ঢাকা ৯ চৈত্র ১৪৩১, রোববার, ২৩ মার্চ ২০২৫
English

যে কারণে সামান্থার বিচ্ছেদ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম
যে কারণে সামান্থার বিচ্ছেদ
তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে প্রেম, এরপর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের ভালোবাসার সংসার টেকেনি। আলোচিত এই তারকা জুটি কি এক অজানা কারণে বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন। এমন সিদ্ধান্তে সামান্থা ও নাগার ভক্তরা হতাশ হয়েছিলেন। অবশেষে জানা গেল তাদের বিচ্ছেদের খবর।

আর এই খবর জানিয়েছেন কংগ্রেস নেত্রী তথা তেলঙ্গানার পরিবেশমন্ত্রী কোন্ডা সুরেখা। রাজনীতিবিদের মুখে এমন মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে ভারতে।

গত বুধবার সুরেখা দাবি করেন, রাজনৈতিক কারণে দম্পতির বিচ্ছেদ হয়েছিল। আর এই কারণে নাগা চৈতন্যের পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও নিজের মন্তব্য অনড় রয়েছেন সুরেখা। সামান্থা ও নাগা চৈতন্যের বিচ্ছেদ ঠিক কী কারণে হয়েছিল, কেউ জানেন না। ঘনিষ্ঠ সূত্র থেকে খবর যাচাই করেই তিনি প্রাক্তন তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছেন বলে দাবি সুরেখার।

এমন মন্তব্যের জন্য চলচ্চিত্র দুনিয়ায় নিন্দার শিকারও হয়েছেন এই কংগ্রেস নেত্রী। গত বৃহস্পতিবার তিনি আবারও বলেন, ‘আমি যা যা বলেছি, সেগুলো ভুল হতে পারে। কিন্তু কেউ জানে না, কেন সামান্থা ও নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ হয়েছিল। বিচ্ছেদের কারণ নিয়ে ওরা কি কখনো স্পষ্ট কথা বলেছেন? চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টা জেনেই আমি এই মন্তব্য করেছি।’

তেলঙ্গানা বিধানসভার মন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কেটিআর-এর (কেটি রামা রাও) ইন্ধনেই নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য ও সামান্থার। নাগার্জুনই নাকি সামান্থাকে কেটিআর-এর কাছে যেতে বাধ্য করতে চেয়েছিলেন রাজনৈতিক স্বার্থে। কিন্তু শেষ পর্যন্ত সামান্থা নাকি রাজি হননি। এই জন্যই সামান্থা বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হন। তবে আত্মপক্ষ সমর্থন করে সুরেখা আবারও বলেন, ‘আমি হয়তো রাগের মাথায় প্রতিক্রিয়া জানিয়েছি। কিন্তু যা যা বলেছি, সব সত্যি। কিছু লুকোইনি। আমি কেটিআর-কে ছেড়ে কথা বলব না।’

সামান্থা ও নাগা চৈতন্যের উদ্দেশে ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন সুরেখা। কিন্তু কেটিআরের বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি।
এর সূত্রপাত এন কনভেনশন সেন্টার থেকে। এটির মালিকানা ছিল নাগার্জুনের। হায়দরাবাদ বিপর্যয় মোকাবিলায় সরকার এই বহুতল ভবনের একাংশ ভেঙে ফেলে। কেটিআর নাকি বলেছিলেন, এই কনভেনশন সেন্টার ভাঙা হবে না একটাই শর্তে। সামান্থাকে তার কাছে পাঠাতে হবে! কিন্তু শেষ পর্যন্ত সায় দেননি সামান্থা। তার ফলস্বরূপ বিবাহবিচ্ছেদ। আর সুরেখার এ মন্তব্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

/আবরার জাহিন

কেন্ডালের চেয়ে কাইলি ভালো

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম
কেন্ডালের চেয়ে কাইলি ভালো
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ জনপ্রিয় একটি পরিবার হলো কার্দাশিয়ান পরিবার, যারা হলিউডে নিজেদের বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। এমনকি এ পরিবারের পাঁচ বোন কিম, কাইলি, কেন্ডাল, খলো এবং কোর্টনির মধ্যে এখনো বেশ দৃঢ় সম্পর্ক রয়েছে। তবে ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’-এর মতো কাইলি এবং কেন্ডালের মধ্যে ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি। 

সাম্প্রতিক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে, তাদের মধ্যে কি কি পার্থক্য আছে। এর জবাবে মার্কিন টিভি ব্যক্তিত্ব কাইলি প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও জানান, তাদের মধ্যকার পার্থক্যের তালিকা বেশ দীর্ঘ। ফ্যাশনের দিক থেকে দুই বোনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে।

এ ছাড়াও নিজেকে অনেক বেশি মুক্তমনা দাবি করেন কাইলি। যদিও বোনের এ দাবির সঙ্গে একমত হতে না পেরে মজা করে কেন্ডালের জবাব, ‘তার এ মন্তব্য আমায় সারা রাত ঘুমাতে দেবে না।’

