বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করার ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরায় যে ব্যক্তি ধরা পড়েছে, তাকে গত সপ্তাহে শাহরুখ খানের বাড়ি মান্নাতের আশপাশে দেখা গেছে । গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুম্বাই পুলিশ এমন তথ্য দিয়েছে।
জানা যায়, গত ১৪ জানুয়ারি শাহরুখের বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে ওই ব্যক্তিকে। তবে কেবল ঘোরাফেরাই নয়, ৬-৮ ফুট উচ্চতার একটি মই ব্যবহার করে পাঁচিল টপকে ভেতরে ঢোকার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু পাঁচিলের উপরে থাকা কাঁটাতারের বেড়ার কারণে মান্নাতের ভেতরে তিনি ঢুকতে পারেননি।
সাইফের আহত হওয়ার পর এই তথ্য জেনে তদন্তকারী দল মান্নাত পরিদর্শনও করেছে বলে জানিয়েছে পুলিশ।
শাহরুখের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। এছাড়া তদন্ত চালালেও বিষয়টি নিয়ে পুলিশও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ওই ঘটনার পরদিন রাতেই বান্দ্রায় সাইফের ফ্ল্যাটে ঢুকে তাকে ছুরিকাঘাত করা হয়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার দুই ঘণ্টা আগেও সাইফ-কারিনার বাড়িতে কারও প্রবেশের কোনো চিহ্ন খুঁজে পায়নি ফরেনসিক বিভাগ। এমনকি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতেও কারো প্রবেশের দৃশ্যও ধরা পড়েনি ওই ফ্ল্যাটে। সাইফের হামলাকারীকে ধরতে এর মধ্যে মুম্বাই অপরাধ দমন বিভাগের ১৫টি টিম মাঠে আছে আর মুম্বাই পুলিশের ২০টি টিম কাজ করছে এই তদন্তে। আর হামলার তদন্তের মূল দায়িত্ব পেয়েছেন পুলিশের ‘এনকাউন্টার’ বিশেষজ্ঞ দয়া নায়েক।
ঘটনার দু’দিন পর এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সাইফের বাড়ির ক্লোজড সার্টিক ক্যামেরায় ধরা পড়া ব্যক্তির পরিচয় সামনে আনেনি পুলিশ কর্তৃপক্ষ। সন্দেহভাজন হামলাকারীকে মুম্বাইয়ের বান্দ্রার রেলস্টেশনের কাছে একবার দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরে জেলার পালঘর, বাসাই বা নালাসোপারার দিকে পালিয়েছেন ওই হামলাকারী। ওই সব জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশের টিম।
বলিউডের তারকা দম্পতির বাড়িতে এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিনেমা জগতের মানুষরা। শহরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
তদন্তে পুলিশ প্রথামিকভাবে ধারণা করছে, চুরির উদ্দেশ্যেই সাইফের বাড়িতে ঢুকেছিল ওই হামলাকারী। ওই বাড়ির প্রবেশপথ ও নকশা সম্পর্কেও তার জানা ছিল।
পুলিশের ভাষ্য, ‘চোর’ ঢুকেছিল বাড়ির ‘ফায়ারস্পেস’ দিয়ে। এরপর ভবনের পেছনের দিকের সিঁড়ি বেয়ে উঠে যায় সাইফ-কারিনার অ্যাপার্টমেন্টে। কিন্তু বাড়ির ভেতরে কীভাবে ওই ব্যক্তি ঢুকল, সেটি প্রকাশ করেনি মুম্বাই পুলিশ।
এদিকে পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে সাইফের শরীর মেরুদণ্ডের খুব কাছ থেকে ছুরির আড়াই ইঞ্চির ভাঙা অংশ বের করা হয়েছে বলে লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি আছেন।
হাসান