তরুণ নির্মাতা বেলাল সানি পাঁচ বছরেরও বেশি সময় আগে শুরু করেছিলেন ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং। তখন একটি ফার্স্টলুক প্রকাশও করা হয়েছিল। এরপর নানা কারণে থেমে ছিল সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর এই সিনেমার কাজ। এ সিনেমার সব কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছবিটি মুক্তির অনুমতিও পেয়েছেন নির্মাতা।
আগামী ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক বেলাল সানি। এই সিনেমায় জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরী ও জলি।
নির্মাতা বলেন, ‘‘ডেঞ্জার জোন’ আগামী ১৩ ডিসেম্বর দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারবেন। বহু বাধাবিপত্তির কারণে ছবিটি দর্শকের কাছে নিয়ে আসতে অনেকটা সময় চলে গেল। আগের প্রযোজক ছবিটি মুক্তি দিতে বিলম্ব করেছেন। টাইম মিডিয়া ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। তাই নতুন উদ্যমে ছবিটি দর্শকের সামনে নিয়ে আসছি আমরা। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”
বাপ্পী-জলি ‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ ‘শত্রু’ সিনেমায় দেখা গিয়েছিল চিত্রনায়ক বাপ্পীকে। এরপর দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তেমন সরব নন।
হাসান