কারিনা কাপুর। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ইনভেস্টিগেটিভ থ্রিলার সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। মাস দুয়েক আগে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রিমিয়ার হয়ে গেল ছবিটি। হানসাল মেহতার পরিচালনায় এতে কারিনাকে একজন ইউকে পুলিশ চরিত্রে দেখা গেছে। গতকাল ৮ নভেম্বর সিনেমাটি ‘নেটফ্লিক্স ইন্ডিয়া’তে মুক্তি পেয়েছে।
মূলত দুটি ভার্সনে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল- হিংলিশ ভার্সন (৮০ ভাগ কথা ইংরেজিতে এবং ২০ ভাগ কথা হিন্দিতে) ও হিন্দি ভার্সন। কিন্তু ঝামেলাটা বেধেছে এখানেই, নেটফ্লিক্স ইন্ডিয়া ব্যবহারকারীরা শুধু হিন্দি ভার্সনটাই সেখানে দেখতে পাচ্ছেন। বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।
একজন দর্শক এক্স হ্যান্ডেলে ছবির পরিচালক হানসাল মেহতাকে উদ্দেশ করে লিখেছেন, ‘হাই হানসাল মেহতা, নেটফ্লিক্স ইন্ডিয়ায় দ্য বাকিংহাম প্যালেস’-এর হিংলিস ভার্সনটি কেন নেই? সব ব্রিটিশদের হিন্দিতে কথা বলতে দেখে বিষয়টি খুব মেকি লাগছে’।
জবাব দিতে হানসালও খুব বেশি দেরি করেননি, ‘সেতু, বিষয়টি আমি মাত্রই খেয়াল করলাম। আসল ভার্সনটা না থাকাটা সত্যিই অস্বস্তিকর। বিষয়টি নেটফ্লিক্স ইন্ডিয়াকে অবগত করা হয়েছে। আশা করছি, দ্রুতই সমাধান করা হবে’।
হিন্দি ডাব ভার্সন নিয়ে আরও অনেক ভক্তই নিজেদের অভিযোগ জানিয়েছেন। শুক্রবার বিকেলে অন্য এক ব্যবহারকারী পোস্ট করেছেন, দ্য বাকিংহাম প্যালেস-এর হিন্দি ডাবিংটা এতটাই বাজে যে, এটা দেখা শুরু করার কয়েক মিনিট পরই আমি তা বন্ধ করে দিয়েছি। প্রিয় হানসাল মেহতা, সিনেমাটি কি ইংরেজিতে শুট করা হয়েছিল? তা হলে কেন আমাদের আসল ভার্সনটি দেখানো হচ্ছে না? সমস্ত ব্রিটিশদের হিন্দিতে কথা বলতে দেখাটা ভীষণ বিরক্তিকর।
এই ভক্তকেও জবাব দিয়েছেন মেহতা। তিনি লেখেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে নেটফ্লিক্স ইন্ডিয়ার আসল ভার্সনটি প্রচার করতে দেরি হচ্ছে। ধৈর্য ধারণের জন্য আপনাদের ধন্যবাদ। ডাব ভার্সন দেখা আসলেই কিছুটা বিরক্তিকর, ক্ষমাপ্রার্থী।
এতে কারিনা ছাড়াও অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হয়েছে কারিনার।
হাসান