ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ নিয়ে প্রীতির প্রার্থনা ও উদ্বেগ

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০১:৫০ পিএম
বাংলাদেশ নিয়ে প্রীতির প্রার্থনা ও উদ্বেগ

বলিউড তারকা অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনয়ে দীর্ঘদিন অনুপস্থিত থেকে আবারও ফিরেছেন তিনি। ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং করেছেন প্রীতি। শুটিং সেট থেকে সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারও করেছিলেন এই অভিনেত্রী। ছবিতে প্রীতি জিনতার বিপরীতে অভিনয় করেছেন সানি দেওল। আমির খানের প্রোডাকশনের ব্যানারে তৈরি ‘লাহোর ১৯৪৭’ পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। প্রীতি ও সানি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল এবং মোনা সিং।

অভিনয়ে নিয়মিত না থাকলেও ক্রিকেট নিয়ে রয়েছে তার ভীষণ ব্যস্ততা। কারণ আইপিএলে পাঞ্জাব কিংস দলের মালিক এই অভিনেত্রী।  এত কিছুর পরও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনার খোঁজখবর রাখেন প্রীতি। তার চোখ এড়ায়নি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও। হাসিনা সরকারের পতনের পর ইতোমধ্যেই নতুন সরকার গঠন হয়েছে। নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছেন অন্তর্বর্তীকালীন এই সরকার। তবুও বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রীতি জিনতা।

গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে এই অভিনেত্রী লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থল ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ নেবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।’

প্রীতি জিনতার আগে একই বিষয়ে উদ্বেগ জানিয়েছেন বলিউডের সোনু সুদ, রাভিনা ট্যান্ডন, আদিল হুসেনসহ অনেকেই।

উল্লেখ্য, ২০১৬ সালে আমেরিকান ব্যবসায়ী জেনে গুডেনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রীতি। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তান আসে এ দম্পতির কোল আলো করে। এরপরই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ১৯৯৮ সালে ‘দিল সে’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন এই অভিনেত্রী। সর্বশেষ ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।

জাহ্নবী

পাঁচ গানে দিঠি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ এএম
পাঁচ গানে দিঠি
দিঠি আনোয়ার

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। বেশ কিছু দিন দেশের বাইরে ছিলেন তিনি। গত ১৩ সেপ্টেম্বর দেশে ফিরেছেন দিঠি। দেশে ফিরেই গানে সরব হচ্ছেন তিনি। আজ থেকেই গানের কাজ শুরু করবেন এই গায়িকা।

আজ বেলা ৩টায় মাই টিভির স্টুডিওতে পাঁচটি গানে কণ্ঠ দেবেন দিঠি। পাঁচটি গানের কথা লিখেছেন তার বাবা গাজী মাজহারুল আনোয়ার। পাঁচটির মধ্যে চারটি গানের সুর করেছেন সংগীতশিল্পী অপু আমান এবং একটি গানের সুর মোমিন বিশ্বাস।

দিঠি বলেন, ‘বেশ কিছু দিন ধরেই গানগুলোতে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা করেছিলাম। অবশেষে আজ পাঁচটি গানে কণ্ঠ দেব। সব গানই আমার আব্বুর লেখা। অপু আমানকে আমার আব্বু আদর করতেন। জীবনের শেষ সময়ে এসে আব্বু অপুকে কিছু কাজ দিয়েছিলেন। অপু সেই কাজগুলোই পরম শ্রদ্ধা ও যত্ন করে করেছেন। আশা করছি আজকের গানগুলো অনেক ভালো হবে। ধন্যবাদ অপুকে গানগুলোর যত্ন নেওয়ার জন্য। আব্বুকে খুব মিস করছি, আব্বু বেঁচে থাকলে খুশি হতেন। আব্বুর জন্য সবার কাছে দোয়া চাই।’ আগামী ১৮ সেপ্টেম্বর বিটিভিতে পাঁচটি দেশের গানের শুটিং-এ অংশ নিবেন এই গায়িকা।

এ ছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিনে ‘গ্লোবাল’ টিভির সরাসরি গানের অনুষ্ঠানেও গান পরিবেশন করবেন দিঠি। পরের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে গাইবেন দিঠি ও অপু আমান। দেশে ফিরেই গানের ব্যস্ততা নিয়ে দিঠি বলেন, ‘কাজের মাঝে থাকতে আমার ভালো লাগে। আমার কাছে মনে হয়, এই সময়টা এখন কাজের। তাই দেশে থাকি বা বিদেশে আমি কাজের মাঝেই থাকতে ভালোবাসি।’

জাহ্নবী

মেহজাবীনের হ্যাটট্রিক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
মেহজাবীনের হ্যাটট্রিক

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজ সব মাধ্যমেই আলো ছড়িয়েছেন তিনি। তার অভিনয় দক্ষতায় দর্শকদের কাছে ভরসার নাম হয়ে উঠেছেন এই লাক্স তারকা। ছোট পর্দায় তার ক্যারিয়ারের বয়স ১৪ বছর। দীর্ঘ ১৪ বছর ছোট পর্দায় কাজ করে অবশেষে সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘সাবা’। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। নারীপ্রধান গল্পে নির্মিত এই ছবিটি নিয়ে বর্তমানে মেহজাবীন কানাডার টরন্টোতে রয়েছেন। কানাডায় ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে লড়াই করেছে এই ছবিটি। গতকাল উৎসবে শেষবারের মতো ছবিটির প্রদর্শনী হয়েছে। এর আগে গত ৭ সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হয়েছে ছবিটির। এ ছাড়া ৮ সেপ্টেম্বরও ছবিটির আরও একটি প্রদর্শনী হয়েছে। সেখানে দর্শকের দারুণ সমাগমও হয়েছে। সবমিলিয়ে টরন্টো উৎসবে প্রথম ছবিতেই প্রদর্শনীর হ্যাটট্রিক করেছেন মেহজাবীন চৌধুরী। এই সফরে মেহজাবীনের সঙ্গে রয়েছেন ছবির নির্মাতা মাকসুদ হোসেন এবং সহশিল্পী মোস্তফা মন্‌ওয়ার। উৎসবের পর্দা নামবে আজ। 

এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সাবা’ এমনটি জানা গেছে।

বিশ্বখ্যাত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এর এবারের আসরে একমাত্র বাংলাদেশি সিনেমার প্রতিনিধিত্ব করেছেন মেহজাবীন। প্রতিটি শোয়ের পর মুহুর্মুহু করতালিতে সিক্ত হচ্ছে ‘সাবা’ টিম। সেই সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন মেহজাবীন।

তবে টরন্টোয় উৎসবস্থলে গিয়ে মেহজাবীন রীতিমতো অবাক হয়েছেন। কারণ মেহজাবীন দেখা পেয়েছেন তার প্রিয় হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নওমি ওয়াটসের। ব্রিটিশ এই অভিনেত্রীর পুরোনো ভক্ত মেহজাবীন। তাই প্রিয় অভিনেত্রীর দেখা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন তিনি।

কয়েকটি ছবি তুলে মেহজাবীন প্রকাশ করেছিলেন সোশ্যাল হ্যান্ডেলেও। ক্যাপশন লিখেছেন, ‘নওমি ওয়াটসের সঙ্গে টিআইএফএফ-এ ফ্যানগার্ল মোমেন্ট।’

অভিনয়ের পাশাপাশি ‘সাবা’ প্রযোজনাও করেছেন মেহজাবীন চৌধুরী। প্রযোজকের তালিকায় তার পাশাপাশি আছেন আরিফুর রহমান, তামিম আব্দুল মজিদ, ত্রিলোরা খান, মাকসুদ হোসেন ও বরকত হোসেন পলাশ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। আবহসংগীতে আম্মান আব্বাসি। ছবির গল্প, চরিত্র, নির্মাণ, সহশিল্পী ও নেপথ্যের কলাকুশলীদের সঙ্গে অভিনয়ের সুযোগসহ সব মিলিয়ে ‘সাবা’ মেহজাবীনের জীবনে সব সময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে বলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

জাহ্নবী

তাপসীর ঘোষণা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ এএম
তাপসীর ঘোষণা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তাপসী পান্নু। বর্তমানে বলিউডেও শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। রাজকুমার হিরানি পরিচালিত বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২১ ডিসেম্বর। তাপসী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ও লাড়কি হ্যায় কাহাঁ’, ‘খেল খেল মে’ ছবিগুলো।

এবার নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।

নেটফ্লিক্সের ‘হাসিন দিলরুবা’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে আলোচনায় আসেন লেখক-শিল্পী জুটি কণিকা ঢিলোঁ ও তাপসী পান্নু। গত মাসে মুক্তি পেয়েছে ‘হাসিন দিলরুবা ২’। এবার নেটফ্লিক্সের জন্যই নতুন ছবির ঘোষণা দিলেন তাপসী ও কণিকা। এমন খবর প্রকাশ করেছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।

