ঢাকা ১২ মাঘ ১৪৩১, রোববার, ২৬ জানুয়ারি ২০২৫
English
রোববার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

রাহাত ফতেহ আলীর কনসার্ট স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী
রাহাত ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে। ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এর আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

এই কনসার্টে গাইতে আসছেন পাকিস্তানের খ্যাতিমান সংগীততারকা রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী। 

এবার শোনা গেল, এই আয়োজনে ভেন্যু অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নিচ্ছেন না সেনাবাহিনী। যেহেতু কনসার্টটির উদ্দেশ্য আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ কিছু, সেক্ষেত্রে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ হয়েছে বলে জানিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তারা এও বলেছে, এক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
এদিকে গত সোমবার রাত থেকে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’-এর টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। মোট তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। কনসার্টের টিকিট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। 

রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য ১০ হাজার, ৪ হাজার ৫০০ এবং ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কনসার্টে আরও গাইবেন দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরে র‌্যাপসংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

হাসান

এবার নিজের ফ্লাট বিক্রি করে দিলেন অক্ষয়

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম
এবার নিজের ফ্লাট বিক্রি করে দিলেন অক্ষয়
বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত শেষ অনেকগুলো সিনেমা  ব্যাবসাসফল হতে পারেনি। ফ্লপের তালিকায় রয়েছে ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘মিশন রানিগঞ্জ’ও ‘বড়ে মিঞা ছোটে মিঞার মত ছবিগুলো।

তবে শুক্রবার (২৪ জানুয়ারি) মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ সিনেমার  প্রথম দিনের বক্সঅফিস কালেকশন আশা জাগাচ্ছে। ১৪০ কোটি বাজেটে নির্মিত স্কাই ফোর্স সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে তুলে নিয়েছে ২৭ কোটি রুপি।

কিন্তু এর মধ্যেই খবর ছড়িয়েছে নিজের ফ্লাট বিক্রি করে দিয়েছেন জনপ্রিয় এ নায়ক।

জানা গেছে, ওবেরয় রিয়ালিটি সংস্থার নির্মিত স্কাই সিটিতে অক্ষয়ের প্রায় আড়াই কোটি দিয়ে কেনা একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। সেই ফ্লাটটি তিনি ৪ দশমিক ২৫ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন।

অনেক সিনেমা ফ্লপ হলেও অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন নতুন দুটি সিনেমা 'ভুত বাংলো' ও 'হাউজফুল ৫' রেকর্ড করবে বলে প্রত্যাশা খিলাড়ী খ্যাত এ নায়কের ভক্তদের।

মেহেদী/

ট্রেইলারেই তোলপাড় মিকি ১৭’র

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
ট্রেইলারেই তোলপাড় মিকি ১৭’র
ছবি: সংগৃহীত

জনপ্রিয় হলিউড তারকা রবার্ট প্যাটিনসন এবার শুরুতেই ছক্কা হাঁকালেন। ‘দ্য ব্যাটম্যান’, ‘টেনেট’-এর মতো সিনেমায় কাজ করা এই অভিনেতা এবার অস্কারজয়ী পরিচালক বং জুন-হোর সঙ্গে জুটি বেঁধেছেন। আগামী ৭ মার্চ এই জুটির বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘মিকি ১৭’ নামক প্রথম সাই-ফাই ঘরানার সিনেমা। ছবিটিতে মিকি বার্নস চরিত্রে অভিনয় করেছেন প্যাটিনসন।

সম্প্রতি ওয়ার্নার ব্রোস পিকচার্স ‘মিকি ১৭’ সিনেমার বহুল প্রত্যাশিত ট্রেইলারটি প্রকাশ করেছে। এটি প্রকাশের পর থেকেই প্যাটিনসন ও বং জুন-হোকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস যেন থামছেই না। ট্রেইলার নিয়েই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমার ট্রেইলার নিয়ে ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার পাশাপাশি অস্কারজয়ী নির্মাতার থেকেও যে ভক্তদের অনেক প্রত্যাশা, সেটা মন্তব্য থেকেই স্পষ্ট বোঝা গেছে।

ডওয়ার্ড অ্যাশটনের ‘মিকি ১৭’ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে অকল্পনীয় দুর্দশার মধ্যে ধরা পড়া একজন অসম্ভাব্য নায়করূপে দেখা যাবে এই অভিনেতাকে। সিনেমায় মিকি (প্যাটিনসন) তার নিয়োগকর্তার সঙ্গে এমন একটা প্রতিশ্রুতিতে আবদ্ধ যে প্রয়োজনে তাকে মরতেও হতে পারে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার পর বহুল আলোচিত ‘মিকি ১৭’ সিনেমার মধ্য দিয়ে ফের বড় পর্দায় ফিরছেন এই দক্ষিণ কোরীয় নির্মাতা।

হাসান

অস্কারে এমিলিয়া পেরেজের বাজিমাত

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
অস্কারে এমিলিয়া পেরেজের বাজিমাত
ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কারণে দুবার পিছিয়েছিল অস্কারের মনোনয়ন ঘোষণার দিন। এর কারণে অস্কার বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। অবশেষে গতকাল শুক্রবার অস্কারের ৯৭তম এডিশনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ্যে আনল অস্কার কমিটি। আমেরিকান অভিনেত্রী র‌্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং ঘোষণা করেন অস্কার মনোনীতদের নাম।

