বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার। আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। এরপর থেকে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ঘটেছে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের ঘটনা। অসংখ্য পুলিশের ওপর হয়েছে আক্রমণ। পুলিশও জীবন বাঁচাতে গুলি করে মেরেছে অনেককে। কাজেই সরকারের পতনের পর দেশের কোথাও পুলিশের উপস্থিতি নেই। ঢাকার রাস্তাও ট্রাফিক শূন্য। এ কারণে রাস্তায় হয়েছিল যানজট।
অবশ্য ছাত্ররা চেষ্টা করছেন যানবাহন নিয়ন্ত্রণে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীরা। তারা অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আর শিক্ষার্থীদের এই দায়িত্বের কারণে শহরের সড়কে ফিরেছে স্বস্তি। শিক্ষার্থীদের এমন উদ্যোগে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষও প্রশংসা করেছেন। এর বাইরে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। অভিনেত্রী তানজিকা আমিনও তেমনি ভালোলাগার এক অনুভূতি প্রকাশ করেছেন। রাস্তায় বের হলেই তার মন ভালো হয়ে যাচ্ছে। তানজিকা আমিন ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, ‘দিনের বেলায় রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে।’
অভিনেত্রীর এমন স্ট্যাটাস নজর কেড়েছে অনেকের। মন্তব্যের ঘরেও প্রশংসা ছুড়ে দিয়েছেন শিক্ষার্থীদের প্রতি।
উল্লেখ্য, তানজিকা আমিন রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ নিয়ে।
জাহ্নবী