ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

লিনকিন পার্কের প্রত্যাবর্তন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
লিনকিন পার্কের প্রত্যাবর্তন
লিনকিন পার্কের সদস্যরা

রকের দুনিয়ায় লিনকিন পার্কের আবির্ভাব নব্বইয়ের দশকের শেষ ভাগে। ২০০০ সালে প্রথম অ্যালবাম ‘হাইব্রিড থিওরি’ প্রকাশের পর আলোড়ন পড়ে যায় দিকে দিকে। ২০১৭ সাল পর্যন্ত ছিল ব্যান্ডটির স্বর্ণসময়। সাতটি স্টুডিও অ্যালবাম আর অসংখ্য ওয়ার্ল্ড ট্যুরের কল্যাণে সারা বিশ্বের রক ও মেটাল গানের শ্রোতাদের কাছে অল্প সময়েই প্রিয় হয়ে ওঠে লিনকিন পার্ক।

সবশেষ অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’ প্রকাশের দুই মাসের মাথায় আত্মহত্যা করেন ব্যান্ডটির গায়ক চেস্টার বেনিংটন। মাত্র ৪১ বছর বয়সে তার আকস্মিক বিদায় ভেঙেচুরে দেয় লিনকিন পার্ককে। ২০১৭ থেকে ২০২৪- এই সাত বছর বন্ধ ছিল ব্যান্ডটির কার্যক্রম। এ সময় কয়েকটি পুরোনো গান নতুন করে প্রকাশ করা ছাড়া কোনো কিছুতে পাওয়া যায়নি লিনকিন পার্ককে। সঙ্গী হারানোর শোক পেরিয়ে দীর্ঘ বছর পর আবার মঞ্চে দেখা দিলেন মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হ্যান ও ডেভ ফ্যারেলরা।

৫ সেপ্টেম্বর একটি লাইভস্ট্রিম শোয়ের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল লিনকিন পার্কের। এ শোয়ে ব্যান্ডটির পুরোনো সদস্যদের পাশাপাশি ছিলেন দুই নতুন মুখ- এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন। এখন থেকে ব্যান্ডটির নিয়মিত সদস্য হিসেবে কাজ করবেন তারা। এমিলি থাকবেন কো-লিড ভোকাল হিসেবে, আর ড্রামার হিসেবে কাজ করবেন কলিন। লিনকিন পার্কের সঙ্গে তারা নতুন যুক্ত হলেও রকের দুনিয়ায় আগে থেকেই পরিচিত এ দুজন।

তাদের বিষয়ে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল মাইক শিনোডা বলেন, ‘এমিলি ও কলিনের সঙ্গে যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি তাদের বিশ্বমানের প্রতিভায়। নতুন লাইনআপ, তাদের সঙ্গে প্র্যাকটিস ও নতুন সংগীত তৈরির অভিজ্ঞতা আমাদের নতুনভাবে শক্তিশালী করেছে।’ শুধু নতুন সদস্য নয়, লিনকিন পার্ক এদিন জানিয়েছে নতুন অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুরের খবরও।

শুরুর দিকে লিনকিন পার্কের নাম ছিল জিরো। সেখান থেকে এ পর্যন্ত ব্যান্ডটির বৈচিত্র্যময় যাত্রাকে স্মরণে রেখে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘ফ্রম জিরো’, প্রকাশ পাবে ১৫ নভেম্বর। প্রত্যাবর্তনের ঘোষণার দিন প্রকাশ করা হয়েছে এ অ্যালবামের প্রথম গান ‘দ্য এমটিনেস মেশিন’। এর মাধ্যমে সাত বছর পর ব্যান্ডটির নতুন কোনো গান শুনলেন শ্রোতারা। ফ্রম জিরো অ্যালবাম প্রকাশ উপলক্ষে একই শিরোনামে সংগীতসফর করবে লিনকিন পার্ক। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, হামবুর্গ, লন্ডন, সিউল ও কলম্বিয়ায় আয়োজিত পাঁচটি শোতে পারফর্ম করবে তারা।

জাহ্নবী

প্রিয়ন্তী উর্বীর ‘কিছু বলবে কি’

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০১:০০ পিএম
প্রিয়ন্তী উর্বীর ‘কিছু বলবে কি’
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: সংগৃহীত

প্রিয়ন্তী উর্বীর অভিনয়ের পথচলা শুরু হয় অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে। শ্যামল মাওলা ও কচি খন্দকারের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করেই দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন। তবে তিনি বেশি আলোচনায় আসেন মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘কোথায় পালাবে বলো রূপবান’ ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করে।

এরপর তার কাছে একের পর এক স্ক্রিপ্ট আসতে শুরু করে। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘পোর্ট্রেট’, ‘মধ্যরাতের মেয়েটি’, ‘বুক পকেটের গল্প’, ‘তোমারই সাথে’, ‘টেক অফ’, ‘বিশেষ অতিথি’, ‘বয়স আমার বেশি না’, ‘এক্স যখন ব উ’, ‘ঢাকাইয়া পোলা’ ইত্যাদি। ওটিটিতে প্রকাশিত ‘অপলাপ’ ফিল্মটিতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

উর্বীর ভাষ্য এমন যে তিনি ভালো ভালো গল্পের কাজ করেই একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হতে চান। ভালো অভিনয় করে তিনিই দেশের শীর্ষ স্থানীয় একজন অভিনেত্রী হতে চান। যে কারণে ভালো গল্পের প্রতি তার যেমন ভীষণ মনোযোগ রয়েছে ঠিক তেমনি ভালো গল্পে তার চরিত্রটাও যেন গল্পের সঙ্গে সামঞ্জস্য পারফেক্ট একটি চরিত্র হয় সেদিকেও তার শতভাগ মনোযোগ থাকে। ঠিক তেমনি একটি ভালো লাগার গল্পের নাটক ‘কিছু বলবে কি?’ নাটকটির গল্প আফনান শুভর। এটি চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন এবং পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। এই নাটকে উর্বীর সঙ্গে অভিনয় করছেন আরশ খান। ইতোমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নাটক প্রসঙ্গে উর্বী বলেন, ‘আরশ অভিনয়ে খুব ভালো, পাশাপাশি ভীষণ সহযোগিতা পরায়ণও বটে। মেহেদী হাসান জনি ভাইয়ের নির্দেশনায় আমার প্রথম কাজ। কাজ করে ভালো লেগেছে। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

 কলি

বুসান রাঙালেন মেহজাবীন চৌধুরী

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পিএম
বুসান রাঙালেন মেহজাবীন চৌধুরী
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে কাজ করলেও দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার অভিনয় করেছেন সিনেমায়। এই অভিনেত্রীর প্রথম সিনেমার নাম ‘সাবা’। আর নিজের  প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে বিশ্বব্যাপী ঘুরছেন মেহজাবীন। আন্তর্জাতিক টরন্টো উৎসবে প্রথম অংশ নেন মেহজাবীন। এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘সাবা’। এই উৎসবে ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

গত ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রিতে ‘সাবা’র প্রদর্শনী হয়েছে। এরপর গত ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিট) লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে আবারও দেখানো হয় ছবিটি। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের সামনে এদিন ছবিটি সম্পর্কে নির্মাতা-অভিনেত্রী কথা বলেছেন।

সর্বশেষে আগামীকাল ৯ অক্টোবর বেলা ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা আরেকবার উপভোগ করবেন ‘সাবা’।মাকসুদ হোসাইন পরিচালিত অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন মেহজাবীন।বুসান চলচ্চিত্র উৎসবে এ বছর ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হবে।

‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। সেখানে চলচ্চিত্রটির জন্য প্রশংসিত হয়েছেন মেহজাবীন চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই তারকা অভিনেত্রী।

  কলি

চলচ্চিত্র অনুদান কমিটিতে মম

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
চলচ্চিত্র অনুদান কমিটিতে মম
অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

সরকারি অনুদান দেওয়ার জন্য স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে গঠন করা হয়। এই কমিটিতে অভিনেত্রী জাকিয়া বারী মম রয়েছেন।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক ড. আবুল বাশার মো. জিয়াউল হক (তিতাস জিয়া), চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ।

গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্যসচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।

প্রজ্ঞাপনে আরও বলা হয় চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য’ চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)’ অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে প্রাপ্ত প্যাকেজ প্রস্তাবগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত প্রদানের জন্য সরকার ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করল।

কলি

তমা মির্জার ক্ষোভ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৩ পিএম
তমা মির্জার ক্ষোভ
তমা মির্জা। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন এই নায়িকা। কাকে যেন ইঙ্গিত করে চিটার বললেন তমা। গত ৬ অক্টোবর রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্টোরি দেন এই অভিনেত্রী। সেখানে ক্যাপশনে লিখেছেন, যে চিটার, ‘সে সব সময়ই চিটার’। তিনটি বিষয় সব সময় মাথায় রাখা উচিত, উল্লেখ করে তমা লেখেন, একবার যে প্রতারণা করে, সে সব সময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সব সময়ই মিথ্যা বলে।

এই অভিনেত্রী আরও লিখেছেন, যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল। এদিকে তমার স্টোরি দেখে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন নির্মাতা রায়হান রাফীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় ভালো নেই তমা।

তবে সম্পর্কের বিষয় নিয়ে প্রকাশ্যে তারা কখনোই কথা বলেননি। বরাবরই নিজেদেরকে বন্ধু দাবি করেছেন রাফী ও তমা।

