ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তেলেগু, মারাঠি এবং বলিউড সিনেমায় বর্তমানে তার জয়জয়কার। সিনেমায় এই অভিনেত্রীর ক্যারিয়ার দীর্ঘ না হলেও অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন আকাশচুম্বী। এবার এই তারকা অভিনেত্রী শোনালেন তার অতীত প্রেমের গল্প। যদিও তারকাদের প্রেম ও ব্যক্তিগত জীবনের গল্প শুনতে বরাবরই মুখিয়ে থাকেন ভক্তরা। অনেক তারকা আবার ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন। কিন্তু ম্রুণাল একদমই ভিন্ন রকম। কারণ কোনো ধরনের রাখঢাক না রেখেই অকপটে জানিয়ে দিলেন তার ভালো লাগার কথা।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে এই অভিনেত্রী স্বীকার করেছেন, একসময় ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রেমে মজেছিলেন তিনি। কদিন আগে ম্রুণাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির একটি ছবিও পোস্ট শেয়ার করেছিলেন।
সেই পোস্টে লিখেছিলেন, ‘একটা সময় ছিল যখন আমি বিরাট কোহলির প্রেমে পাগল ছিলাম। আমি আমার ভাইয়ের কারণে ক্রিকেট দেখতে এবং উপভোগ করতে শুরু করেছি। মনে আছে, পাঁচ বছর আগের সেই দিনটির কথা, যে দিন নীল জার্সি পরে স্টেডিয়ামের গ্যালারিতে বসে ভারতীয় ক্রিকেট দলের সমর্থনে উল্লাসে মেতে উঠেছিলাম। সে দিন বিরাটের সেই অসাধারণ পারফরম্যান্স কখনোই ভুলে যাওয়ার নয়।’
তিনি আরও লিখেছেন, ‘সত্যি বলতে কী, সে দিন থেকেই বিরাটের প্রতি আলাদা ভালো লাগা তৈরি হয়। এরপর কল্পনায় তাকে নিয়ে অনেকে দৃশ্য রচনা করলেও একসময় ঠিকই বুঝেছি যে, এই প্রেমে আছে শুধুই মুগ্ধতা। তাই বিরাটকে একান্ত নিজের করে পাওয়ার বাসনা জাগেনি কখনো।’
কলি