বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবী। প্রায় পাঁচ দশক ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করেছেন তিনি। শুধু বলিউডে নয়, শ্রীদেবী অভিনয় করেছেন তামিল, তেলুগু ও মালয়ালম সিনেমাতেও। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এ সময়ের তরুণ তারকাদের মধ্যে জাহ্নবী বেশ আলোচিত। গতকাল ছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন। আর তাই মায়ের জন্মদিনে জাহ্নবী দিয়েছেন নতুন বার্তা। গতকাল সকাল সকাল তিনি গিয়েছিলেন তিরুপতি মন্দিরে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনটি ছবি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। তোমাকে ভালোবাসি।’
প্রথম ছবিটিতে দেখা যায় তিরুপতি মন্দিরের সিঁড়ি। বোঝা যায়, এই সিঁড়ি দিয়েই মন্দিরে যাবেন অভিনেত্রী। এরপর নিজের ছোটবেলার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে বছর সাত-আটের জাহ্নবী। মেয়ের গালে গাল ঠেকিয়ে হাসছেন শ্রীদেবী। তৃতীয় ছবিটি বর্তমান সময়ের জাহ্নবীর।
উল্লেখ্য, ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন শ্রীদেবী। ১৯৬৭ সালে মাত্র চার বছর বয়সে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তামিল ছবির মাধ্যমে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ৫৪ বছর বয়সে তার জীবনাবসান ঘটে।
বনি কাপুর ও শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। বর্তমানে তার পরবর্তী ছবি ‘দেবারা’র মুক্তির জন্য অপেক্ষা করছেন। ২০০ কোটি টাকার এই ছবিটি মূলত তেলুগু হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে পুরো ভারতে। এতে জাহ্নবীর বিপরীতে রয়েছেন জুনিয়র এনটি রামা রাও। ছবিতে রয়েছেন সাইফ আলি খান, ববি দেওলসহ আরও অনেকেই।
জাহ্নবী