নিজেকে কিছুটা বেশি আত্মবিশ্বাসী বলেও দাবি করেন টিমোথি চালামেটের এই বর্তমান প্রেমিকা। নিজেকে সহজ-সরল, শান্ত স্বভাবের এবং বিতর্কবিমুখ বলেও মনে করেন এই মার্কিন তারকা।

বোন নিজেকে সব দিক থেকে এগিয়ে রাখায় একপর্যায়ে এসব কথা শুনে কিছুটা ব্যঙ্গাত্মকভাবেই কেন্ডালের প্রশ্ন, ‘তুমি কি নিজেকে আরও সুন্দরী এবং আরও ভালো আকৃতির বলে মনে করো?’ তখনই টনক ফেরে কাইলির, হয়তো বুঝতে পারেন বোনের চেয়ে নিজের অনেক বেশি প্রশংসা করে ফেলেছেন। তৎক্ষণাৎ কথার সুর নরম করে কেন্ডালের প্রশংসা করতে শুরু করেন তিনি। 

/শাকিল  

পারিশ্রমিকে সবার শীর্ষে আল্লু অর্জুন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৬:৪৫ পিএম
পারিশ্রমিকে সবার শীর্ষে আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত

দক্ষিণী তারকা আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে গোটা ভারতে সাড়া ফেলে দিয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘পুষ্পা ২’-এর সাফল্যের পর আল্লু এবার জনপ্রিয় পরিচালক অ্যাটলির সঙ্গে একটি মেগা বাজেটের ছবিতে কাজ করতে প্রস্তুত। ‘প্যারালাল ইউনিভার্স’-এর ব্যানারে ছবিটি ইতোমধ্যে ইন্ডাস্ট্রি জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। 

বর্তমানে এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং নির্মাতা দর্শকদের একটি অত্যাশ্চর্যক সিনেমাটিক অভিজ্ঞতা দিতে ইচ্ছুক। ছবিটির গল্প, অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জানতে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দর্শকদের তাই বিস্তারিত জানাতে দুই মাস পর বিশাল এক লঞ্চিং ইভেন্টের আয়োজন করা হবে। সেখানে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে কলাকুশলীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে। বাণিজ্যিক ছবিতে আল্লু ও অ্যাটলির প্যান ইন্ডিয়ান সফলতাও ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে। 

পিংকভিলার প্রতিবেদন অনুসারে, এই ছবিতে চুক্তির মধ্য দিয়ে আল্লু অর্জুন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতায় পরিণত হয়েছেন। সিনেমাটির নাম আপাতত ‘এ সিক্স’ রাখা হয়েছে বলে জানা গেছে। আল্লু এ সিনেমাটির জন্য এমন এক চুক্তি স্বাক্ষর করেছেন, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতায় পরিণত করেছে। 

প্যারালাল ইউনিভার্সের সঙ্গে এই ছবিটির জন্য আল্লু ১৭৫ কোটি রুপির চুক্তি করেছেন বলে জানা গেছে। এ ছাড়া ছবির লাভের ১৫ শতাংশ অংশীদারত্বও নিশ্চিত করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের আগস্ট-অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শুরু হবে। অভিনেতাও ছবিটিতে নিরবচ্ছিন্ন শুটিং চালিয়ে যেতে চান। অ্যাটলি-আল্লু জুটির এ সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে একটি গেম-চেঞ্জার হিসেবে ইতিহাস তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। 

/শাকিল  

অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উন্মোচিত

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম
অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উন্মোচিত
সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

অবশেষে প্রায় পাঁচ বছর পর জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের উন্মোচন হয়েছে।

এই মামলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন। 

২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় জনপ্রিয় এ অভিনেতার। তার মৃত্যুতে উত্তাল হয়েছিল পুরো ভারত। এর পর আগস্টে এর তদন্তের দায়িত্ব পায় সিবিআই। তখন অনেককে গ্রেপ্তারসহ বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যাদের মধ্যে ছিলেন- সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই।

সে সময় রিয়া চক্রবর্তী ও আরও অনেকে রয়েছেন এই মৃত্যুর নেপথ্যে বলে অভিযোগ করেন সুশান্তের পরিবার। এ ছাড়া মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ দেওয়া, এমনকি কালোজাদু করার অভিযোগ ছাড়াও সরাসরি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও আনে এ নায়কের পরিবার।

তবে সিবিআই আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে। তারা এমন কোনও প্রমাণ পাননি, যাতে প্রমাণ হয় সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (AIIMS)-র ফরেনসিক টিমও তাদের রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। আত্মহত্যা করেই এ অভিনেতার মৃত্যু হয়েছিল।ফরেনসিক পরীক্ষায় সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা ও দুটি মোবাইল থেকেও কিছু পাওয়া যায়নি।

মেহেদী/

ঈদে আনন্দমেলায় গাইবেন রুনা লায়লা

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম
ঈদে আনন্দমেলায় গাইবেন রুনা লায়লা
ছবি: সংগৃহীত

উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। যেকোনো অনুষ্ঠানে এই গায়িকা অংশ নেওয়া মানেই তাকে ঘিরে শ্রোতাদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করে থাকে। আসন্ন ঈদুল ফিতরেও গান গাইবেন এই কিংবদন্তি গায়িকা। এবারের ঈদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’-তে গান গাইবেন তিনি। 

