ঢাকা ২৭ ভাদ্র ১৪৩১, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

আন্তর্জাতিক তিন উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:৩৯ পিএম
আন্তর্জাতিক তিন উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

আন্তর্জাতিক তিনটি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। এটি নির্মাণ করেছেন তরুণ চলচ্চিত্র পরিচালক জায়েদ সিদ্দিকী। 

১৫তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নসহ তিনটি উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে এই চলচ্চিত্রটি। ইংরেজিতে সিনেমার নাম ‘র‌্যাভেন’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।

নির্মাতা জায়েদ সিদ্দিকী জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘দাঁড়কাক’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

জানা গেছে, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে নির্বাচিত মাত্র ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি হিসেবে ‘দাঁড়কাক’ আগামী ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম আইএফএফএম৩৬৫-এ শুধুমাত্র অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে আগামী ১৬ থেকে ১৮ আগস্ট ভারতের শিমলায় ঐতিহাসিক গেইটি থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, যা আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যালে প্রদর্শনীর পর উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম ইভেন্টাইনে আগামী ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্রটি উন্মুক্ত থাকবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য।

প্রখ্যাত লেখক শহিদুল জহিরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে এ চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী নিজেই। চলচ্চিত্রে দেখা যাবে, পরিবারের অন্য সদস্যদের ওপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষ তোরাব শেখের অস্তিত্ব সংকটের গল্প।

জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এ বি এম সাঈদুল হক। এই চলচ্চিত্রের মাধ্যমে জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খানের অভিষেক হচ্ছে।

নির্মাণের পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন পরিচালক নিজেই। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন সাইয়্যিদ শাহজাদা আল কারীম, ইসরাত জাহান, সাকিব ইফতেখার ও হাসিব শাকিল।

পরিচালক বলেছেন, ‘এটি খুবই ব্যক্তিগত চলচ্চিত্র যা সমাজের বয়োবৃদ্ধ মানুষের প্রতি আমাদের অবহেলা এবং ফলশ্রুতিতে তাদের যে অসহায়ত্বের অনুভূতি তা তুলে ধরে। আমরা সবাই এক দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ব, কিন্তু তার মানে এই নয় যে আমরা গুরুত্বহীন। সেটাই ছবিটির প্রতিপাদ্য।’

জাহ্নবী

অবশেষে মুক্তির অনুমতি...

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
অবশেষে মুক্তির অনুমতি...

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত অভিনীত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তি পাওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর। মুক্তির এক দিন আগেই সিনেমাটির মুক্তির ওপর স্থগিতাদেশ দেন আদালত। সেন্সর বোর্ড থেকেও ছাড়পত্র মেলেনি। অবশেষে জটিলতা কাটিয়ে মিলেছে ছাড়পত্র। নির্দিষ্ট কয়েকটি শর্তসাপেক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘ইমার্জেন্সি’। ছাড়পত্রে তিনটি দৃশ্য বাদ দেওয়া ও কিছু সম্পাদনার কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, সিনেমাটিকে ‘ইউ/এ’ তকমাও দেওয়া হয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের পক্ষ থেকে নির্মাতাদের বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু দৃশ্যে সতর্কীকরণ উল্লেখ করার নির্দেশও রয়েছে। বিশেষ করে ঐতিহাসিক ঘটনাগুলোর দৃশ্যায়নে।

তবে সেন্সর বোর্ডের তরফে U/A সার্টিফিকেট মিললেও কবে এই সিনেমা মুক্তি পাবে, সেটা এখনো ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে।

এদিকে সেন্সর অনুমতি দিলেও শিখদের অনুমতি মেলেনি। তারা আগের অবস্থানেই রয়েছেন অনড়। সিনেমাটি মুক্তি দিলে কঙ্গনার জীবননাশেও পিছপা হবে না তারা। তাদের অভিযোগ, এতে শিখদের অপমান করা হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা।

