লাইফ সাপোর্টে দেশের প্রবীণ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে গত বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন মুস্তাফা মনোয়ার। নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত গুণী এই শিল্পী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছুদিন আগে চিকিৎসার জন্য মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লিতে গিয়েছিলেন।সেখান থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। সম্প্রতি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মুস্তাফা মনোয়ার একজন গুণী চিত্রশিল্পী। সব্যসাচী এই শিল্পী একাধারে চারুশিল্পী, নাট্যনির্দেশক ও শিল্প গবেষক। দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে তার হাত ধরেই। এ কারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়।
শিল্পকলায় অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক পাওয়া মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরের মাগুরার মহকুমার (বর্তমানে জেলা) শ্রীপুরে জন্ম গ্রহণ করেন। কর্মজীবন শুরুতে তিনি পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক ছিলেন।পরে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন। এছাড়া জনবিভাগ উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ও এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প পরিচালকের দায়িত্বেও ছিলেন। ১ সেপ্টেম্বর ছিল শিল্পী মুস্তাফা মনোয়ারের ৮৯তম জন্মদিন।
কলি