বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। রাজনৈতিক অস্থিরতায় কয়েক মাস বন্ধ ছিল কনসার্ট। তবে বন্যাদুর্গদের সহযোগিতার জন্য বেশ কিছু কনসার্ট অনুষ্ঠিত হয়েছে ইতোমধ্যেই।
বানভাসি মানুষের সহায়তায় দেশে ও বিদেশে কয়েকটি কনসার্টে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পীরা। চলতি মাসেও কিছু কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেভ বাংলাদেশ’ শিরোনামে আরেকটি কনসার্ট।
এটি আয়োজন করেছে তানরাত ইনস্টিটিউট। আয়োজক কর্তৃপক্ষ জানান, বন্যার্তদের পুনর্বাসনের জন্যই ‘সেভ বাংলাদেশ’ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্ক, শিরোনামহীন, আর্বোভাইরাস, জলের গান, অ্যাভয়েড রাফা, অ্যাসেজ, ওয়ারসাইট, কাকতাল, অ্যাডভার্বসহ আরও কয়েকটি ব্যান্ড ও মিউজিশিয়ান। আগামী ১১ অক্টোরব রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে কনসার্টটি। বেলা ২টা থেকে শুরু হয়ে কনসার্টটি চলবে রাত পর্যন্ত। নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে দর্শকরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। টিকিট বিক্রির আয়কৃত অর্থ বন্যার্তদের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে।
তবে এই কনসার্ট নিয়ে প্রশ্ন তুলে শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘আমরা বন্যার্তদের ত্রাণ সংগ্রহে বিনা পারিশ্রমিকে ইতোমধ্যেই বেশ কিছু কনসার্ট করেছি। যেখান থেকে পাওয়া অর্থ বানভাসি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের মতো আরও অনেক ব্যান্ড সদস্য, শিল্পী ও মিউজিশিয়ান ব্যক্তিগতভাবে নয়তো বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এমন একটি সময়ে দাঁড়িয়ে আরও এক মাস পর বন্যার্তদের সহায়তার কথা বলে কনসার্টের আয়োজন কতটা যৌক্তিক– এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদিও আমরা ‘সেভ বাংলাদেশ’ কনসার্টে অংশ নেওয়ার কথা বলেছি, তারপরও পারফর্ম করার আগে আয়োজকদের কাছে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনাটা স্পষ্ট করে নিতে চাই।’
জাহ্নবী