ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

পূজায় ‘বিসর্জনে অর্জন’

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০১:১১ পিএম
পূজায় ‘বিসর্জনে অর্জন’
‘বিসর্জনে অর্জন’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে।

আগামী ১১ অক্টোবর শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার হবে। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে।

নাটকে তার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোনো কোনো কলিগ তার সঙ্গে অন্যরকম আচরণ করেন, যেটা তার মেনে নিতে কষ্ট হয়। পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে না পারে, সে জন্য কৌশলে কাজে আটকে দেয় তাকে।

আবার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে এলেও পূজার নাড়ু বলে অনেকেই খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার  চেষ্টা করেন-এভাবেই এগিয়ে যায় গল্প।

 কলি 

 

৮ বছর পর দেশে ফিরছেন বেবী নাজনীন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
৮ বছর পর দেশে ফিরছেন বেবী নাজনীন
বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

ব্ল্যাক ডায়মন্ডখ্যাত নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আমেরিকার নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন শেষে আট বছর পর দেশে ফিরছেন তিনি। আগামীকাল ১০ নভেম্বর সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ভাই এনাম সরকার।

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে নিজের পেশাগত কাজকর্মে বারবার বাধাগ্রস্ত হয় বেবী নাজনীন আপার সংগীতজীবন। একপর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন। তবে দেশের বাইরে নিয়মিত বিভিন্ন কনসার্টে গান পরিবেশন করেছেন। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে নিয়মিত বিভিন্ন কনসার্টে গেয়েছেন। অবশেষে দীর্ঘ বছর পর দেশে ফিরছেন বেবী আপা।’

দীর্ঘ সাড়ে চার দশকের সংগীত ক্যারিয়ার বেবী নাজনীনের। বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয় তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করছেন এই ব্ল্যাক ডায়মন্ডখ্যাত গায়িকা।

বেবী নাজনীন ক্যারিয়ারে অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। 

তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে- মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার একটা মানুষ আছে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু’চোখে ঘুম আসে না, আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আজ পাশা খেলবো রে শাম, সারা বাংলায় খুঁজি তোমারে, বন্ধু তুমি কই কই রে গানগুলো উল্লেখযোগ্য।

হাসান

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে দীপা খন্দকার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে দীপা খন্দকার
দীপা খন্দকার। ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ার তার। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, ওয়েব সিরিজ থেকে সিনেমা সব মাধ্যমেই কাজ করছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকে বর্তমানেও লাইট ক্যামেরা অ্যাকশনের ভুবনে নিয়মিত তিনি। অভিনয়ে কখনো বিরতি নেননি এই অভিনেত্রী। অভিনয় ও সংসার জীবন সমানতালে সামলে নিয়ে ছুটে চলেছেন নতুন নতুন কাজের পৃথিবীতে। আর এভাবেই অভিনয় জীবনের রজতজয়ন্তী পার করেছেন দীপা খন্দকার। 

চার বছর ধরে নাগরিক টিভিতে ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে গত সপ্তাহে বিটিভিতে প্রচারিত হলো তার অভিনীত খণ্ড নাটক ‘বৃষ্টির মতো ঝরে লাল গোলাপের পাপড়ি’। নাটকটি রচনা করেছেন নাহিদ ফারহানা ও প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে দীপার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ। 

এবার নতুন কাজে যুক্ত হলেন দীপা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এ আলোচক হিসেবে অংশ নিয়েছেন তিনি। বিটিভিতে প্রচারের জন্য নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌসী। শিশু, কিশোর-কিশোরী এবং নারী উন্নয়নের এই কার্যক্রমে অংশ নিয়ে আনন্দিত এই অভিনেত্রী। এদিকে নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না দীপা খন্দকার। 

