বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। তবে বলিউডের গণ্ডি পেরিয়ে তার গন্তব্য হয়েছে হলিউড। স্বামী, সন্তান নিয়ে বর্তমানে আমেরিকায় বসবাস করছেন তিনি। শুধু গান, টিভি সিরিজ কিংবা সিনেমা নয়, হলিউডের রিয়েলিটি শোতেও নিয়মিত দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায়।
তবে হলিউডে তার শুরুর পথটা মোটেও সহজ ছিল না। শুরুর দিকে তাকে ‘বি গ্রেড’ সিনেমাতে অভিনয় করতে হয়েছিল। এ নিয়ে প্রশ্নও উঠেছে একাধিকবার। এবার সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুললেন খোদ প্রিয়াঙ্কা নিজেই।
এ সম্পর্কে তিনি বলেন, ‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময় পর আমাকে কোনো সিনেমাতে নেওয়া হচ্ছিল না। লোকজনের সঙ্গে মতান্তর হচ্ছিল।’
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে রাজনীতি হয় তা নতুন নয়। অনেক তারকা রাজনীতির কারণে হারিয়ে গেছেন। নিজের অভিজ্ঞতার বিষয়ে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই ।’
এত সাফল্য থাকা সত্ত্বেও হলিউডে কেনো বি গ্রেড সিনেমায় অভিনয় করেছেন, প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘যেকোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ ইংরেজি ভাষায় সিনেমা করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে। যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি গ্রেড সিনেমাতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।’
উল্লেখ্য, প্রিয়াঙ্কা অভিনীত নতুন দুটি হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’ ও ‘হ্যাডস অব স্ট্যাট’ শিগগিরই মুক্তি পাচ্ছে। এ ছাড়া ‘সিটাডেল’ নামক একটি সিরিজও আসছে চলতি মাসে।
হাসান