জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তার গাওয়া অসংখ্য গান হয়েছে শ্রোতাপ্রিয়। এর মধ্যে নায়ক রুবেল অভিনীত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘উত্থান পতন’ সিনেমার গান ‘হে যুবক’, ‘বিষম পীরিত’, ‘কালিয়া’, ‘অন্তর দিলাম’, ‘দেখলে তোমায়’, ‘বুক চিন চিন করছে’, ‘আমার মাটির গাছে’ ‘ অন্তরে তুমি’, ‘তুমি শুধু লীলা বোঝ’, ‘কোন বা পথে নিতাইগঞ্জ যাই’, ‘পিরিতির বাজার ভালো না’, ‘দে মন দে’ গানগুলো অন্যতম। দেশ এবং দেশের বাইরে নিয়মিত স্টেজ শোতেও অংশ নিয়ে থাকেন এই গায়িকা।
এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় কয়েকটি শোতে অংশ নিতে গত জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ডলি সায়ন্তনী। এরই মধ্যে ওয়াশিংটন, ফ্লোরিডা, ওকলাহোমাসহ আরও একটি শহরে শ্রোতাদের সংগীত পরিবেশন করেছেন তিনি। এ সম্পর্কে ডলি সায়ন্তনী বলেন, ‘এর আগেও আমি ১০ বার আমেরিকায় এসেছিলাম স্টেজ শোতে অংশ নিতে। ইতোমধ্যে চারটি শো করেছি। আরও কয়েকটি শো করার কথা রয়েছে। শো শেষে দেশে ফিরব ইনশাআল্লাহ। দেশের জন্য মনটা অস্থির হয়ে আছে। দেশের সবাই ভালো থাকুক, নিরাপদে থাকুক- এই শুভ কামনা রইল।’ ডলি সায়ন্তনী জানান, তার নিজের ইউটিউব চ্যানেলে গত বছর সর্বশেষ মৌলিক গান প্রকাশিত হয়। এই চ্যানেলের জন্য আরও কিছু নতুন গানের কাজ করবেন বলেও জানান ডলি। দেশে ফিরে সেসব কাজে হাত দেবেন এই শিল্পী।
জাহ্নবী