দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন তিন সিনেমা। যদিও প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। তবে চলতি বছরের জানুয়ারিতে সেই নিয়ম ভেঙে একসঙ্গে মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। বছরের শেষ মাসে আবারও একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি দেওয়া হলো।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্র্যাসি প্রাইভেট লিমিটেড’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ও শবনম পারভীনের ‘হুরমতি’ সিনেমাগুলো।
২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। এর গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের অনেক কিছুই উন্মোচন করা হয়েছিল। ১৭ বছর পর ফারুকী ফিরছেন ৪২০-এর ডাবল আপ ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্র্যাসি প্রাইভেট লিমিটেড’ নিয়ে।
এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন প্রমুখ। সিনেমাটি ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছাড়া সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’ ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। বেলাল সানি পরিচালিত এতে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী ও জলি রহমান। আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত প্রমুখ।
হাসান