ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

বহুদিন পর একই ফ্রেমে আবুল হায়াত পরিবার

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম
বহুদিন পর একই ফ্রেমে আবুল হায়াত পরিবার
আবুল হায়াত ও তার পরিবার। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের আত্মজীবনীমূলক বই ‘রবির পথ’ এরই মধ্যে প্রকাশিত হয়েছে। গেল ২ নভেম্বর এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বইটি প্রকাশিত হয়েছে। 

আবুল হায়াত ও শিরীন হায়াত দম্পতির দুই কন্যা। একজন বিপাশা হায়াত, অন্যজন নাতাশা হায়াত। বিপাশা হায়াত একজন অভিনেত্রী, চিত্রশিল্পী। অন্যদিকে নাতাশা হায়াত একসময় অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এখন তিনি একজন সফল ব্যবসায়ী। বিপাশা হায়াত দীর্ঘদিন ধরেই স্বামী-সন্তানদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কয়েক মাস আগে তিনি ঢাকায় এসেছিলেন। এবার বাবার বই প্রকাশ এবং মায়ের জন্মদিন সামনে রেখেই বিপাশা হায়াত ঢাকায় এসেছেন। বাবার বই প্রকাশনা উৎসবেও তিনি উপস্থিত ছিলেন। 

গতকাল মঙ্গলবার ছিল আবুল হায়াতের স্ত্রী শিরীন হায়াতের জন্মদিন। তার আগের দিন রাতে দিনের মুহূর্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাবাকে সঙ্গে নিয়ে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কাটেন। জীবনের কিছু কিছু মুহূর্ত হয়তো একটু বেশিই সুন্দর হয়ে ওঠে, উপভোগ্য হয়ে ওঠে। এমন সময়টাতে বিপাশা হায়াত দেশে না এলে হয়তো তার বাবার প্রকাশনা উৎসবটাও পরিপূর্ণতা পেত না। মায়ের জন্মদিনটাও এত চমৎকারভাবে উদযাপনের সুযোগ হতো না বিপাশা হায়াতের। 

আবুল হায়াত বলেন, ‘সন্তানরা চোখের সামনে থাকলে বুকের ভেতর কী যে প্রশান্তি কাজ করে, তা একমাত্র বাবা-মাই অনুভব করতে পারেন। জীবনের প্রয়োজনে সন্তানরা নিজ নিজ সংসারে, কর্মক্ষেত্র ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও মাঝে মাঝে মন ভীষণ চায় নিয়ম ভেঙে তারা আমাদের ছায়াতলে এসে থাকুক, আমাদের সময় দিক, আমরা আরও একটু ভালো থাকি, তাদের মুখ দেখলে, তাদের হাসি দেখলে, তাদের সঙ্গ পেলে। জীবন তো এক অনিশ্চিত গন্তব্যের যাত্রা। কখন যে এই পথচলা থেমে যায়, তা কেউ আগে থেকে বলতে পারে না। তাই মনটা এই সময়ে এসে মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু তার পরও দোয়া করি ওরা ভালো থাকুক, সুখে থাকুক। ওরা সুখে থাকলেই পিতা হিসেবে আমি শান্তিতে থাকব, ভালো থাকব। বিপাশা, নাতাশা ওদের মায়ের জন্মদিনকে এবার আরও বেশি আনন্দময় করে তুলেছে, ওদের মায়ের মুখের প্রাণবন্ত হাসি দেখে ভালো লেগেছে আমার। আমার পরিবারের সবার সব সময় সুস্থতার জন্য দোয়া চাই।’ 

শিরীন হায়াত বলেন, ‘জন্মদিন এলে আমার কখনোই ভালো লাগে না। আমি সবাইকে বারবার বলিও জন্মদিন যেন না মনে করা হয়। কিন্তু কেউ কথা শোনে না। তারপরও ভালো লাগে, সবাই মিলে একত্রিত হওয়া, একটু আনন্দ করা। দোয়া চাই সবার কাছে।’

