চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার নির্মাণ করেছেন সিনেমা ‘রং ঢং’। নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, গাজীপুর, সিলেটসহ আরও বিভিন্ন জায়গায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলে এই সিনেমা নির্মাণ কাজ। এরপর সেন্সরে আটকে গিয়েছিল সিনেমাটি। পরবর্তীতে আপিল করা হলে আপিল বিভাগের রায়ে ছবিটি সেন্সর সার্টিফিকেট পায়। অবশেষে আগামীকাল ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এমনটি জানিয়েছেন ছবির প্রযোজক আহসান জুবায়ের।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মণ্ডল প্রমুখ। ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, আদি।
সিনেমার নির্মাতা আহসান সারোয়ার বলেন, ‘রং ঢং’ সিনেমাটি মুক্তির আগেই সিনেমাপ্রেমীদের কাছ থেকে যতটা সাড়া পেয়েছি। একটা সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা বোঝানোটা কঠিন ব্যাপার।
‘রং ঢং’ শুধু আমার সিনেমা না, এর সঙ্গে জড়িয়ে আছে ক্যামেরার সামনে এবং পেছনে আরও অনেকে। আশা করছি সবাই সিনেমার সঙ্গে থাকবেন। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’
হাসান