ঢাকা ২০ আশ্বিন ১৪৩১, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

কমলা হ্যারিসকে সমর্থন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পিএম
কমলা হ্যারিসকে সমর্থন

আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানালেন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পপ সুপারস্টার টেইলর সুইফট। এই মার্কিন সংগীতশিল্পী গতকাল বুধবার ২৮ কোটি ৩০ লাখ অনুসারী থাকা নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেনশিয়াল বিতর্কের পর মার্কিন পপ তারকা টেইলর সুইফট কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন সুইফট।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে টেইলর সুইফট জানান, আসছে ৫ নভেম্বরের নির্বাচনে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেবেন।

টেইলর সুইফট আরও বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। আমি মনে করি, তিনি অবিচল ও প্রতিভাধর নেতা। আমি বিশ্বাস করি, আমরা এই দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারব, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে পরিচালিত হই।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টা) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের সরাসরি বিতর্ক শেষ হয়। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ার কনস্টিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হয়।

বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে যান এবং হাত বাড়িয়ে দেন কমলা। তারপর দুজন করমর্দন করেন এবং কমলার বক্তব্য দিয়ে বিতর্ক শুরু হয়। আসছে ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। তাই দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এ বিতর্ক সরাসরি সম্প্রচার করেছে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ।

জাহ্নবী

বিটিভিতে ‘দৃষ্টিকোণ’

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম
বিটিভিতে ‘দৃষ্টিকোণ’
দৃষ্টিকোণ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে নাটক ‘দৃষ্টিকোণ’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। এতে অভিনয় করেছেন সালমান আরাফাত, সালহা খানম নাদিয়া, আরিফ হোসেন, আশরাফ হোসেন, জাহিদুল ইসলাম, অপু হাসান, ডেভোরা সিলভিয়া, সুজন, শামিম হোসেন ও ফাতেমা হীরা। আজ রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি বিটিভিতে প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, ঋক ও নেহা পাশাপাশি ফ্ল্যাটের দুই বাসিন্দা। বাড়ির মালিক প্রভাতের ভাগ্নে ঋক। আর নেহা থাকে বোন-দুলাভাইয়ের সঙ্গে। ঋক নেহার প্রতি যত্নশীল। অন্যদিকে নেহা ঠোঁটকাটা স্বভাবের। কারও মুখের ওপর উচিত কথা বলে ফেলা তার অভ্যাস। অফিসের বস থেকে শুরু করে বয়ফ্রেন্ড কেউই তার কথা থেকে রেহাই পায় না। আনুষ্ঠানিকভাবে ঋক ও নেহার বিয়ের কথাও শুরু হয়।

কিন্তু নেহার ব্যবহারের কারণে ঋকের মামা বিয়েতে আপত্তি তোলেন। ফলে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে সম্পর্ক ভেঙে গেলে দুপক্ষের পরিবারই উপলব্ধি করে, তারা আলাদা হয়ে থাকলেও পরস্পরকে খুব ভালোবাসে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

/আবরার জাহিন

 

যে কারণে সামান্থার বিচ্ছেদ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম
যে কারণে সামান্থার বিচ্ছেদ
তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে প্রেম, এরপর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের ভালোবাসার সংসার টেকেনি। আলোচিত এই তারকা জুটি কি এক অজানা কারণে বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন। এমন সিদ্ধান্তে সামান্থা ও নাগার ভক্তরা হতাশ হয়েছিলেন। অবশেষে জানা গেল তাদের বিচ্ছেদের খবর।

আর এই খবর জানিয়েছেন কংগ্রেস নেত্রী তথা তেলঙ্গানার পরিবেশমন্ত্রী কোন্ডা সুরেখা। রাজনীতিবিদের মুখে এমন মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে ভারতে।

গত বুধবার সুরেখা দাবি করেন, রাজনৈতিক কারণে দম্পতির বিচ্ছেদ হয়েছিল। আর এই কারণে নাগা চৈতন্যের পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও নিজের মন্তব্য অনড় রয়েছেন সুরেখা। সামান্থা ও নাগা চৈতন্যের বিচ্ছেদ ঠিক কী কারণে হয়েছিল, কেউ জানেন না। ঘনিষ্ঠ সূত্র থেকে খবর যাচাই করেই তিনি প্রাক্তন তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছেন বলে দাবি সুরেখার।

