স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার, সংগীত পরিচালক, কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। রয়েছে হার্টেও সমস্যা। অসুস্থতাজনিত কারণে স্পষ্টভাবে কথাও বলতে পারেন না তিনি।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১১ জুন তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।
দুই মাস ধরে হাসপাতালেই দিন কাটাচ্ছেন খ্যাতিমান এই সংগীতজ্ঞ। এমনটিই জানালেন তিনি।
সুজেয় শ্যাম বলেন, ‘সত্যি বলতে শরীর এতটাই দুর্বল যে কথা বলতেও কষ্ট হয়। জানি না ঠিক কতদিনের মধ্যে সুস্থ হব বা আদৌ আর সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারব কি না। সবই ঈশ্বরের কৃপা। সবার কাছে প্রার্থনা কামনা করি। গান নিয়ে এখনো অনেক স্বপ্ন। আরও কিছু মনের মতো কাজ করে যেতে চাই।’
উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে দেশ স্বাধীনের ৪৫ বছর পর মুক্তিযোদ্ধার সনদ পান সুজেয় শ্যাম। তার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ভাতাও পেতেন না বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেন সুজেয় শ্যাম। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সুজেয় শ্যামের অন্য গানগুলোর মধ্যে আছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘শোন রে তোরা শোন’।
জাহ্নবী