হাসান

‘সবুজ গ্রাম পাথরের শহর’ শুটিং লোকেশনে এক ঝাঁক তারকা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
শুটিং লোকেশনে এক ঝাঁক তারকা
ছবি: সংগৃহীত

এক ঝাক তারকা নিয়ে শুটিং শুরু হলো বৈশাখী টিভির ইনহাউস দীর্ঘ ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের। এ উপলক্ষে ঢাকার অদূরে পুবাইল বাদশা মিয়ার বাড়ি শুটিং হাউসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাটকের আনুষ্ঠানিকতা শুরু হয় কেক কাটার মাধ্যমে। বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাটকের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এদের মধ্যে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, শ্যামল মাওলা, শরাব আহমেদ জীবন, মায়মুনা মম, এ কে আজাদ সেতু, সূচনা শিকদার, শ্যামন্তি সৌমি, শারমিন ইমু সাথী, তানিয়া লিজা অন্যতম। সাংবাদিকদের সামনে নাটকের সার্বিক বিষয় তুলে ধরেন চিত্রনাট্যকার ইউসুফ আলী খোকন ও পরিচালক রুমান রুনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান। 

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান। 

নাটকের অভিনয় শিল্পীরা হলেন দিলারা জামান, সালাউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি, শতাব্দী ওয়াদুদ, এ কে আজাদ সেতু, শারমিন ইমু সাথি, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা,দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন তুলি, অমিতাভ রাজীব, নিয়ামূল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিকসহ আরও অনেকেই। 

‘সবুজ গ্রাম, পাথরের শহর’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘সবুজ গ্রাম পাথরের শহর নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষ প্রকৃতির মতোই সহজ-সরল ছিল, অন্যদিকে শহরের মানুষও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ-অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে সহজ-সরল মানুষের সহজ-সরল জীবনযাপনের সবকিছু। যে কারণে গ্রামের সহজ-সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে, তেমনি চিত্রায়িত হয়েছে ইট-পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তব চিত্র। যাদের হৃদয় যেন আজ পাথরের মতোই শক্ত। গ্রামে-গঞ্জ-শহরে একই চিত্র। নানা ঘাত-প্রতিঘাত, অসংগতি আর বৈষম্য সমাজ তথা রাষ্ট্র উন্নয়নে দারুণ অন্তরায়। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ নাটকের কিছু মানুষ এগিয়ে আসে। কেউ সফল হন কেউ হন না। কিন্তু তাদের সংগ্রাম থেমে থাকে না, নিয়ত এগিয়ে চলে সামনের দিকে। বরাবরের মতো আমার এ গল্পের নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’ 

হাসান

দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক
কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। আজ (১৪ ডিসেম্বর) সকালে কোয়েলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। নতুন অতিথির আগমনে নিশপাল সিং ও মল্লিক পরিবারে খুশির হাওয়া বইছে।

কোয়েল নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে আনন্দের সংবাদ ভাগ করে নিয়েছেন। জানা গেছে, মা ও সন্তান সুস্থ আছেন।

কোয়েলের প্রথম পুত্রসন্তানের নাম কবীর। ২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল।

ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেছিলেন। এক ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেজায় খুশি নিশপাল ও কোয়েল।

হাসান

লেখালেখিতেই আনন্দ পান পুলিশ কর্মকর্তা ও গীতিকার জালাল চৌধুরী

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম
লেখালেখিতেই আনন্দ পান পুলিশ কর্মকর্তা ও গীতিকার জালাল চৌধুরী
জালাল চৌধুরী। ছবি: সংগৃহীত

পুলিশ কর্মকর্তা জালাল চৌধুরী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন গীতিকার। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত লিখে যাচ্ছেন তিনি। তার লেখা গান প্রায়ই বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এছাড়াও বিভিন্ন নাটকে তার গান প্রচারিত হয়েছে।

ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস গড়ে তুলেন এ পুলিশ কর্মকর্তা। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস ‘কোথায় পাবো তারে’ ও ‘নির্বাসিত হৃদয়ে এসো’ এবং ছোট গল্প সংকলন ‘ইরোটা ম্যানিয়া’। 

পরিচালক অনন্য মামুন পরিচালিত মেগাস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার প্রমোশনাল ‘ওরে পাগল মন’ গানটির গীতিকার তিনি। ইউটিউবে প্রচারিত ‘ওরে পাগল মন’ গানটি অতি অল্প সময়ের মধ্যে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

জালাল চৌধুরী বর্তমানে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে  পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত আছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নীতিনির্ধারণী পর্যায়েও তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

ভালো লাগা থেকেই লেখালেখির চর্চা। চাকরির পাশাপাশি লেখালেখিতেই আনন্দ খোঁজেন তিনি।

হাসান

বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুটের সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয় সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশিরা।

যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সট স্টেজ ইভেন্টসের কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।

তিনি জানান, নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অবধি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোনো টিকিট। তবে রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সঙ্গে কোলাবোরেশান করবে চিরকুট।

এ প্রসঙ্গে সুমি বলেন, ‘বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্ন সময়। এবারও তাই হবে। বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সঙ্গে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।

চিরকুট জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরে আসছে তারা। ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।

হাসান

 

বিলবোর্ড পুরস্কারে নতুন রেকর্ড সুইফটের

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
বিলবোর্ড পুরস্কারে নতুন রেকর্ড সুইফটের
টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৪’-এর পুরস্কার পর্ব ঘোষণা হয়েছে। এবারের আসরে টেলর সুইফট গড়েছেন নতুন রেকর্ড। ‘ফোর্টনাইট’ গায়িকা ২০২৪ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে (বিবিএমএ) বৃহস্পতিবার রাতে ১০টি পুরস্কার জিতে নিয়েছেন। যার ফলে গায়িকার ঝুলিতে এখন ৪৯টি বিলবোর্ড ট্রফি।

এর আগে গায়ক ড্রেকের সঙ্গে সমান ৩৯টি করে ট্রফি জয়ে সমান অবস্থায় ছিলেন এ পপ সেনসেশন।

সিএনএনের প্রতিবেদন অনুসারে এ বছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে শীর্ষ শিল্পী, শীর্ষ নারী শিল্পী, শীর্ষ বিলবোর্ড ২০০, শীর্ষ হট ১০০, হট ১০০ গীতিকার, শীর্ষ স্ট্রিমিং গানের শিল্পীসহ মোট ১০টি পুরস্কার জিতেছেন টেলর সুইফট। এখন সুইফটের ঝুলিতে ৪৯টি বিলবোর্ড অ্যাওয়ার্ড ট্রফি। ড্রেক গত রাতে ৩টি পুরস্কার পান।

সাম্প্রতিক বছরগুলোতে গ্র্যামির মতো বিলবোর্ডেও একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন টেলর সুইফট। সেই সঙ্গে বিশ্ব চষে বেড়াচ্ছেন নিজের মিউজিক্যাল সফর দিয়ে। সম্প্রতি নিজের মিউজিক্যাল সফর ‘এরাস ট্যুর’ সমাপ্ত করেছেন গায়িকা।

বিশ্বব্যাপী ঝড় তোলা এ সফরটি ১৪৯টি শোয়ের মাধ্যমে সমাপ্ত হয়। এই ট্যুর থেকে ২ বিলিয়ন ডলার আয় করেছেন সুইফট, যা ইতিহাস তৈরি করেছে। আর সেই আয় থেকে ১৯৭ মিলিয়ন ডলার বোনাস হিসেবে তার ট্যুরের সঙ্গে জড়িত সব সদস্যের মধ্যে বিতরণ করেছেন গায়িকা, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৩৫৭ কোটি ৭০ লাখ। এরাস ট্যুরের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য এই বোনাসের একটি অংশ পেয়েছেন।

হাসান

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });