বাংলা সিনেমার নন্দিত নায়িকা শাবানা। সাদাকালো থেকে শুরু করে রঙিন রুপালি পর্দায় তার অভিনয়ে দর্শকরা হেসেছেন আবার কেঁদেছেনও। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন খ্যাতিমান এই নায়িকা।
তবে বহু বছর ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াকে ঘোষণা দিয়ে বিদায় জানিয়ে পরিবার নিয়ে সুদূর আমেরিকায় বসবাস করছেন শাবানা। এরপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। তবে মাঝে মাঝেই মিডিয়াতে চাউর হয়েছে, শাবানা অভিনয়ে ফিরবেন আবারও। আবার এমনও গুঞ্জন রটেছে শাবনা প্রযোজনায়ও ফিরবেন। কিন্তু শাবানাকে অভিনয় অথবা প্রযোজনা কোনোটাতেই দেখা যায়নি।
চলচ্চিত্রের কারও কারও সঙ্গে যোগাযোগ থাকলেও শাবানা সামনে আসতেন না। তবে কয়েক বছর আগে ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে স্বামীকে নিয়ে যোগ দিয়েছিলেন এই কিংবদন্তি নায়িকা।
সে সময় চলচ্চিত্রের অনেকের সঙ্গেই তার দেখা হয়েছিল। এরপর শাবানা আর দেশে আসেননি। শাবানা ভক্তরা এখনো মনে প্রাণে চান, তাদের প্রিয় অভিনেত্রী যেন আবারও অভিনয়ে ফিরে আসেন। আসলে কি শাবানা আবারও অভিনয়ে ফিরবেন? নাকি এটি শুধু গুঞ্জন হিসেবেই ডালপালা গজাতে থাকবে। সেই প্রশ্নের উত্তর সবারই অজানা।
জীবনের শেষ সিনেমা হিসেবে শাবানার অভিনয়ের কথা ছিল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে একটি সিনেমায়। এটি নির্মাণ করার কথা ছিল খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের। রাজধানীর ওসমানী মিলনায়তনে শাবানা তখন বেগম রোকেয়ার লুকে মহরতেও অংশ নিয়েছিলেন। তবে শাবানা সেই কাজটি আর করেননি। শাবানা অভিনয় করেননি বিধায় ‘বেগম রোকেয়া’ সিনেমাটিও নির্মিত হয়নি। এখানো চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই মনে করেন যদি কখনো ‘বেগম রোকেয়া’কে নিয়ে সিনেমা নির্মিত হয়, তবে হয়তো শাবানা আবারও অভিনয়ে ফিরবেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ১৫ জুন জন্ম নেওয়া শাবানার পুরো নাম আফরোজা সুলতানা রত্মা। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ সিনেমাতে অভিনয় করেন। ১৯৬৭ সালে এহেতেশাম পরিচালিত ‘চকোরী’ সিনেমাতে নাদিমের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। ১৯৯৭ সালে শাবানা অভিনয় থেকে বিদায় নেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘুরে যুদ্ধ’। অভিনয়ের পাশাপাশি অনেকগুলো সিনেমাও প্রযোজনা করেছেন শাবানা।
জাহ্নবী