বিভিন্ন কনসার্টে সংগীতশিল্পীদের সঙ্গে মাঝে মধ্যেই অদ্ভুত ঘটনা ঘটে। এবার এমনই এক অদ্ভত দুর্ঘটনায় পড়েছেন গায়ক ক্রিস মার্টিন। গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে পারফমেন্স করার সময় মঞ্চে থাকা এক অদৃশ্য গর্তে পড়ে যান তিনি। এরপর দুই হাত দিয়ে গর্তের দুইপাশে ভর দিয়ে শরীরের ভারসাম্য রাখেন। তবে সৌভাগ্যক্রমে, গুরুতর আঘাত না পাওয়ায় দ্রুত উঠে আবারও গান চালিয়ে যান তিনি।
ইতোমধ্যে নেট দুনিয়ায় গায়কের গর্তে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালীন মঞ্চে ঘুরে ঘুরে গানের পাশাপাশি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন ক্রিস। পেছন দিকে খেয়াল না করে উল্টোদিকে হাঁটছিলেন। আর তখনই মঞ্চে থাকা ট্র্যাপ ডোরে পড়ে যান তিনি। তবে সঙ্গে সঙ্গেই সেখানে থাকা ক্রু ধরে ফেলেন তাকে। ফলে তেমন চোট পাননি ক্রিস।
সেখান থেকে উঠে নিজেকে একটু সামলে নিয়ে ঠাট্টার সুরে গায়ক বলেন, ‘এটা একেবারেই পরিকল্পনা ছিল না। আমাকে ধরার জন্য ধন্যবাদ ভাই। এটা পুরোপুরি একটা ইউটিউব মোমেন্ট ছিল।’
হাসান