এসব কাজ ও বর্তমান সময় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আগের মতো পুরো ইন্ডাস্ট্রিতেই কাজের গতি নেই। তার পরও আমি টুকটাক কাজ করছি। প্রত্যাশা করি দ্রুত আমাদের মিডিয়াতে কাজের গতি ফিরে আসুক। অনেক শিল্পীই ঘরে বসে সময় পার করছেন। এই সময়টা পেরিয়ে সবাই কাজে ফিরুক, এমনটাই চাওয়া। আর একজন শিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই আমি বিটিভিতে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করেছি। আমার খুব ভালো লেগেছে, এ ধরনের অনুষ্ঠানে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করতে পেরে। যেহেতু আমি নিজে একজন মা, নিজে একজন গৃহিণী। তাই আমার দৃষ্টিকোণ থেকে যেসব বিষয় আলোচনা করা জরুরি, আমি ঠিক তাই করার চেষ্টা করেছি।’

অনুষ্ঠানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।

হাসান

‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নিয়ে ফিরছেন মেহজাবীন-জোভান

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নিয়ে ফিরছেন মেহজাবীন-জোভান
মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান। ছবি: সংগৃহীত

ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে প্রবীর রায় চৌধুরী নির্মাণ করেছিলেন নাটক ‘বেস্ট ফ্রেন্ড’। ২০১৮ সালে নির্মিত সেই নাটকটি জনপ্রিয়তা পেয়েছিল। এরপর আরও দুটি নাটক বানান একই নামে। তবে মাঝে লম্বা সময় এই নাম নিয়ে সামনে আসতে দেখা যায়নি তাদের। এর মধ্যে মেহজাবীন চৌধুরীও সিনেমা নিয়ে ব্যস্ত হলেন।

এবার লম্বা বিরতির পর আবারও জোভান ও মেহজাবীনকে নিয়ে নাটক নির্মাণ করতে যাচ্ছেন প্রবীর রায় চৌধুরী। গত ৭ নভেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এমনই এক ঘোষণা দিয়েছে।

জোভান বলেন, ‘অনেক দিন পর এই ট্রায়ো কাজ করবে। ঘোষণার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের কাছে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।’

এদিকে মেহজাবীন এই ট্রায়ো প্রজেক্ট প্রসঙ্গে বলেন, ‘‘বেস্ট ফ্রেন্ড’ ২০১৮ সালে শুট করা হয়েছিল। এটি ছিল পরিচালক প্রবীর রায় চৌধুরীর সঙ্গে আমার প্রথম কাজ। এই নাটকটি জনপ্রিয়তা পেয়েছিল। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়েছিল। তাই এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।’’

মেহজাবীন আরও বলেন, ‘অনেক দিন ধরে প্রবীর রায় চৌধুরী বলছিলেন যে, আমাদের সেই ত্রয়ী মিলে আবার কিছু করা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারও একসঙ্গে কাজ করার। আমি আশা করি ২০১৮ এবং পরবর্তী সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাব।’

নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, এবারের গল্পটি আর ১, ২ বা ৩ নম্বর পরিচয়ে থাকছে না। এবারের গল্পটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। নাটকটির শুটিং হবে দুই ভাগে। প্রথম অংশ ডিসেম্বরে, পরের অংশ জানুয়ারি।

হাসান

কারিনা কাপুরের উপর ভক্তদের ক্ষোভ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৩০ পিএম
কারিনা কাপুরের উপর ভক্তদের ক্ষোভ
কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ইনভেস্টিগেটিভ থ্রিলার সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। মাস দুয়েক আগে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রিমিয়ার হয়ে গেল ছবিটি। হানসাল মেহতার পরিচালনায় এতে কারিনাকে একজন ইউকে পুলিশ চরিত্রে দেখা গেছে। গতকাল ৮ নভেম্বর সিনেমাটি ‘নেটফ্লিক্স ইন্ডিয়া’তে মুক্তি পেয়েছে।