এমন মন্তব্যের জন্য চলচ্চিত্র দুনিয়ায় নিন্দার শিকারও হয়েছেন এই কংগ্রেস নেত্রী। গত বৃহস্পতিবার তিনি আবারও বলেন, ‘আমি যা যা বলেছি, সেগুলো ভুল হতে পারে। কিন্তু কেউ জানে না, কেন সামান্থা ও নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ হয়েছিল। বিচ্ছেদের কারণ নিয়ে ওরা কি কখনো স্পষ্ট কথা বলেছেন? চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টা জেনেই আমি এই মন্তব্য করেছি।’

তেলঙ্গানা বিধানসভার মন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কেটিআর-এর (কেটি রামা রাও) ইন্ধনেই নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য ও সামান্থার। নাগার্জুনই নাকি সামান্থাকে কেটিআর-এর কাছে যেতে বাধ্য করতে চেয়েছিলেন রাজনৈতিক স্বার্থে। কিন্তু শেষ পর্যন্ত সামান্থা নাকি রাজি হননি। এই জন্যই সামান্থা বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হন। তবে আত্মপক্ষ সমর্থন করে সুরেখা আবারও বলেন, ‘আমি হয়তো রাগের মাথায় প্রতিক্রিয়া জানিয়েছি। কিন্তু যা যা বলেছি, সব সত্যি। কিছু লুকোইনি। আমি কেটিআর-কে ছেড়ে কথা বলব না।’

সামান্থা ও নাগা চৈতন্যের উদ্দেশে ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন সুরেখা। কিন্তু কেটিআরের বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি।
এর সূত্রপাত এন কনভেনশন সেন্টার থেকে। এটির মালিকানা ছিল নাগার্জুনের। হায়দরাবাদ বিপর্যয় মোকাবিলায় সরকার এই বহুতল ভবনের একাংশ ভেঙে ফেলে। কেটিআর নাকি বলেছিলেন, এই কনভেনশন সেন্টার ভাঙা হবে না একটাই শর্তে। সামান্থাকে তার কাছে পাঠাতে হবে! কিন্তু শেষ পর্যন্ত সায় দেননি সামান্থা। তার ফলস্বরূপ বিবাহবিচ্ছেদ। আর সুরেখার এ মন্তব্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

/আবরার জাহিন

বিক্রি হলো পিংক ফ্লয়েডের গানের স্বত্ব

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০২:২৫ পিএম
বিক্রি হলো পিংক ফ্লয়েডের গানের স্বত্ব
ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েড। ছবি: সংগৃহীত

প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েড সনি মিউজিকের কাছে গানের স্বত্ব বিক্রি করেছে। প্রায় ৪০ কোটি ডলারে এই স্বত্ব বিক্রি হয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। ৩ অক্টোবর এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।

ব্যান্ডের মূল সদস্য রজার ওয়াটার্স, ডেভিড গিলমোর, নিক ম্যাসন, কিবোর্ডিস্ট রিচার্ড রাইট ও মূল গায়ক-গীতিকার সিড ব্যারেটের প্রতিনিধিদের মধ্যে বহু বছরের দর কষাকষি ও আইনি লড়াইয়ের অবসান হয়েছে এই চুক্তির মাধ্যমে।

২০০৫ সালে লাইভ এইট কনসার্টে প্রায় ২৪ বছর পর পিংক ফ্লয়েড ব্যান্ডের সদস্যদের পুনর্মিলনী হয়। স্বত্ব বিক্রি নিয়ে ব্যান্ডের দুই মূল সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে চলছিল দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই। অবশেষে সমঝোতার মাধ্যমে এই চুক্তি করেছেন। জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে। এ ছাড়া পিংক ফ্লয়েডসংক্রান্ত বাকি প্রায় সব কিছুরই মেধাস্বত্ব পেতে যাচ্ছে সনি। পিংক ফ্লয়েডের নাম সম্বলিত পণ্য, গানের ভিত্তিতে তৈরি নাটক- এসব থেকে এখন অর্থ পাবে সনি।

