আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানালেন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পপ সুপারস্টার টেইলর সুইফট। এই মার্কিন সংগীতশিল্পী গতকাল বুধবার ২৮ কোটি ৩০ লাখ অনুসারী থাকা নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেনশিয়াল বিতর্কের পর মার্কিন পপ তারকা টেইলর সুইফট কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন সুইফট।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে টেইলর সুইফট জানান, আসছে ৫ নভেম্বরের নির্বাচনে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেবেন।
টেইলর সুইফট আরও বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। আমি মনে করি, তিনি অবিচল ও প্রতিভাধর নেতা। আমি বিশ্বাস করি, আমরা এই দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারব, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে পরিচালিত হই।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টা) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের সরাসরি বিতর্ক শেষ হয়। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ার কনস্টিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হয়।
বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে যান এবং হাত বাড়িয়ে দেন কমলা। তারপর দুজন করমর্দন করেন এবং কমলার বক্তব্য দিয়ে বিতর্ক শুরু হয়। আসছে ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। তাই দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এ বিতর্ক সরাসরি সম্প্রচার করেছে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ।
জাহ্নবী