবং ‘মেরি পত্নী কা রিমেক’।

জাহ্নবী