তবে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, নতুন সিনেমার নাম ‘গান্ধারী’। মা-সন্তানের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হবে এই ছবিটি। নতুন সিনেমার চিত্রনাট্য লিখেছেন কণিকা, ছবিটি প্রযোজনাও করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন ‘জোরাম’ পরিচালক দেবাশীষ মাখিজা।

এই ছবির ঘোষণা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়েছে তাপসী ভক্তদের। এই ছবিটি হবে অ্যাকশন ও থ্রিলারধর্মী নির্মাণ।

জাহ্নবী

কেপপ তারকার মামলার তদন্ত শুরু

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ এএম
কেপপ তারকার মামলার তদন্ত শুরু

কোরিয়ার জনপ্রিয় পপ তারকা মুন তাই-ইলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। অভিযোগের জের ধরে ব্যান্ড এনসিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মাসের শেষ দিকে এসএম এন্টারটেইনমেন্টের আওতাভুক্ত ছেলেদের গানের দল ছাড়েন ৩০ বছর বয়সী এ গায়ক।

গত শুক্রবার মুন তাই-ইলের বিরুদ্ধে যৌন হয়রানি মামলার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি।
তাই-ইলের বিরুদ্ধে অভিযোগ উঠার পর এক বিবৃতিতে এসএম এন্টারটেইনমেন্ট জানিয়েছিল, তাই-ইল ব্যান্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই তারকা।

ব্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ‘তাই-ইলের বিরুদ্ধে অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছে ব্যান্ড। অভিযোগ প্রমাণ বা খারিজ না হওয়া পর্যন্ত ব্যান্ডের কোনো কার্যক্রমে তিনি আর অংশ নেবেন না।’

২০১৬ সালে প্রথম গান প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড এনসিটি। সেই থেকে একের পর এক জনপ্রিয় গান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে দলটি। এমনকি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে দলটি। বাংলাদেশেও দলটির অনেক অনুরাগী রয়েছে।

জাহ্নবী

‘জোড়া শালিক’

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ এএম
‘জোড়া শালিক’

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘জোড়া শালিক’। মনির জামানের রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। আজ রাত ৯টা ৫ মিনিটে শুরু হয়ে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার নাটকটি প্রচার হবে। নাটকটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাজনীন চুমকী, তাহমিনা মৌ, সুষমা সরকার, সাব্বির আহমেদ, অলংকার চৌধুরী, শাহেদ শাহরিয়ার, আমিন আজাদ, আহসান কবির, বিনয় ভদ্র ও আমিরা মণি। 

নাটকের গল্পে দেখা যাবে- ঢাকা শহরের দুই বোহেমিয়ান তরুণ-তরুণী, দুজনই শিক্ষিত তবে বেকার। আড্ডাতেই দিন কেটে যায়। ছেলেটার থাকার জায়গা নেই। মেয়েটি থাকে ভাইয়ের বাসায়। ভাই-ভাবি ও ভাইয়ের ছোট্ট মেয়েকে নিয়ে তাদের পরিবার। ভাবি ননদকে সহ্য করতে না পারলেও ভাইয়ের ছোট্ট মেয়ে ফুপির ভীষণ ভক্ত। এক দিন রাত করে বাড়ি ফিরলে ভাবি ননদকে আর বাসায় ঢুকতে দেয় না। মেয়েটি রাগ করে বের হয়ে যায়। রাস্তায় বেরিয়ে দেখে ছেলেটি এখনো চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। মেয়েটি সেখানে হাজির হয়ে ছেলেটির সঙ্গে গল্প শুরু করে। একপর্যায়ে জানায়, সে আজ রাতে আর বাড়ি ফিরবে না। দুজনে মিলে রাতের ঢাকা ঘুরে দেখবে। রাস্তায় তারা ছিনতাইকারির কবলে পড়ে মোবাইল-মানিব্যাগ হারায়। একপর্যায়ে মেয়েটাকে ছেড়ে যেতে চাইলেও দায়িত্ববোধের কারণে ছেলেটা তা পারে না। শুরু হয় জোড়া শালিকের মতো তাদের পথযাত্রা। এভাবেই এগিয়ে চলে গল্প।

জাহ্নবী