তবে এবারের অনুষ্ঠানে এই সংগীতশিল্পী একাই গান গাইবেন। গত বছরও একই অনুষ্ঠানে গান করেছিলেন রুনা কিন্তু সেবার তার সঙ্গে আরও চার শিল্পী গান গেয়েছিলেন। গতবার রুনা লায়লার সঙ্গে ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, সাব্বির জামান এবং নজানিতা আহমেদ ঝিলিক অংশ নিলেও এবার একাই থাকছেন তিনি। ‘শিল্পী আমি তোমাদের গান শোনাব’ শিরোনামের জনপ্রিয় গানটি এবারের আনন্দমেলায় গাইবেন এই সংগীতশিল্পী। বিটিভির একটি সূত্র থেকে জানা গেছে, আগামীকাল সোমবার বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে গানটির শুটিংয়ে অংশ নেবেন রুনা লায়লা। 

উল্লেখ্য, এই অনুষ্ঠানে আরেকটি চমক হিসেবে থাকছে দীর্ঘ ৭ বছর পর মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় ফেরা। তার সঙ্গী হিসেবে থাকবেন মামনুন ইমন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে ‘আনন্দমেলা’য় উপস্থাপিকা হিসেবে কাজ করেছিলেন নাবিলা। সেবার তার সঙ্গী হিসেবে ছিলেন অভিনেতা ও মডেল সজল নূর।

আনন্দমেলা প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। এবারের আয়োজনে বড় চমক রুনা লায়লা। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তার উপস্থিতি আয়োজনকে আলোকিত করবে। চেষ্টা করেছি দর্শক প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে।’

বিশেষ এ অনুষ্ঠানটি নিয়ে মোহাম্মদ মনিরুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও বর্ণিলভাবে আয়োজিত হবে আনন্দমেলা। আয়োজনে বড় চমক হিসেবে থাকবেন রুনা লায়লা। তিনি এখন দেশের বাইরে থাকলেও দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তার উপস্থিতি অনুষ্ঠানটি আরও রাঙিয়ে তুলবে। দর্শকদের পছন্দানুযায়ী অনুষ্ঠান সাজানোর চেষ্টা করছি।’

ঈদের দিন রাতে এটি সম্প্রচারিত হবে। এবারের ‘আনন্দমেলা’য় তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ এবং চমৎকার কিছু স্কিডসহ আরও নানা আয়োজন থাকবে বলে জানা গেছে। 

/শাকিল 

কিংবদন্তি নায়ক ওয়াসিমের জন্মদিন আজ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম
কিংবদন্তি নায়ক ওয়াসিমের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

সত্তর আশির দশকের বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ও লোক ফ্যান্টাসির ব্যাপক জনপ্রিয় নায়ক মেজবাহউদ্দীন আহমেদ ওয়াসিমের জন্মদিন আজ। তিনি ১৯৫০ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকার চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন। কর্মজীবনে তিনি ১৫২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি ১৯৭৩ সালে 'রাতের পর দিন' চলচ্চিত্রে নায়ক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি তিনি তারকাখ্যাতিও পেয়ে যান। ঠিক পরের বছর তার অভিনীত ডাকু মনসুর, কে আসল কে নকল, ও জিঘাংসা চলচ্চিত্রগুলোও ব্যবসাসফল হয়। ১৯৭৫ সালে তার 'দুই রাজকুমার' চলচ্চিত্রটি বাজিমাত করে। তার অভিনীত উল্লেখযোগ্য আরও কিছু চলচ্চিত্র হলো- ডাকু মনসুর (১৯৭৪), জিঘাংসা (১৯৭৪), দি রেইন (১৯৭৬), দোস্ত দুশমন (১৯৭৭), আসামী হাজির (১৯৭৮), রাজনন্দিনী, রাজমহল, চন্দন দ্বীপের রাজকন্যা, এবং লাল মেমসাহেব।

তবে ১৯৭৬ সালে শফীর দি রেইন চলচ্চিত্রটি তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। বাংলা ও উর্দু দুই ভাষায় নির্মিত চলচ্চিত্রটি পৃথিবীর ৪৬টি দেশে মুক্তি পেয়েছিল। ছবিতে ওয়াসিমের বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা অলিভিয়া। 

নায়ক ওয়াসিম ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজের ছাত্রাবস্থায় তিনি বডি বিল্ডার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন। ১৯৬৪ সালে তিনি বডি বিল্ডিং-এর জন্য ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেন।

২০১৬ সালে ওয়াসিম কমিটমেন্ট সাংস্কৃতিক একাডেমি থেকে আজীবন সম্মাননা পান। ব্যক্তিগত জীবনে ওয়াসিম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজীর ছোট বোনকে। তাদের দুটি সন্তান, পুত্র দেওয়ান ফারদিন এবং কন্যা বুশরা আহমেদ।

জনপ্রিয় এই নায়ক ২০২১ সালের ১৮ এপ্রিল ৭১ বছর বয়সে ঢাকার শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
/রিয়াজ