অস্কারে এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। এই প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো সিনেমা ১৩টি মনোনয়ন পেল। ১০টি করে মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে আছে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকড’।

অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়নের তালিকা

সেরা সিনেমা

‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন: ​​পার্ট টু’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আই এম স্টিল হিয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’, ‘উইকড’

 

পরিচালক

শেন বেকার (আনোরা)

ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)

জেমস ম্যানগোল্ড (আ কমপ্লিট আননোন)

জ্যাক অঁদিয়ার (এমিলিয়া পেরেজ)

কোরালি ফার্গেট (দ্য সাবস্ট্যান্স)

সেরা অভিনেতা

অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

টিমোথি শ্যালামেট (আ কমপ্লিট আননোন)

কোলম্যান ডোমিঙ্গো (সিং সিং)

 

রেফ ফাইঞ্জ (কনক্লেভ)

সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)

 

সেরা অভিনেত্রী

সিনথিয়া এরিভো (উইকড)

কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ)

মাইকি ম্যাডিসন (আনোরা)

ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)

ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)

 

আন্তর্জাতিক ফিচার ফিল্ম

আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)

দ্য গার্ল উইদ দ্য নিডল (ডেনমার্ক)

দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (জার্মানি)

ফ্লো (লাটভিয়া)

 

অ্যানিমেটেড সিনেমা

ফ্লো

ইনসাইড আউট টু

মেমোয়ার অব আ স্নেইল

ওয়ালেস অ্যান্ড গ্রোমিট

দ্য ওয়াইল্ড রোবোট

পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা, পোশাক পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মৌলিক আবহসংগীত, শব্দ, অ্যাডাপ্টেড চিত্রনাট্য, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রাহক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক গান, শিল্প নির্দেশনা এবং ভিজুয়াল ইফেক্টস শাখার মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

হাসান

চরিত্রে সচেতন সামান্থা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
চরিত্রে সচেতন সামান্থা
সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তামিল ইন্ডাস্ট্রি থেকে উত্থান হলেও জনপ্রিয় এই অভিনেত্রীকে গত কয়েক বছরে তামিল সিনেমায় খুব একটা দেখা যায়নি। ‘গার্ল নেক্সট ডোর’ চরিত্রের জন্য পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সম্পর্কে কথা বলেছেন। সামান্থা জানান, তিনি এখন অনেক যাচাই-বাছাই করে সিনেমায় কাজ করতে চান। মাঝে চিকুনগুনিয়া থেকে সেরে উঠে নিজের জিম সেশন চালিয়ে গেলেও তামিল সিনেমায় আর চুক্তিবদ্ধ হননি তিনি। তবে চলচ্চিত্র নির্মাতা রাজ এবং ডিকের সঙ্গে ঠিকই কাজ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন চরিত্রের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আমার যখন মনে হবে যে, চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং হবে- সেই সিনেমাতেই কাজ করতে চাই। কাজের ব্যাপারে আমি এখন আরও বেশি সচেতন। আমি চাই না আমার কাজ দর্শকদের হতাশ করুক। আমি প্রতিটি কাজে আমার সেরাটা দিতে চাই।’

এ ছাড়াও ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’তে সামান্থাকে সুযোগ দেওয়ার জন্য রাজ এবং ডিকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। নেটফ্লিক্সের আসন্ন টিভি সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’তেও অভিনয় করবেন সামান্থা। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। এটি নির্মাণ করবেন রাজ এবং ডিকে।

হাসান

সৈয়দ আব্দুল হাদীর ‘স্মৃতিময় গানগুলো’

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম
সৈয়দ আব্দুল হাদীর ‘স্মৃতিময় গানগুলো’
সৈয়দ আব্দুল হাদী। ছবি: সংগৃহীত

জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তার হাত ধরেই এনটিভিতে সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘কিছু কথা কিছু গান’ এবং পরবর্তী সময়ে বাংলাভিশনে ‘গানে গানে দেশে দেশে’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে এই দুটি অনুষ্ঠানের কোনোটির সঙ্গেই আপাতত আর সৈয়দ আব্দুল হাদীর কোনো সম্পৃক্ততা নেই। অর্ধযুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ টেলিভিশনে এখনো প্রচার-চলতি সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’র সঙ্গেই সম্পৃক্ত আছেন। আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে এই অনুষ্ঠানে সব সময় প্রধান আলোচক হিসেবেই উপস্থিত থাকেন সৈয়দ আব্দুল হাদী। এখন শুধু এই একটি অনুষ্ঠানের সঙ্গেই যুক্ত আছেন তিনি।

এ সম্পর্কে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আপাতত বিটিভির স্মৃতিময় গানগুলোর সঙ্গেই সম্পৃক্ত আছি। যেহেতু আমি একজন সংগীতশিল্পী, সারা জীবন গানই গেয়েছি। তাই গানের এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভালো লাগে। কারণ এখন অনেক অবসর সময়। এই অনুষ্ঠানে গেলে ভীষণ ভালো লাগে, অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। গল্প করি, ভালো লাগে। সবচেয়ে বড় কথা, অনেক স্মৃতিচারণ হয় এই স্মৃতিময় গানগুলোর অনুষ্ঠান ঘিরে। অর্ধযুগেরও বেশি সময় ধরেই আছি এই অনুষ্ঠানের সঙ্গে। এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য দোয়া রইল।’

হাসান