মূলত দুটি ভার্সনে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল- হিংলিশ ভার্সন (৮০ ভাগ কথা ইংরেজিতে এবং ২০ ভাগ কথা হিন্দিতে) ও হিন্দি ভার্সন। কিন্তু ঝামেলাটা বেধেছে এখানেই, নেটফ্লিক্স ইন্ডিয়া ব্যবহারকারীরা শুধু হিন্দি ভার্সনটাই সেখানে দেখতে পাচ্ছেন। বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

একজন দর্শক এক্স হ্যান্ডেলে ছবির পরিচালক হানসাল মেহতাকে উদ্দেশ করে লিখেছেন, ‘হাই হানসাল মেহতা, নেটফ্লিক্স ইন্ডিয়ায় দ্য বাকিংহাম প্যালেস’-এর হিংলিস ভার্সনটি কেন নেই? সব ব্রিটিশদের হিন্দিতে কথা বলতে দেখে বিষয়টি খুব মেকি লাগছে’।

জবাব দিতে হানসালও খুব বেশি দেরি করেননি, ‘সেতু, বিষয়টি আমি মাত্রই খেয়াল করলাম। আসল ভার্সনটা না থাকাটা সত্যিই অস্বস্তিকর। বিষয়টি নেটফ্লিক্স ইন্ডিয়াকে অবগত করা হয়েছে। আশা করছি, দ্রুতই সমাধান করা হবে’। 

হিন্দি ডাব ভার্সন নিয়ে আরও অনেক ভক্তই নিজেদের অভিযোগ জানিয়েছেন। শুক্রবার বিকেলে অন্য এক ব্যবহারকারী পোস্ট করেছেন, দ্য বাকিংহাম প্যালেস-এর হিন্দি ডাবিংটা এতটাই বাজে যে, এটা দেখা শুরু করার কয়েক মিনিট পরই আমি তা বন্ধ করে দিয়েছি। প্রিয় হানসাল মেহতা, সিনেমাটি কি ইংরেজিতে শুট করা হয়েছিল? তা হলে কেন আমাদের আসল ভার্সনটি দেখানো হচ্ছে না? সমস্ত ব্রিটিশদের হিন্দিতে কথা বলতে দেখাটা ভীষণ বিরক্তিকর।

এই ভক্তকেও জবাব দিয়েছেন মেহতা। তিনি লেখেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে নেটফ্লিক্স ইন্ডিয়ার আসল ভার্সনটি প্রচার করতে দেরি হচ্ছে। ধৈর্য ধারণের জন্য আপনাদের ধন্যবাদ। ডাব ভার্সন দেখা আসলেই কিছুটা বিরক্তিকর, ক্ষমাপ্রার্থী।

এতে কারিনা ছাড়াও অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হয়েছে কারিনার।

হাসান

বিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘হাত’

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম
বিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘হাত’
‘হাত’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বিটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হাত’। জুয়েল কবিরের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। এতে হাতকাটা ইসমাইলের চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। মায়ের ভূমিকায় আছেন শিরিন আলম। আরও অভিনয় করেছেন হাফিজুর রহমান সুরুজ, শেখ হান্নান, মাসুদ রানা মিঠু ও তুলি। নাটকে দেখা যাবে- ইসমাইল প্রতিবাদী যুবক।

এলাকার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার দুহাত কেটে নেয়। সবাই তাকে ব্যঙ্গ করে হাতকাটা ইসমাইল বলে ডাকে। হাত না থাকার যন্ত্রণা নিয়ে সে জীবন পার করতে থাকে। নিজের জীবন দিয়ে ইসমাইল উপলব্ধি করে মানুষের জীবনে হাতের কী প্রয়োজন। এক সময় তার মায়ের হাতে লোহার পেরেক বিঁধে ইনফেকশন হয়ে যায়। ডাক্তার তার মায়ের হাত কেটে ফেলতে বললে ইসমাইল কোনোভাবেই হাত কাটতে দিতে চায় না। মায়ের হাতটাকে অক্ষত রাখতে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে যান ইসমাইল। শুরু হয় তার মায়ের হাত বাঁচানোর সংগ্রাম। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

হাসান