জাহ্নবী

‘জোকার ২’ দর্শকদের হতাশ করেছে

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৪ পিএম
‘জোকার ২’ দর্শকদের হতাশ করেছে
‘জোকার ২’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ছিল ‘জোকার’ সিনেমার সিক্যুয়েল টোড ফিলিপস পরিচালিত ‘জোকার: ফোলি এ ডিউক্স’। কারণ হচ্ছে, বছরজুড়েই প্রকাশ করা হয় সিনেমাটির বিভিন্ন ধরনের পোস্টার। যার কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ে প্রতিনিয়ত। গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশন পেয়েছিল সিনেমাটি। সবাই ভেবেছিলেন হলে মুক্তি পেলে আগের কিস্তির মতো দর্শকের সাড়াও পাবে অনেক। অবশেষে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পায় ৪ অক্টোবর। কিন্তু আকাশ সমান প্রত্যাশা জাগিয়েও বক্স অফিসে হতাশ করেছে ‘জোকার ২’।

ভ্যারাইটি সূত্রে জানা যায়, সপ্তাহান্তে আনুমানিক ৮১.১ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। এটি বিশ্বজুড়ে সিনেমাটির আয়ের হিসাব। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ আয় করেছে মাত্র ৪০ মিলিয়ন ডলার। যা ছবিটির প্রথম কিস্তির বিপরীতে খুবই হতাশাজনক।

ওয়ার্নার ব্রাদার্স এ ছবিটি নির্মাণ করে বেশ ভালোই জটিলতায় পড়েছে। কারণ এর নির্মাণ ব্যয় ছিল ২০০ মিলিয়ন ডলারেরও বেশি। অথচ সিনেমাটি মুক্তির তিন দিনেও ১০০ মিলিয়নের মুখ দেখতে পায়নি।

অন্যদিকে ‘জোকার’ ছবির প্রথম কিস্তিটি নির্মাণ হয়েছিল মাত্র ৬৫ মিলিয়ন ডলারে। যা বক্স অফিসে বিরাট অঙ্ক আয় করে তাক লাগিয়ে দিয়েছিল। অঙ্কটা ছিল অভ্যন্তরীণভাবে ৩৩৫ মিলিয়ন ডলার ও আন্তর্জাতিকভাবে ৭৪৩ মিলিয়ন ডলার। ছবিটি বেশ কয়েক মাস বছরের সর্বাধিক আয় করা সিনেমার তালিকার শীর্ষেও ছিল।

ওয়ার্নার ব্রাদার্সের জন্য আরও বড় আক্ষেপের ব্যাপার হলো ছবিটি ভালো রিভিউ পাচ্ছে না। রটেন টমেটোতে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে। আর দর্শকের ভোট মিলেছে ৩৯ শতাংশ। অনেকেই বলছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ। ইন্ডিওয়্যার এর প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে আছে লাভ স্টোরি, প্রিজন ড্রামা, কোর্টরুমের যুদ্ধ। কিন্তু সব থাকার পরও যেন কোথায় থেকে গেছে কমতি। মন ভরেনি দর্শকের। দর্শক ‘জোকার ২’-কে একটি ভয়ংকর ‘ডি’ স্কোরের সিনেমা হিসেবে দাবি করছেন। যা অন্যান্য দর্শককে প্রভাবিত করছে। তাই সামনের দিনগুলোতে এ ছবিটির দর্শক কমে যেতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে।

‘জোকার: ফোলি এ ডিউক্স’ সিনেমায় জোয়াকিন ফিনিক্স নানা সমস্যায় জর্জরিত স্ট্যান্ডআপ আর্থার ফ্লেক হিসেবে অভিনয় করেছেন। আর লেডি গাগা এতে হাজির হয়েছেন কমিকসের প্রিয় হার্লে কুইনের চরিত্রে।

জানা গেছে, ছবিটি বিশ্বের ৭৬টি দেশের ২৫ হাজার ৭৮৮টি স্ক্রিনে প্রদর্শিত হয়েছে। তারমধ্যে সবচেয়ে ভালো সাড়া মিলেছে যুক্তরাজ্যে। সেখানে সিনেমাটি ৮ মিলিয়ন ডলার ঘরে তুলেছে। এ ছাড়াও জার্মানিতে ৬.৯ মিলিয়ন, ইতালিতে ৫.৬ মিলিয়ন, মেক্সিকোতে ৫.৫ মিলিয়ন এবং ফ্রান্সে ৫ মিলিয়ন ডলার আয় করেছে।

আগামী ১৬ অক্টোবর থেকে ছবিটি চীনে মুক্তি পাবে। তার আগে জাপানের হলগুলোতেও মুক্তি দেওয়া হবে ‘জোকার: ফোলি এ ডিউক্স’। এশিয়ার দর্শকের ভালোবাসায় ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে বলে ওয়ার্নার ব্রাদার্স প্রত্যাশা করছেন।

জাহ্নবী