 কলি

নাটকের গানে আলম আরা মিনু

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
নাটকের গানে আলম আরা মিনু

নন্দিত গায়িকা আলম আরা মিনু। রেডিও, টেলিভিশন, অডিও অ্যালবাম ও সিনেমার গানে অনবদ্য তিনি। মাঝে নানাবিধ কারণে কিছুদিন নতুন কোনো গানে কণ্ঠ দেননি এই গায়িকা। এবার বিরতি ভেঙে নাটকের একটি গানে কণ্ঠ দিলেন আলম আরা মিনু।

গত ৮ সেপ্টেম্বর ‘মন করেছি চুরি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আশিক বন্ধুর কথায় এর সুর ও সংগীত করেছেন চঞ্চল। এ সম্পর্কে আলম আরা মিনু বলেন, ‘এটি নির্মাতা কায়সার আহমেদের একটি নাটকের জন্য তৈরি হয়েছে। একদম অল্প অল্প কথামালায় সাজানো চমৎকার সুন্দর একটি প্রেমের গান গাইলাম। কায়সার আহমেদ একজন গুণী পরিচালক, তার নাটকের জন্য প্রথমবার গান করলাম। তাই বিশেষভাবে আনন্দিত আমি। নাটকের গান দিয়ে অনেক দিন পর রেকর্ডিংয়ে ফিরলাম, এটাও একটা আনন্দের বিষয়। এখন আবার নাটক, সিনেমা, অডিও- সবখানে অনেক বেশি বেশি গাইতে চাই।’

উল্লেখ্য, আলম আরা মিনু ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। ১২টি গান দিয়ে সাজানো অ্যালবামের নাম ‘তোমার দেয়া সে কথার মালা’। অ্যালবামটির প্রথম গান ‘সে তারা ভরা রাতে’ জনপ্রিয় হয়। যদিও পরে সেই গানটি আইয়ুব বাচ্চুর কণ্ঠে আরও জনপ্রিয়তা পায়। এরপর আরও ২০টির মতো একক অ্যালবাম প্রকাশ হয় আলম আরা মিনুর। পাশাপাশি শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম এবং অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

কলি

নয়নতারার বিস্ফোরক মন্তব্য

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
নয়নতারার বিস্ফোরক মন্তব্য

আর জি কর-কাণ্ডে ভারত উত্তাল। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় হয়েছে হেমা কমিশনের রিপোর্ট। আর জি কর-কাণ্ডের পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়।

যেগুলো বেশ নাড়া দিয়েছে পুরো ভারতের বিনোদনপ্রেমীদের। এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ, যা নিয়ে নিয়মিত তোলপাড় হচ্ছে সেখানকার মিডিয়া।

এরই মাঝে নয়নতারার একটি পুরোনো অভিযোগ নতুন করে আলোচিত হচ্ছে। অভিনেত্রীকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়, যা তিনি অকপটে স্বীকার করেন গণমাধ্যমে।

নয়নতারা বলেন, ‘আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে আমি সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ আমি জানি, নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

নয়নতারা পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন ২০২২ সালে। ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনে যমজ সন্তান নিয়ে বেশ সুখী জীবনযাপন করছেন এই অভিনেত্রী।

মালয়ালাম সিনেমা ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী সিনেমার প্রথমসারির অভিনেত্রী তিনি। তাকে সম্প্রতি দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ চলচ্চিত্রে। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার। সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারের গ্রাফটা বেশ ওপরের দিকেই নিয়ে গেছেন এই অভিনেত্রী।

 কলি 

নির্মাতা দীপনের বিবাহবিচ্ছেদ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ পিএম
নির্মাতা দীপনের বিবাহবিচ্ছেদ

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত সিনেমার পরিচালক দীপংকর দীপন। রবিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছেন তিনি। পাশাপাশি এ নিয়ে কোনো প্রশ্ন না তোলার অনুরোধও জানিয়েছেন এই চলচ্চিত্রকার।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন দীপন ও তার স্ত্রী সংযুক্তা মিশু। গত বছর সামাজিকমাধ্যমে এক অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে তাদের দূরত্বের বিষয়টি জানাজানি হয়। রবিবার সন্ধ্যায় ফেসবুকে দীপন লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই, পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি, এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’

