পাপিয়া সারোয়ারের মৃত্যুর খবরে মর্মাহত আরেক খ্যাতিমান রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রিয় সহকর্মীকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। রেজওয়ানা চৌধুরী বন্যা লিখেছেন, ‘একসঙ্গে গানের জীবনে পথ চলেছিলাম সাদি, পাপিয়া আর মিতার সঙ্গে। শুধু আমি রয়ে গেলাম।’
পাপিয়া সারোয়ারের মৃত্যুর শোকে অল্প কথায় নিজের ভেতর জমে থাকা কষ্টগুলো জানান দিলেন বন্যা। একই সঙ্গে নিজেদের বন্ধুত্ব ও সেই বন্ধুদের একে একে না ফেরার দেশে চলে যাওয়ার যন্ত্রণার কথাই তুলে ধরেছেন বন্যা। তিনি যে এখন একেবারে সঙ্গীহারা, একা হয়ে পড়লেন এ কথাও জানালেন কথায় ও লেখায়।
মিতা চৌধুরী ও সাদি মহম্মদের বিদায় বেলায়ও একইভাবে দুঃখ প্রকাশ করেছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সাদির শ্রদ্ধা বাসরে গানও গেয়েছিলেন তিনি।
পাপিয়া সারোয়ার ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সানজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তী সময় বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতে দীক্ষা নেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্রসংগীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন। আধুনিক গানেও তিনি সফল। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি গেয়ে সব শ্রেণির শ্রোতার হৃদয় জয় করেন তিনি।
হাসান