সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো। ছবি: সংগৃহীত
জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তার অভিনীত সর্বশেষ ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছেন তিনি। সব মিলিয়ে দারুণ সময় পার করছেন সেলেনা। এরই মাঝে ভক্ত-অনুরাগীদের আরেকটি খুশির খবর দিলেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক সঙ্গীতশিল্পী বেনি ব্লেঙ্কোর সাথে বাগদান সেরেছেন এ গায়িকা অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজেই এ খবর দিয়েছেন তিনি।
ইন্সটাগ্রামে বেনির সাথে বেশকিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে তার অনামিকা আঙুলে হীরার আংটি ঝলমলিয়ে উঠেছে। বাগদান সেরে সেলেনা যে বেশ উচ্ছ্বসিত, ছবিগুলোতে তার হাসি দেখে তা স্পষ্ট বুঝা যাচ্ছিল।
ছবি শেয়ারের পাশাপাশি তিনি একটি ক্যাপশনও জুরে দিয়েছেন। তিনি লেখেন, ‘এখন শুরুটা চিরকালের জন্য।’
নতুন জীবনে অসংখ্য অনুরাগীদের পাশাপাশি সেলেনাকে অভিনন্দন জানিয়েছেন হলিউডের বিখ্যাত ব্যক্তিরা। টেইলর সুইফট উচ্ছ্বসিত হয়ে মন্তব্য করেছেন, ‘হ্যাঁ, আমি হবো পুষ্প বালিকা।’ বেনি ব্লাঙ্কোও একটু মজা করে মন্তব্য করেছেন, ‘আরে অপেক্ষা করুন, এটা আমার বউ।’
একসময় কানাডিয়ান তারকা জাস্টিন বিবারের সঙ্গে গভীর প্রেম ছিল সেলেনা গোমেজের। কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। ২০১৮ সালে ৬ বছরের সম্পর্ক ভাঙতেই হেইল বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে ফেলেন বিবার। বিষয়টি সেলেনাকে চরম আঘাত দেয়।
এরপর ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ে সেলেনার। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। ৫ বছর চুটিয়ে প্রেম করে অবশেষ বিয়েতে আবদ্ধ হচ্ছেন তারা।
আমেরিকার সঙ্গীতজগতে বেনি ব্লাঙ্কোরও খ্যাতি রয়েছে ব্যাপক। সঙ্গীতশিল্পীর পাশাপাশি তিনি একজন সঙ্গীত প্রযোজকও। এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, বিটিএস, এমিনেম, জাস্টিন বিবার, হ্যালসি, ক্যাটি পেরি, রিহানাদের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন তিনি। ২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও ব্ল্যাঙ্কো।
হাসান