এদিকে, প্রায় কাছাকাছি সময়ে সোশ্যাল হ্যান্ডেলে চটজলদি প্রতিক্রিয়াও দিয়েছেন সংযুক্তা। এ ক্ষেত্রে তাকে বেশ কঠোর কিংবা অভিমানী মনে হলো। তিনি প্রাক্তনের নাম প্রকাশ না করে বলেছেন, ‘তোমাকে ক্ষমা করে দিলে নিজের সঙ্গে খুব অবিচার করা হবে। কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীন ভাবে হত্যা করেছ। অন্ধকার কারাগারে আমার রঙিন নেশাকে বিবস্ত্র করেছ। আমার দৃষ্টিকে টেনেহিঁচড়ে কালো দেয়ালে শূলবিদ্ধ করেছ। তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহী করা হয়, তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর কিন্তু তোমাকে ক্ষমা মঞ্জুর না। সত্যিই না।’ 
গত ১০ মে ২০১৪ সংযুক্তা ও দীপনের বিয়ে হয়।

২০১৭ সালে দীপংকর দীপন নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ চার বিভাগে (সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা শব্দশৈলী ও সেরা মেকআপ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তার বানানো অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘নবাব এলএলবি’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অন্তর্জাল’। এ ছাড়া তিনি অনেক নাটক, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন।

 কলি

৫০-এ ‘এমন যদি হতো’

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
৫০-এ ‘এমন যদি হতো’

মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই নাটকটি প্রচার হচ্ছে। গতকাল ৯ সেপ্টেম্বর নাটকটির ৫০তম পর্ব হয়েছে। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এটি পরিচালনা করেছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

থাইল্যান্ডের পাতায়াতে ধারণকৃত ভিন্নধর্মী গল্পের এই ধারাবাহিকে অভিনয় করেছেন জোভান, তৌসিফ, মিশু সাব্বির, কেয়া পায়েল, সামিরা খান মাহি, টয়া, রোদসী, চাষী আলম, সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদ, মাহা, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া, আজাদ আবুল কালাম প্রমুখ।

গল্পে দেখা যাবে, পাতায়ার রাস্তা দিয়ে দৌড়ে আসছে প্রাগৈতিহাসিক উপন্যাসের চরিত্র ভিখু। ধুতি আর বাবা গেঞ্জি পরা এক হাত অবশ, সেই হাত ধরে ছুটছে। এদিকে নবাব সিরাজউদ্দৌলা তার দরবার খুঁজে পাচ্ছেন না। সে দরবার খুঁজছে। গোপাল ভাঁড়ের হয়েছে আরেক জ্বালা। রাজা কৃষ্ণচন্দ্র জরুরি খবর পাঠিয়েছেন, পাতায়ার রাস্তা ধরে হাঁটছেন তো হাঁটছেন কিন্তু গোপালের হাঁটা শেষ হচ্ছে না।

ওদিকে দেবদাস বেশ খুশি, চারদিকে এত বার; শুরা পানের আর সমস্যা নাই। কুবের আর কপিলা সমুদ্রের পাড়ে বসে কথা বলছে। কপিলা মাঝি আমারে তুমি কই নিয়া আইলা? কুবের বলে, আমিওতো বুঝতাছি না কপিলা। মনে হয় আমরা পদ্মা নদীর মাঝি উপন্যাস থেইকা আরেক গল্পে ঢুইকা গেছি। কপিলা- এখন আমাগো কি হইব মাঝি? কুবের, কি আর হইব, আনন্দ করমু ফুর্তি করমু, আয় কাছে আয়।

রিসোর্টে গাছের ওপর লালসালু বিছিয়ে মাজার করে ফেলেছেন মজিদ। হলুদ পাঞ্জাবি পরে এই গরমে খালি পায়ে হাঁটতে হাঁটতে হিমু হাজির হয় রূপার সামনে। উপন্যাস থেকে উঠে এসেছে শেষের কবিতার লাবণ্য, মাসুদ রানার সোহানী, নবাব সিরাজউদ্দৌলার বাইজি লুতফা। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।

 কলি