যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। রেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন তিনি। নির্বাচনের শুরু থেকেই হলিউডের অনেক তারকা ট্রাম্পের পক্ষে প্রচার চালিয়েছেন, আবার অনেকেই ট্রাম্পের বিপক্ষে অর্থাৎ কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। নির্বাচনের ফলাফলে তারকাদের একাংশ যেমন খুশি, অন্য অংশ আবার হয়েছেন নারাজ। তবে তারকারা এই ফলাফল ঘিরে দিয়েছেন প্রতিক্রিয়া। এসব নিয়ে লিখেছেন মাহমুদ শাকিল
আমেরিকান জনপ্রিয় র্যাপার কার্ডি বি। তিনি কমলা হ্যারিসের একটি নির্বাচনি সমাবেশেও হাজির হয়েছিলেন। নির্বাচনের এমন ফলাফলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই র্যাপার। একটি ভিডিও ইন্সটাগ্রাম শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাদের ঘৃণা করি।’
সেখানে মন্তব্যের ঘরে একজন প্রশ্ন করেন, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন কি না। জবাবে এই র্যাপার বলেন, ‘তোমাদের প্রতি আমি বিরক্ত। আমি সত্যিই অনেক দুঃখিত। ঈশ্বরের শপথ করে বলছি, আমি সত্যিই দুঃখিত।’
একটি দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্টে অস্কারজয়ী তারকা জেমি লি কার্টিস লিখেছেন, ‘আমাদের জন্য আগামীতে আরও সীমাবদ্ধতা ও ভয়ংকর সময় অপেক্ষা করছে। কিন্তু আমাদের জেগে উঠতে হবে, লড়াই করতে হবে। শিশুদের জন্য, মহিলাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমেরিকান হওয়ার এটাই মানে।’
নন্দিত সংগীত তারকা আরিয়ানা গ্রান্ডে তার ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘যারা আজকের এই ফলাফলের অসহনীয় যন্ত্রণা সহ্য করছেন তাদের পাশি আছি।’
অস্কারজয়ী ভায়োলা ডেভিস কমলা হ্যারিসকে নির্বাচনে তার সাহসী এবং আমেরিকার প্রতিজ্ঞাকে ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি সারা জীবন তেমাকে নিয়ে গর্ব করে যাব’।
লেখক স্টিফেন কিং তার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অনেক দোকানেই আপনি এমন জিনিস দেখতে পাবেন যা দেখতে সুন্দর, ধরে রাখতে আনন্দদায়ক কিন্তু একবার সেটা ভেঙে ফেললে, তখন সেটা আর আপনার থাকে না। আপনি গণতন্ত্র সম্পর্কেও এই একই কথাটা বলতে পারেন।’
ব্রিটিশ লেখক ফিলিপ পুলম্যান শুধু এতটুকু লিখেছেন, ‘বিদায় আমেরিকা, তোমাকে জেনে ভালো লাগল।’
‘দ্য ভিউ’তে ট্রাম্পকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হুপি গোল্ডবার্গ বলেছেন, ‘তিনি প্রেসিডেন্ট কিন্তু এখনো আমি তার নাম বলতে চাচ্ছি না। আমি তার নাম বলতে চাইও না।’
যিনি দীর্ঘদিন অনলাইনে রাজনৈতিকভাবে স্পষ্টভাষী হিসেবে পরিচিত অভিনেতা জন কুসাক লিখেছেন, ‘আমেরিকাবাসী নিজেদের ধ্বংস করতে একজন দোষীসাব্যস্ত ধর্ষক ও নাৎসিকে ভোট দিয়ে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে।’
বিলি ইলিশ ইন্সটাগ্রাম স্টোরিতে ট্রাম্পের এই বিজয়কে ‘নারীদের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করেছেন।
‘দ্য ডোন্ট লুক আপ’ পরিচালক ডেমোক্রেটিকদের প্রতি শুধু হতাশাই ব্যক্ত করেছেন। বাইডেনের শেষ সময়ের শাসনামল নিয়ে নিজের অসন্তোষের কথা উল্লেখ করে এই হলিউড নির্মাতা লেখেন, ‘ডেমোক্রেটিক পার্টিকে পরিত্যাগের এটাই উপযুক্ত সময়।’ বিজয়ের পর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় পডকাস্টার জো রগান, অভিনেতা-কমেডিয়ান রাসেল ব্র্যান্ডসহ অনেকে।
ট্রাম্পের সমালোচনা করে অভিনেত্রী লিলি রেইনহার্ট টুইট করেছেন, ‘ট্রাম্পের কাছে যৌন হেনস্থার শিকার হওয়া নারীদের কথা ভুলতে পারছি না। এক হেনস্থাকারীকে লাখ লাখ মানুষ ভোট দিচ্ছে, এটা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’
জাহ্নবী