তবে ব্যান্ডের সদস্যরা বা সনি মিউজিক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করেছে, তাদের কাছে এই চুক্তির চূড়ান্ত শর্তগুলো সম্পর্কে তথ্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সনি মিউজিক বিভিন্ন ব্যান্ড ও গায়ক-গায়িকার সংগীত ক্যাটালগ কেনার জন্য হাজার কোটি ডলার খরচ করেছে। তাদের মালিকানায় রয়েছে ব্রুস স্প্রিংস্টিন, বব ডিলান ও কুইনের মতো বড় বড় ব্যান্ড ও শিল্পীরা।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রজনীকান্ত

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রজনীকান্ত
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন খ্যাতিমান এ অভিনেতা। ৩০ সেপ্টেম্বর তিনি শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লে ভর্তি ছিলেন চেন্নাইয়ের একটি হাসপাতালে। গত বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি মিলেছে এই অভিনেতার।

রজনীকান্তের হৃৎপিণ্ড থেকে নিঃসৃত প্রধান রক্তনালি ফুলে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নন-সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এ অভিনেতার চিকিৎসা করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে।

এর আগে চেন্নাই পুলিশসূত্রে জানা যায়, রজনীকান্তের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালে ভর্তির পর খালি পেটে তাকে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

রজনীকান্তের ভর্তির পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘রজনীকান্তের হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালিতে (মহাধমনী) ভীষণ সমস্যা ছিল, যা একটি নন-সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয়েছে। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশ সম্পূর্ণ ফোলাভাব বন্ধ করে একটি স্টেন্ট বসিয়েছেন। রজনীকান্তের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন। দুই দিনে তিনি বাড়ি ফিরে যাবেন।’ নন্দিত এই অভিনেতার সুস্থ হওয়ার খবরে স্বস্তির হাওয়া বইছে তার ভক্ত অনুরাগী ও সহকর্মী শিবিরে।

/আবরার জাহিন

শিক্ষক দিবসে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০২:১০ পিএম
শিক্ষক দিবসে স্বপ্নদলের ‘হেলেন কেলার’
শিক্ষক দিবসে নাটক ‘হেলেন কেলার’। ছবি: সংগৃহীত

‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৪’-এ শিক্ষকদের প্রতি সম্মান জানাতে বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। এতে দিবসটি নিয়ে আলাপচারিতাসহ শিক্ষকের অতিমানবিক প্রেরণা আর শিক্ষার্থীর অসামান্য শ্রদ্ধাজ্ঞাপনের স্মারক ‘হেলেন কেলার’ প্রযোজনার অংশবিশেষের অভিনয়ও প্রদর্শিত হবে। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় এ লাইভটি স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপনের ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার হবে।

অতিথি হিসেবে যুক্ত থাকবেন অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের প্রতিষ্ঠাতা কামরুজ্জমান বালার্ক, জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাটিজের প্রভাষক ইউকা ওকুদা, ‘হেলেন কেলার’-এর একক অভিনেত্রী ও সরকারি তিতুমীর কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েনা শবনম এবং ‘হেলেন কেলার’ নাটকের প্রযোজনা ব্যবস্থাপক শাখাওয়াত শ্যামল প্রমুখ। সঞ্চালনা করবেন ‘হেলেন কেলার’-এর নির্দেশক জাহিদ রিপন। প্রতিবছর এই দিনে স্বপ্নদল মিলনায়তনে আলোচনা ও মনোড্রামা ‘হেলেন কেলার’ মঞ্চায়ন করলেও এবারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বন্ধ থাকায় বিকল্প হিসেবে অনলাইনে অনুষ্ঠান আয়োজন করছে।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে নাটকটি।

এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ! উঠে আসে নারী জাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও। এ পর্যন্ত প্রযোজনাটির ৫৪টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।

/আবরার জাহিন