বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এরপর দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। থানাগুলো হয়েছে পুলিশশূন্য। শেখ হাসিনার পতনের পর রাস্তা ছেড়েছেন ট্রাফিক পুলিশও।
ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন দায়িত্বরত সরকার।
সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে কিছু কিছু থানায় ফিরেছেন পুলিশ। যদিও এখনো চলছে তাদের কর্মবিরতি। রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় তৈরি হয়েছিল জটিলতা। আর এই জটিলতা নিরসনে এগিয়ে এসেছেন শিক্ষার্থীরা।
ট্রাফিক পুলিশের জায়গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। রোদ, বৃষ্টি উপেক্ষা করে সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তরুণরা।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও। সোশ্যাল মিডিয়াতে অনেক তারকা শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে। এবার শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে উপহার নিয়ে সরাসরি রাস্তায় এসেছিলেন অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূরসহ আরও অনেকে।
৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন সাবিলা নূর। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাবিলা বলেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের জন্য যা করেছেন, তার ঋণ আমরা শোধ করতে পারব না। শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। মুখে হাসি নিয়ে এতটা কষ্টের কাজ করছেন।’
সাফা কবির শিক্ষার্থীদের সঙ্গে একটি ছবি পোস্ট করে তার ফেসবুক পেজে লিখেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের সাহস, শক্তি এবং সম্ভাবনা। তোমাদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।,ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার পাশাপাশি খাবারও উপহার দিয়েছেন এই তারকা।
এই আয়োজনের নেপথ্যে ছিলেন রেদওয়ান রনি, মোস্তফা মন্ওয়ার, আদনান আল রাজীব, শঙ্খ দাশগুপ্ত, মাসুদুল আমিন, রাসেল মাহমুদ, রাহাত আহমেদ, আনিকা জাহীন, দিদারুল শিশির, নেহাল তাহের, সাবরিনা আইরিন ও রাকা নোশিন নাওয়ার। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথেও ছাত্রদের সঙ্গে নেমেছিলেন সাফা কবির ও সাবিলা নূর।
কলি